নাচ-গান নিয়ে সরকার ব্যস্ত: আমান
নিজস্ব প্রতিবেদক | ২৯ জুন, ২০২২ ১৬:২৩
আমান উল্লাহ আমান। পুরোনো ছবি
দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, এই সরকারের জনগণের প্রতি কোনো নজর নেই।
বুধবার দুপুরে ঢাকা জেলা ও মহানগর উত্তর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ কমিটির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
আমান বলেন, যেহেতু এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, জনগণের ভোটে নির্বাচিত নয়, অবৈধভাবে আগের রাতে ভোট দিয়ে ক্ষমতায় এসেছে। সেহেতু জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই।
আরও বলেন, আজকে জনগণের পাশে তারা দাঁড়াচ্ছে না। তারা মনে করছে আগের মতোই আরেকটা নির্বাচন করবে। জনগণ আজ মতামত প্রকাশ করছে, এই সরকারের অধীনে আগামী দিনে আর কোনো নির্বাচন নয়। আগামী দিনে নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, এই সরকার জনগণের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। আনন্দ, উল্লাস, নাচ-গান নিয়ে তারা ব্যস্ত। আজকে যেখানে বিদ্যুৎ নেই বিভিন্ন জেলায়, সেখানে সারা বাংলাদেশে প্রশাসনের মাধ্যমে শত শত কোটি টাকা খরচ করে আলোকসজ্জা করছে। এই সরকার বন্যার্তদের পাশে দাঁড়াতে সম্পূর্ণ রূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৯ জুন, ২০২২ ১৬:২৩

দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, এই সরকারের জনগণের প্রতি কোনো নজর নেই।
বুধবার দুপুরে ঢাকা জেলা ও মহানগর উত্তর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ কমিটির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
আমান বলেন, যেহেতু এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, জনগণের ভোটে নির্বাচিত নয়, অবৈধভাবে আগের রাতে ভোট দিয়ে ক্ষমতায় এসেছে। সেহেতু জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই।
আরও বলেন, আজকে জনগণের পাশে তারা দাঁড়াচ্ছে না। তারা মনে করছে আগের মতোই আরেকটা নির্বাচন করবে। জনগণ আজ মতামত প্রকাশ করছে, এই সরকারের অধীনে আগামী দিনে আর কোনো নির্বাচন নয়। আগামী দিনে নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, এই সরকার জনগণের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। আনন্দ, উল্লাস, নাচ-গান নিয়ে তারা ব্যস্ত। আজকে যেখানে বিদ্যুৎ নেই বিভিন্ন জেলায়, সেখানে সারা বাংলাদেশে প্রশাসনের মাধ্যমে শত শত কোটি টাকা খরচ করে আলোকসজ্জা করছে। এই সরকার বন্যার্তদের পাশে দাঁড়াতে সম্পূর্ণ রূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।