‘ফ্যাসিবাদী শাসনে মূল্যবোধের অবক্ষয় ঘটায় শিক্ষককে পিটিয়ে হত্যা’
নিজস্ব প্রতিবেদক | ১ জুলাই, ২০২২ ১৬:৪৩
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদী সরকারের অপশাসনে আজকে সমাজে মারাত্মক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। অথচ সেদিকে সরকারের নজর নেই। সাভারে এক ছাত্র তার স্কুলের প্রধান শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে।’
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, ‘সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যাপীড়িত মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছে, বেঁচে থাকার লড়াই করছে। অথচ আজকে সংসদে রাষ্ট্রের টাকা খরচ করে একজন শিল্পীর গান শোনা রীতিমতো মানবতার প্রতি অবমাননার শামিল। শিল্পীর মুখে নিজের বন্দনা শুনে নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী পুলকিত হলেও জনগণ হয়েছেন লজ্জিত।’
তিনি বলেন, ‘বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্পর্কে মিথ্যাচারই, নিশিরাতের সরকারের মন্ত্রী-এমপি হওয়ার একমাত্র যোগ্যতা। বিনাভোটে এমপি হওয়ার পর এখন মমতাজ-নিক্সনদের মন্ত্রী হওয়ার খায়েশ জেগেছে। কিন্তু তাদের স্মরণ করিয়ে দিতে চাই, রাষ্ট্রীয় টাকা খরচ করে সংসদে বসে এমন পাগলামি-খিস্তিখেউর অব্যাহত থাকলে সেদিন আর বেশি দূরে নয়, জনরোষ থেকে বাঁচতে পুরো নিশিরাতের সরকারকেই জনচক্ষুর অন্তরালে চলে যেতে হতে পারে।’
ত্রাণ বিতরণে বাধার অভিযোগ তুলে রিজভী বলেন, ‘আমাদের কেন্দ্রীয় ত্রাণ টিম ছাড়াও স্থানীয় নেতা-কর্মীরা বানভাসিদের সাহায্য সহযোগিতা করছেন। দুর্গত মানুষদের ত্রাণ সহায়তা ও রান্না করা খাবার বিতরণ করছেন তারা। সেখানেও ক্ষমতাসীনরা বাধা দিচ্ছে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১ জুলাই, ২০২২ ১৬:৪৩

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদী সরকারের অপশাসনে আজকে সমাজে মারাত্মক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। অথচ সেদিকে সরকারের নজর নেই। সাভারে এক ছাত্র তার স্কুলের প্রধান শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে।’
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, ‘সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যাপীড়িত মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছে, বেঁচে থাকার লড়াই করছে। অথচ আজকে সংসদে রাষ্ট্রের টাকা খরচ করে একজন শিল্পীর গান শোনা রীতিমতো মানবতার প্রতি অবমাননার শামিল। শিল্পীর মুখে নিজের বন্দনা শুনে নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী পুলকিত হলেও জনগণ হয়েছেন লজ্জিত।’
তিনি বলেন, ‘বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্পর্কে মিথ্যাচারই, নিশিরাতের সরকারের মন্ত্রী-এমপি হওয়ার একমাত্র যোগ্যতা। বিনাভোটে এমপি হওয়ার পর এখন মমতাজ-নিক্সনদের মন্ত্রী হওয়ার খায়েশ জেগেছে। কিন্তু তাদের স্মরণ করিয়ে দিতে চাই, রাষ্ট্রীয় টাকা খরচ করে সংসদে বসে এমন পাগলামি-খিস্তিখেউর অব্যাহত থাকলে সেদিন আর বেশি দূরে নয়, জনরোষ থেকে বাঁচতে পুরো নিশিরাতের সরকারকেই জনচক্ষুর অন্তরালে চলে যেতে হতে পারে।’
ত্রাণ বিতরণে বাধার অভিযোগ তুলে রিজভী বলেন, ‘আমাদের কেন্দ্রীয় ত্রাণ টিম ছাড়াও স্থানীয় নেতা-কর্মীরা বানভাসিদের সাহায্য সহযোগিতা করছেন। দুর্গত মানুষদের ত্রাণ সহায়তা ও রান্না করা খাবার বিতরণ করছেন তারা। সেখানেও ক্ষমতাসীনরা বাধা দিচ্ছে।’