‘বর্তমান শাসনব্যবস্থাকে উল্টিয়ে দিতে হবে’
নিজস্ব প্রতিবেদক | ২ জুলাই, ২০২২ ১৩:৩০
শামসুজ্জামান দুদু। পুরোনো ছবি
বর্তমান শাসনব্যবস্থাকে উল্টিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র না থাকলে মানুষের অধিকার থাকে না, তখন মগের মুল্লুকের লোকের মতো যা মনে চায় তাই করা যায়। আর এই সরকার তাই করছে। সে জন্য এই শাসনব্যবস্থাকে উল্টিয়ে দিতে হবে, পরিবর্তন করতে হবে। আমরা এখন একটা অন্ধকার যুগে বাস করছি। এই অন্ধকার থেকে দেশকে সভ্যতায় ফিরিয়ে আনতে হবে।’
শনিবার (২ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি, গণতন্ত্র, স্বাধীনতার মুক্তির দাবি করছি। আমাদের চাওয়ার সব চাইতে বড় জায়গা হচ্ছে মহান রাব্বুল আলামিন। তার কাছে আমরা চাইবো। কীসের জন্য চাইবো? গণতন্ত্র, স্বাধীনতার মুক্তি চাইবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তি চাইবো।’
কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘দেশে এত পরিমাণ দুর্নীতি, হামলা-মামলা, অত্যাচার চলছে যে এর আগে কোনোদিন এরকমটা হয় নাই।’
সবাইকে উদ্যোগী হতে হবে জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘মহান আল্লাহ তায়ালা বলেছেন তোমরা কর দেওয়ার মালিক আমি। তিনি মহান আল্লাহ সবসময় উদ্যোগীদের সাথে থাকেন। তাই আমাদেরকে উদ্যোগী হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাস্তায় নামতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।’
দুদু বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন দল করতেন না। যে ১১ জন সেক্টর কমান্ডার ছিলেন তারা কোন দল করতেন না। সামরিক বাহিনী থেকে এসে তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। ঐ রকম আজ বাংলাদেশে দল করতে হবে এমন কোন বিষয় না। বাংলাদেশের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে সেটা হবে গণতন্ত্রের স্বপক্ষে। গণতন্ত্র না থাকলে দুর্নীতি হয়, গণতন্ত্র না থাকলে হামলা মামলা নির্যাতন হয়।’
তিনি আরও বলেন, ‘অতীতে যেমন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেশকে যেমন অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছিলেন তেমনি বর্তমান তারেক রহমানের নির্দেশে এই অন্ধকার থেকে এই দেশ ও জাতিকে আলোয় ফিরিয়ে আনতে হবে।’
সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী সেলিম রেজা, কৃষকদলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, মিয়া মোহাম্মাদ আনোয়ার, ওলামা দলের নেতা শাহ মোহাম্মাদ মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২ জুলাই, ২০২২ ১৩:৩০

বর্তমান শাসনব্যবস্থাকে উল্টিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র না থাকলে মানুষের অধিকার থাকে না, তখন মগের মুল্লুকের লোকের মতো যা মনে চায় তাই করা যায়। আর এই সরকার তাই করছে। সে জন্য এই শাসনব্যবস্থাকে উল্টিয়ে দিতে হবে, পরিবর্তন করতে হবে। আমরা এখন একটা অন্ধকার যুগে বাস করছি। এই অন্ধকার থেকে দেশকে সভ্যতায় ফিরিয়ে আনতে হবে।’
শনিবার (২ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি, গণতন্ত্র, স্বাধীনতার মুক্তির দাবি করছি। আমাদের চাওয়ার সব চাইতে বড় জায়গা হচ্ছে মহান রাব্বুল আলামিন। তার কাছে আমরা চাইবো। কীসের জন্য চাইবো? গণতন্ত্র, স্বাধীনতার মুক্তি চাইবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তি চাইবো।’
কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘দেশে এত পরিমাণ দুর্নীতি, হামলা-মামলা, অত্যাচার চলছে যে এর আগে কোনোদিন এরকমটা হয় নাই।’
সবাইকে উদ্যোগী হতে হবে জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘মহান আল্লাহ তায়ালা বলেছেন তোমরা কর দেওয়ার মালিক আমি। তিনি মহান আল্লাহ সবসময় উদ্যোগীদের সাথে থাকেন। তাই আমাদেরকে উদ্যোগী হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাস্তায় নামতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।’
দুদু বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন দল করতেন না। যে ১১ জন সেক্টর কমান্ডার ছিলেন তারা কোন দল করতেন না। সামরিক বাহিনী থেকে এসে তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। ঐ রকম আজ বাংলাদেশে দল করতে হবে এমন কোন বিষয় না। বাংলাদেশের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে সেটা হবে গণতন্ত্রের স্বপক্ষে। গণতন্ত্র না থাকলে দুর্নীতি হয়, গণতন্ত্র না থাকলে হামলা মামলা নির্যাতন হয়।’
তিনি আরও বলেন, ‘অতীতে যেমন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেশকে যেমন অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছিলেন তেমনি বর্তমান তারেক রহমানের নির্দেশে এই অন্ধকার থেকে এই দেশ ও জাতিকে আলোয় ফিরিয়ে আনতে হবে।’
সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী সেলিম রেজা, কৃষকদলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, মিয়া মোহাম্মাদ আনোয়ার, ওলামা দলের নেতা শাহ মোহাম্মাদ মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।