নাটোরে ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি | ৩ এপ্রিল, ২০১৯ ১৫:৫৫
নাটোরে মাওলানা সাদ পন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে সাদ-বিরোধী কয়েকটি সংগঠন।
জেলার পুরাতন বাসস্ট্যান্ডের সামনে বুধবার ওলামা মাশায়েখ, ইমাম, মোয়াজ্জিন ও তৌহিদী জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা ইমাম কল্যাণ পরিষদ, ইমান আকিদা সংরক্ষণ, সহ বিভিন্ন সংগঠন এবং কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সাদপন্থীরা সাধারণ মুসল্লিদের ওপর হামলা এবং ধর্ম নিয়ে কটাক্ষ করে আসছে বলে অভিযোগ করে মানববন্ধনে বক্তারা বলেন, যার কারণে সাধারণ মুসল্লিদের ভেতর উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে তাদের জেলা ইজতেমা বন্ধের জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়। এতে বক্তব্য রাখেন, মাওলানা সিবাহ উদ্দিন ও মাওলানা রুহুল আমীন। এ সময় মানববন্ধনকে ঘিরে সংঘাতের আশঙ্কায় ব্যাপক পুলিশ মোতায়েন করে জেলা পুলিশ।
উল্লেখ্য মাওলানা সাদপন্থীরা আগামী ৪ ও ৫ এপ্রিল নাটোর-রাজশাহী মহাসড়কের মল্লিকহাটি বিলে দুই দিন ব্যাপী জেলা ইজতেমার আয়োজন করেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নাটোর প্রতিনিধি | ৩ এপ্রিল, ২০১৯ ১৫:৫৫

নাটোরে মাওলানা সাদ পন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে সাদ-বিরোধী কয়েকটি সংগঠন।
জেলার পুরাতন বাসস্ট্যান্ডের সামনে বুধবার ওলামা মাশায়েখ, ইমাম, মোয়াজ্জিন ও তৌহিদী জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা ইমাম কল্যাণ পরিষদ, ইমান আকিদা সংরক্ষণ, সহ বিভিন্ন সংগঠন এবং কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সাদপন্থীরা সাধারণ মুসল্লিদের ওপর হামলা এবং ধর্ম নিয়ে কটাক্ষ করে আসছে বলে অভিযোগ করে মানববন্ধনে বক্তারা বলেন, যার কারণে সাধারণ মুসল্লিদের ভেতর উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে তাদের জেলা ইজতেমা বন্ধের জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়। এতে বক্তব্য রাখেন, মাওলানা সিবাহ উদ্দিন ও মাওলানা রুহুল আমীন। এ সময় মানববন্ধনকে ঘিরে সংঘাতের আশঙ্কায় ব্যাপক পুলিশ মোতায়েন করে জেলা পুলিশ।
উল্লেখ্য মাওলানা সাদপন্থীরা আগামী ৪ ও ৫ এপ্রিল নাটোর-রাজশাহী মহাসড়কের মল্লিকহাটি বিলে দুই দিন ব্যাপী জেলা ইজতেমার আয়োজন করেছেন।