কোথায় কী
বায়োজিন কসমেসিউটিক্যালস | ১১ জুলাই, ২০১৯ ০০:০০
সম্প্রতি বায়োজিনের ধানম-ি সিগনেচার ব্রাঞ্চের উদ্বোধন করা হয়। সিগনেচার ব্রাঞ্চের উদ্বোধন করেন বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ জাহিদুল হক। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বায়োজিন কসমেসিউটিক্যালসের অ্যাপ লঞ্চিং। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই বায়োজিনের সেবা নিতে পারবেন।
লা মেরিডিয়ান
ভোজনরসিক বাঙালির জন্য ভিন্নধর্মী লড়াই শুরু হয়েছে লা মেরিডিয়ানে। প্রতিপক্ষ হিসেবে আছে বৃহদাকার বার্গার আর প্রতিযোগিতার নিয়মানুসারে বিজয়ী হতে হলে মাত্র ৩০ মিনিটেই খেয়ে ফেলতে হবে ২ কেজি ওজনের বার্গার। ৫ জুলাই শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৯ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। প্রতিযোগিতা চলাকালীন যেকোনো দিন হাজির হয়ে যান লা মেরিডিয়ান ঢাকা’র ওলেয়া রেস্টুরেন্টে আর অর্ডার করুন এই বার্গার। পরিবেশন পরবর্তী ৩০ মিনিটেই বার্গারটি খেয়ে নিতে পারলে মিলবে বিজয়ীর মুকুট। বিজয়ী প্রতিযোগী পাবেন দেশসেরা বার্গারভোগীর মানপত্র আর বিজয়ী বার্গারটির জন্য প্রদান করতে হবে না কোনো মূল্য। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বার্গারটি শেষ করতে না পারেন, তবে হারানোর কিছুই নেই, শুধু এর মূল্য পরিশোধ করতে হবে। দাম ৪,৯৯৯ টাকা মাত্র।
ঢাকা রিজেন্সি
এই গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট অতিথিদের জন্য আয়োজন করেছে ‘সামার চিলারস্’ এর। এই আয়োজনটিতে আছে গ্রীষ্মকালীন দেশীয় বিভিন্ন ফল দিয়ে তৈরি ভিন্ন ভিন্ন স্বাদের পানীয় যেমনÑ দেশি ফলের জুস, স্মুদি, মিক্সড ফ্রুট পাঞ্জসহ আরও নানা আয়োজন। যা এই গরমে একটু প্রশান্তি দেওয়ার সঙ্গে সঙ্গে দেশীয় ফলের স্বাদও মনে করিয়ে দেবে। ঢাকা রিজেন্সির তিনটি আউটলেটে থাকছে এই ‘সামার চিলারস্’ আয়োজনটিÑ কমফি লাউঞ্জ, বাবল ফ্লেভার লাউঞ্জ এবং রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্যা স্কাইলাইন-এ। বিস্তারিত জানতে যোগাযোগ করতে +৮৮০১৭১৩৩৩২৬৬১।
রং বাংলাদেশ
খেলার আনন্দকে বাড়িয়ে দিতে রং বাংলাদেশ নিয়ে এসেছে দুটি ডিজাইনে লাল, সবুজ ও গেরুয়া রঙের টি-শার্ট। সুুতি কাপড়ের টি-শাটগুলোর দাম বড়দের ৪৯০ থেকে ৫০০ টাকা এবং ছোটদের ৩৮০ থেকে ৪০০ টাকা।
শেয়ার করুন
বায়োজিন কসমেসিউটিক্যালস | ১১ জুলাই, ২০১৯ ০০:০০

সম্প্রতি বায়োজিনের ধানম-ি সিগনেচার ব্রাঞ্চের উদ্বোধন করা হয়। সিগনেচার ব্রাঞ্চের উদ্বোধন করেন বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ জাহিদুল হক। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বায়োজিন কসমেসিউটিক্যালসের অ্যাপ লঞ্চিং। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই বায়োজিনের সেবা নিতে পারবেন।
লা মেরিডিয়ান
ভোজনরসিক বাঙালির জন্য ভিন্নধর্মী লড়াই শুরু হয়েছে লা মেরিডিয়ানে। প্রতিপক্ষ হিসেবে আছে বৃহদাকার বার্গার আর প্রতিযোগিতার নিয়মানুসারে বিজয়ী হতে হলে মাত্র ৩০ মিনিটেই খেয়ে ফেলতে হবে ২ কেজি ওজনের বার্গার। ৫ জুলাই শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৯ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। প্রতিযোগিতা চলাকালীন যেকোনো দিন হাজির হয়ে যান লা মেরিডিয়ান ঢাকা’র ওলেয়া রেস্টুরেন্টে আর অর্ডার করুন এই বার্গার। পরিবেশন পরবর্তী ৩০ মিনিটেই বার্গারটি খেয়ে নিতে পারলে মিলবে বিজয়ীর মুকুট। বিজয়ী প্রতিযোগী পাবেন দেশসেরা বার্গারভোগীর মানপত্র আর বিজয়ী বার্গারটির জন্য প্রদান করতে হবে না কোনো মূল্য। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বার্গারটি শেষ করতে না পারেন, তবে হারানোর কিছুই নেই, শুধু এর মূল্য পরিশোধ করতে হবে। দাম ৪,৯৯৯ টাকা মাত্র।
ঢাকা রিজেন্সি
এই গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট অতিথিদের জন্য আয়োজন করেছে ‘সামার চিলারস্’ এর। এই আয়োজনটিতে আছে গ্রীষ্মকালীন দেশীয় বিভিন্ন ফল দিয়ে তৈরি ভিন্ন ভিন্ন স্বাদের পানীয় যেমনÑ দেশি ফলের জুস, স্মুদি, মিক্সড ফ্রুট পাঞ্জসহ আরও নানা আয়োজন। যা এই গরমে একটু প্রশান্তি দেওয়ার সঙ্গে সঙ্গে দেশীয় ফলের স্বাদও মনে করিয়ে দেবে। ঢাকা রিজেন্সির তিনটি আউটলেটে থাকছে এই ‘সামার চিলারস্’ আয়োজনটিÑ কমফি লাউঞ্জ, বাবল ফ্লেভার লাউঞ্জ এবং রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্যা স্কাইলাইন-এ। বিস্তারিত জানতে যোগাযোগ করতে +৮৮০১৭১৩৩৩২৬৬১।
রং বাংলাদেশ
খেলার আনন্দকে বাড়িয়ে দিতে রং বাংলাদেশ নিয়ে এসেছে দুটি ডিজাইনে লাল, সবুজ ও গেরুয়া রঙের টি-শার্ট। সুুতি কাপড়ের টি-শাটগুলোর দাম বড়দের ৪৯০ থেকে ৫০০ টাকা এবং ছোটদের ৩৮০ থেকে ৪০০ টাকা।