নিমন্ত্রণপত্র
সাবিহা সুলতানা | ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০
বিয়ের কার্ড নিয়ে গতানুগতিক ডিজাইন থেকে বের হয়ে নতুন কিছু খুঁজছেন অনেকেই। বাহারি নকশার ছাপানো কার্ডের পাশাপাশি হ্যান্ড মেইড নানা ধরনের বিয়ের কার্ড জনপ্রিয়। কার্ডের হালচাল জানাচ্ছেন সাবিহা সুলতানা
অনুষ্ঠানের সঙ্গে থিম মিলিয়ে ডিজাইন হতে পারে নিমন্ত্রণপত্র। হলুদে রিকশা পেইন্ট, পদ্মফুল, সূর্যমুখী, ময়ূর, প্রজাপতি, রংধনু অথবা অনুষ্ঠানের থিম অনুযায়ী মোটিফ ও নকশা থাকতে পারে। বিয়ের কার্ডে বর-কনের কার্টুন ছবি, বিয়ের পোশাক যেমন গাউন বা স্যাটায়ের আদলে নকশা করা হচ্ছে। রিকশা পেইন্ট আর্ট অফ বাংলাদেশ-এর কর্ণধার ও ডিজাইনার মো. হাবিব জানালেন, ‘রিকশা পেইন্ট করা বিয়ের কার্ড বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর-কনের চেহারার আদলে নকশা করা বিয়ে বা হলুদের কার্ডে।‘ পুরানা পল্টনের কার্ড বাজার ঘুরে দেখা গেল_ মেহেদী সন্ধ্যা, গায়ে হলুদ, বিয়ে, বউভাত প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা নিমন্ত্রণপত্র সাজিয়ে রেখেছে কার্ড বিক্রয়কারী প্রতিষ্ঠান। মেহেদী সন্ধ্যা ও গায়ে হলুদের কার্ডে লাল, সবুজ কিংবা হলুদ রঙের ক্লাসিক্যাল কার্ডের বাহারি কালেকশন রয়েছে। বিয়ে ও বউভাতের কার্ডে কাগজ, সিল্ক বা মসলিন কাপড়ের ফিউশন ডিজাইন হচ্ছে। কাগজের কার্ডের ওপর রিবনের বদলে সিল্কের কাপড় দিয়ে বেঁধে বা বড় আকারের স্টোন বসিয়ে যোগ হচ্ছে বাড়তি বৈচিত্র্য। ব্যতিক্রম চাইলে পাবেন কাঠের কার্ড। পাতলা কাঠের খোদাই করা নকশা নিমন্ত্রণপত্রে ফুটে উঠবে রুচি আর আভিজাত্যের সমন্বয়। নিমন্ত্রণপত্রের সঙ্গে মিষ্টিমুখের যোগসূত্র ঘটাতে কিছু বিয়ের কার্ডে একপাশে কিছুটা অংশ খালি রেখে চকলেট কিংবা ড্রাই ফ্রুটস বসিয়ে দেওয়া হয়। নকশার নিখুঁত নিমন্ত্রণপত্র পেতে হাতে বেশ কিছুদিন সময় নিয়ে অর্ডার দিন। বাংলাবাজার ও পুরানা পল্টনের কার্ডের মার্কেটে। আজাদ ও আইডিয়াল প্রডাক্টস-সহ বেশ কিছু প্রতিষ্ঠানে শোরুম রয়েছে এখানে। এছাড়া ব্যতিক্রমী কাস্টমাইজড কার্ড তৈরি করে সোর্স। রাজধানীর আসাদগেটে সোর্সের শোরুম রয়েছে। ঘরে বসে অর্ডার দিতে চাইলে রয়েছে বেশ কিছু অনলাইন কার্ড শপ। রিকশা পেইন্ট আর্ট অফ বাংলাদেশ, ভাঁজ বিন্যাস, ভিনটেজসহ কিছু অনলাইন শপ গ্রাহকের চাহিদা মতো হ্যান্ডমেইড কার্ড ডিজাইন করে দেয়।
শেয়ার করুন
সাবিহা সুলতানা | ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০

বিয়ের কার্ড নিয়ে গতানুগতিক ডিজাইন থেকে বের হয়ে নতুন কিছু খুঁজছেন অনেকেই। বাহারি নকশার ছাপানো কার্ডের পাশাপাশি হ্যান্ড মেইড নানা ধরনের বিয়ের কার্ড জনপ্রিয়। কার্ডের হালচাল জানাচ্ছেন সাবিহা সুলতানা
অনুষ্ঠানের সঙ্গে থিম মিলিয়ে ডিজাইন হতে পারে নিমন্ত্রণপত্র। হলুদে রিকশা পেইন্ট, পদ্মফুল, সূর্যমুখী, ময়ূর, প্রজাপতি, রংধনু অথবা অনুষ্ঠানের থিম অনুযায়ী মোটিফ ও নকশা থাকতে পারে। বিয়ের কার্ডে বর-কনের কার্টুন ছবি, বিয়ের পোশাক যেমন গাউন বা স্যাটায়ের আদলে নকশা করা হচ্ছে। রিকশা পেইন্ট আর্ট অফ বাংলাদেশ-এর কর্ণধার ও ডিজাইনার মো. হাবিব জানালেন, ‘রিকশা পেইন্ট করা বিয়ের কার্ড বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর-কনের চেহারার আদলে নকশা করা বিয়ে বা হলুদের কার্ডে।‘ পুরানা পল্টনের কার্ড বাজার ঘুরে দেখা গেল_ মেহেদী সন্ধ্যা, গায়ে হলুদ, বিয়ে, বউভাত প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা নিমন্ত্রণপত্র সাজিয়ে রেখেছে কার্ড বিক্রয়কারী প্রতিষ্ঠান। মেহেদী সন্ধ্যা ও গায়ে হলুদের কার্ডে লাল, সবুজ কিংবা হলুদ রঙের ক্লাসিক্যাল কার্ডের বাহারি কালেকশন রয়েছে। বিয়ে ও বউভাতের কার্ডে কাগজ, সিল্ক বা মসলিন কাপড়ের ফিউশন ডিজাইন হচ্ছে। কাগজের কার্ডের ওপর রিবনের বদলে সিল্কের কাপড় দিয়ে বেঁধে বা বড় আকারের স্টোন বসিয়ে যোগ হচ্ছে বাড়তি বৈচিত্র্য। ব্যতিক্রম চাইলে পাবেন কাঠের কার্ড। পাতলা কাঠের খোদাই করা নকশা নিমন্ত্রণপত্রে ফুটে উঠবে রুচি আর আভিজাত্যের সমন্বয়। নিমন্ত্রণপত্রের সঙ্গে মিষ্টিমুখের যোগসূত্র ঘটাতে কিছু বিয়ের কার্ডে একপাশে কিছুটা অংশ খালি রেখে চকলেট কিংবা ড্রাই ফ্রুটস বসিয়ে দেওয়া হয়। নকশার নিখুঁত নিমন্ত্রণপত্র পেতে হাতে বেশ কিছুদিন সময় নিয়ে অর্ডার দিন। বাংলাবাজার ও পুরানা পল্টনের কার্ডের মার্কেটে। আজাদ ও আইডিয়াল প্রডাক্টস-সহ বেশ কিছু প্রতিষ্ঠানে শোরুম রয়েছে এখানে। এছাড়া ব্যতিক্রমী কাস্টমাইজড কার্ড তৈরি করে সোর্স। রাজধানীর আসাদগেটে সোর্সের শোরুম রয়েছে। ঘরে বসে অর্ডার দিতে চাইলে রয়েছে বেশ কিছু অনলাইন কার্ড শপ। রিকশা পেইন্ট আর্ট অফ বাংলাদেশ, ভাঁজ বিন্যাস, ভিনটেজসহ কিছু অনলাইন শপ গ্রাহকের চাহিদা মতো হ্যান্ডমেইড কার্ড ডিজাইন করে দেয়।