যত্নে রাখুন প্রসাধনী
নাহিন ইসলাম | ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০
সাজসজ্জার জন্য প্রসাধনী অপরিহার্য। কিন্তু প্রসাধনের মান বজায় রাখার জন্য ঠিকভাবে যতেœ রাখা জরুরি। প্রসাধনী দীর্ঘদিন ভালো রাখবেন কীভাবে জানালেন বিউটি ব্লগার নাহিন ইসলাম
প্রসাধনী ভালো রাখার জন্য স্যাঁতসেঁতে জায়গা বাদ দিতে হবে। এর জন্য শুকনো জায়গা জরুরি। ময়েশ্চার প্রসাধনী খারাপ করে দেয়। পাউডার ব্লাশ কমপ্যাক্ট বা আইশ্যাডো বাতাসের আর্দ্রতার সংস্পর্শে এলে বিক্রিয়ায় জমে নষ্ট হয়ে যায়। ত্বকের জন্যও ক্ষতিকারক। একইভাবে লিপস্টিক ক্রিম আইশ্যাডো, আই লাইনার সহজেই নষ্ট হয়ে যায়। তাই প্রসাধনী ভালো রাখার জন্য প্রয়োজন ভালো মেকআপ বক্স। নতুন ধরনের স্টোরেজ মেকআপ বক্সগুলোতে আইশ্যাডো থেকে শুরু করে আইব্রো টুইজার রাখারও জায়গা থাকে। তা ছাড়া শক্তপোক্ত হওয়ায় প্রসাধনীও ভালো থাকে।
লিপস্টিক ভালো রাখতে ফ্রিজে রাখুন। কারণ অতিরিক্ত উষ্ণতা এবং আর্দ্রতায় লিপস্টিকে বিক্রিয়া ঘটে ও নষ্ট হয়ে যায়। লিপ পেনসিল ও কাজল পেনসিল ব্যবহার করার দশ মিনিট আগে ফ্রিজে রেখে ব্যবহার করুন। এতে লিপ পেনসিল সহজে ভেঙে যাওয়ার প্রবণতা থাকবে না। লিপ পেনসিল কাটার জন্য ভালো শার্পনার কিনুন। লিপস্টিকের গন্ধে পরিবর্তন হলে বা অতিরিক্ত চটচটে মনে হলে বাদ দিন। কারণ এ ধরনের লিপস্টিক ঠোঁটের ক্ষতি করে।
নেলপলিশ দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে উষ্ণ আবহাওয়ায় রাখবেন না। তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। নেলপলিশ ব্যবহারের পর শিশির মুখ শক্ত করে আটকে রাখুন। নেলপলিশের মুখে নেইলপলিশ জমে শক্ত হয়ে গেলে রিমুভার দিয়ে শিশির মুখ এবং ঢাকনা মুছে নিন। এতে নেলপলিশ অনেক দিন ব্যবহার করতে পারবেন। মেকআপ ব্রাশের ও যত্ন নেওয়াও দরকার। ব্রাশে যেন আইশ্যাডো বা ব্লাশার লেগে না থাকে। ব্যবহারের পর মাইল্ড শোপ দিয়ে আলতো হাতে ব্রাশ ধুয়ে ভালো করে শুকিয়ে ব্যবহার করুন।
জরুরি টিপস
ভালো মানের প্রসাধনী ব্যবহার করা উচিত। মুখের ত্বক, চোখ ও ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। তাই প্রসাধনীর মান ভালো না হলে তা ত্বকের ক্ষতি করতে পারে।
প্রসাধনী কেনার সময় অবশ্যই এক্সপেয়ারি ডেট দেখে নিন। লিপস্টিক, কমপ্যাক্ট ইত্যাদি বিউটি প্রডাক্ট সাধারণত এক থেকে দুবছর ব্যবহার করা যায়। তারিখ চলে গেলে প্রসাধনী বাদ দিন।
যেসব প্রসাধনী রোজ ব্যবহার হয় না সেগুলোর ছোট ফাইল কিনুন। যেমন আইশ্যাডোর টুয়েলভ শেডস না নিয়ে টু শেডস বা ফোর শেডসের বক্স কিনতে পারেন। শেষ হলে আবার কিনুন।
ফেস ক্রিম যেমন বিবি ক্রিম, ফাউন্ডেশন, সানস্ক্রিন ইত্যাদি ব্যবহারের আগে কনুইয়ের কাছে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দেখুন ত্বকে অ্যালার্জি বা র্যাশ বের হয় কি না।
কোনো প্রসাধনী কেনার আগে তার উপকরণগুলো কী কী এবং আপনার ত্বকের উপযোগী কি না জেনে নিন। প্রয়োজনে গুগল থেকে জেনে নিন ।
শেয়ার করুন
নাহিন ইসলাম | ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০

সাজসজ্জার জন্য প্রসাধনী অপরিহার্য। কিন্তু প্রসাধনের মান বজায় রাখার জন্য ঠিকভাবে যতেœ রাখা জরুরি। প্রসাধনী দীর্ঘদিন ভালো রাখবেন কীভাবে জানালেন বিউটি ব্লগার নাহিন ইসলাম
প্রসাধনী ভালো রাখার জন্য স্যাঁতসেঁতে জায়গা বাদ দিতে হবে। এর জন্য শুকনো জায়গা জরুরি। ময়েশ্চার প্রসাধনী খারাপ করে দেয়। পাউডার ব্লাশ কমপ্যাক্ট বা আইশ্যাডো বাতাসের আর্দ্রতার সংস্পর্শে এলে বিক্রিয়ায় জমে নষ্ট হয়ে যায়। ত্বকের জন্যও ক্ষতিকারক। একইভাবে লিপস্টিক ক্রিম আইশ্যাডো, আই লাইনার সহজেই নষ্ট হয়ে যায়। তাই প্রসাধনী ভালো রাখার জন্য প্রয়োজন ভালো মেকআপ বক্স। নতুন ধরনের স্টোরেজ মেকআপ বক্সগুলোতে আইশ্যাডো থেকে শুরু করে আইব্রো টুইজার রাখারও জায়গা থাকে। তা ছাড়া শক্তপোক্ত হওয়ায় প্রসাধনীও ভালো থাকে।
লিপস্টিক ভালো রাখতে ফ্রিজে রাখুন। কারণ অতিরিক্ত উষ্ণতা এবং আর্দ্রতায় লিপস্টিকে বিক্রিয়া ঘটে ও নষ্ট হয়ে যায়। লিপ পেনসিল ও কাজল পেনসিল ব্যবহার করার দশ মিনিট আগে ফ্রিজে রেখে ব্যবহার করুন। এতে লিপ পেনসিল সহজে ভেঙে যাওয়ার প্রবণতা থাকবে না। লিপ পেনসিল কাটার জন্য ভালো শার্পনার কিনুন। লিপস্টিকের গন্ধে পরিবর্তন হলে বা অতিরিক্ত চটচটে মনে হলে বাদ দিন। কারণ এ ধরনের লিপস্টিক ঠোঁটের ক্ষতি করে।
নেলপলিশ দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে উষ্ণ আবহাওয়ায় রাখবেন না। তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। নেলপলিশ ব্যবহারের পর শিশির মুখ শক্ত করে আটকে রাখুন। নেলপলিশের মুখে নেইলপলিশ জমে শক্ত হয়ে গেলে রিমুভার দিয়ে শিশির মুখ এবং ঢাকনা মুছে নিন। এতে নেলপলিশ অনেক দিন ব্যবহার করতে পারবেন। মেকআপ ব্রাশের ও যত্ন নেওয়াও দরকার। ব্রাশে যেন আইশ্যাডো বা ব্লাশার লেগে না থাকে। ব্যবহারের পর মাইল্ড শোপ দিয়ে আলতো হাতে ব্রাশ ধুয়ে ভালো করে শুকিয়ে ব্যবহার করুন।
জরুরি টিপস
ভালো মানের প্রসাধনী ব্যবহার করা উচিত। মুখের ত্বক, চোখ ও ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। তাই প্রসাধনীর মান ভালো না হলে তা ত্বকের ক্ষতি করতে পারে।
প্রসাধনী কেনার সময় অবশ্যই এক্সপেয়ারি ডেট দেখে নিন। লিপস্টিক, কমপ্যাক্ট ইত্যাদি বিউটি প্রডাক্ট সাধারণত এক থেকে দুবছর ব্যবহার করা যায়। তারিখ চলে গেলে প্রসাধনী বাদ দিন।
যেসব প্রসাধনী রোজ ব্যবহার হয় না সেগুলোর ছোট ফাইল কিনুন। যেমন আইশ্যাডোর টুয়েলভ শেডস না নিয়ে টু শেডস বা ফোর শেডসের বক্স কিনতে পারেন। শেষ হলে আবার কিনুন।
ফেস ক্রিম যেমন বিবি ক্রিম, ফাউন্ডেশন, সানস্ক্রিন ইত্যাদি ব্যবহারের আগে কনুইয়ের কাছে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দেখুন ত্বকে অ্যালার্জি বা র্যাশ বের হয় কি না।
কোনো প্রসাধনী কেনার আগে তার উপকরণগুলো কী কী এবং আপনার ত্বকের উপযোগী কি না জেনে নিন। প্রয়োজনে গুগল থেকে জেনে নিন ।