পৃথিবীর মতোই তুমুল ধুলোঝড় হয় শনির চাঁদে
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর, ২০১৮ ১৫:১৫
শিল্পীর কল্পনায় শনির চাঁদ টাইটান-এ ধুলোঝড়। ছবি: সংগৃহীত
প্রাণের সম্ভাবনা আরও জোরালো হলো শনির বৃহত্তম চাঁদ টাইটান-এ। হদিস মিলল প্রাণ সৃষ্টির সহায়ক প্রচুর জৈব অণুর। টাইটানের বিষূবরেখা অঞ্চলে বয়ে চলেছে ভয়ঙ্কর ধুলোঝড়। আর ওই জৈব অণুগুলি ভেসে রয়েছে সেই ধুলো
‘নীল গ্রহ’ পৃথিবী আর ‘লাল গ্রহ’ মঙ্গলের পর এই প্রথম এমন ধুলোঝড়ের হদিস মিলল এই সৌরমণ্ডলের ‘বলয় গ্রহ’ শনির বৃহত্তম চাঁদ টাইটান-এ। খবর: আনন্দবাজার।
মৃত্যুর আগে নাসার পাঠানো ‘ক্যাসিনি’ মহাকাশযান যে ছবি পাঠিয়ে গেছে, তা বিশ্লেষণ করে দেখা যায়, ভয়ঙ্কর ধুলোঝড় বয়ে চলেছে শনির চাঁদ টাইটানের বিষূবরেখা অঞ্চলে।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার জিওসায়েন্স’-এর ২৪ সেপ্টেম্বর সংখ্যায়। ক্যাসিনির পাঠানো ছবি জানাচ্ছে, শনির বৃহত্তম চাঁদের বায়ুমণ্ডল রয়েছে। আর তা মোটেই অচল, স্থবির নয়।
মূল গবেষক ফ্রান্সের পারি দিদেরঁ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী সেবাস্টিয়েন রড্রিগুয়েজ বলেছেন, ‘টাইটান মোটেই মরা চাঁদ নয়। তার বায়ুমণ্ডল, তার পিঠ (সারফেস)-এ রদবদল ঘটে চলেছে নিয়মিতভাবে। অনেকটা, পৃথিবী ও মঙ্গলের মতোই তার ‘মাটি’।’
তিনি বলেন, ‘টাইটানে হাইড্রোকার্বনের জীবনচক্রটিও অনেকটাই পৃথিবী, মঙ্গলের মতো। এসব আগেই জানা ছিল। এবার জানা গেল, যেমন ধুলোঝড় হয় পৃথিবী, মঙ্গলে, টাইটানকে তেমনই ভয়ঙ্কর ধুলোঝড়ের ঝাপটা সইতে হয়। বিশেষ করে, তার বিষূবরেখা অঞ্চলে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর, ২০১৮ ১৫:১৫

প্রাণের সম্ভাবনা আরও জোরালো হলো শনির বৃহত্তম চাঁদ টাইটান-এ। হদিস মিলল প্রাণ সৃষ্টির সহায়ক প্রচুর জৈব অণুর। টাইটানের বিষূবরেখা অঞ্চলে বয়ে চলেছে ভয়ঙ্কর ধুলোঝড়। আর ওই জৈব অণুগুলি ভেসে রয়েছে সেই ধুলো
‘নীল গ্রহ’ পৃথিবী আর ‘লাল গ্রহ’ মঙ্গলের পর এই প্রথম এমন ধুলোঝড়ের হদিস মিলল এই সৌরমণ্ডলের ‘বলয় গ্রহ’ শনির বৃহত্তম চাঁদ টাইটান-এ। খবর: আনন্দবাজার।
মৃত্যুর আগে নাসার পাঠানো ‘ক্যাসিনি’ মহাকাশযান যে ছবি পাঠিয়ে গেছে, তা বিশ্লেষণ করে দেখা যায়, ভয়ঙ্কর ধুলোঝড় বয়ে চলেছে শনির চাঁদ টাইটানের বিষূবরেখা অঞ্চলে।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার জিওসায়েন্স’-এর ২৪ সেপ্টেম্বর সংখ্যায়। ক্যাসিনির পাঠানো ছবি জানাচ্ছে, শনির বৃহত্তম চাঁদের বায়ুমণ্ডল রয়েছে। আর তা মোটেই অচল, স্থবির নয়।
মূল গবেষক ফ্রান্সের পারি দিদেরঁ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী সেবাস্টিয়েন রড্রিগুয়েজ বলেছেন, ‘টাইটান মোটেই মরা চাঁদ নয়। তার বায়ুমণ্ডল, তার পিঠ (সারফেস)-এ রদবদল ঘটে চলেছে নিয়মিতভাবে। অনেকটা, পৃথিবী ও মঙ্গলের মতোই তার ‘মাটি’।’
তিনি বলেন, ‘টাইটানে হাইড্রোকার্বনের জীবনচক্রটিও অনেকটাই পৃথিবী, মঙ্গলের মতো। এসব আগেই জানা ছিল। এবার জানা গেল, যেমন ধুলোঝড় হয় পৃথিবী, মঙ্গলে, টাইটানকে তেমনই ভয়ঙ্কর ধুলোঝড়ের ঝাপটা সইতে হয়। বিশেষ করে, তার বিষূবরেখা অঞ্চলে।’