গাড়ির সঙ্গে ‘কথা বলবে’ ট্রাফিক সিগন্যাল
অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর, ২০১৮ ১৫:৫৪
গাড়ির ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনায় আসছে এক অভাবনীয় প্রযুক্তি। এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির সঙ্গে ‘কথা বলবে’ ট্রাফিক সিগন্যাল। বিশেষ সেন্সরযুক্ত এই গাড়ি ও সিগন্যাল বাতি নিজেদের মধ্যে যোগাযোগ করে সড়কের তথ্য আগেই চালককে জানিয়ে দেবে। এতে হঠাৎ করেই গাড়ির থেমে যাওয়া ও চলা এড়ানো যাবে। অদূর ভবিষ্যতে চালক ছাড়াই কাজ করবে এ প্রযুক্তি।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ গাড়ি উৎপাদনকারী কোম্পানি ভক্সওয়াগন, হোন্ডা, ফোর্ড ও বিএমডব্লিউ এ প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। গাড়ি ও ট্রাফিক বাতির এ স্বয়ংক্রিয় যোগযোগ যানজট নিরসন, কার্বন নিঃসরণ হ্রাস ও সড়ক নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে।
ভক্সওয়াগন ও প্রকৌশল কোম্পানি সিমেন্স যৌথভাবে গত অক্টোবরের শুরু থেকে জার্মানির উল্ফসবার্গ শহরে স্মার্ট ট্রাফিক লাইট সিস্টেম নিয়ে কাজ করছে। কোম্পানি দুটি সড়কের একটি অংশে এমন সিগন্যাল পদ্ধতি চালু করেছে, যা গাড়ির সঙ্গে ট্রাফিক বাতির তথ্য বিনিময় করছে। ওয়াইফাই ও সেন্সরযুক্ত এ নেটওয়ার্ক স্থান নির্ণয়ে জিপিএসের চেয়েও নিখুঁত তথ্য দেবে। এ ব্যাপারে তথ্য পাওয়া যাবে স্মার্টফোনেও।
আগামী বছর ভক্সওয়াগন এ প্রযুক্তির গাড়ি বাজারে আনবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর, ২০১৮ ১৫:৫৪

গাড়ির ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনায় আসছে এক অভাবনীয় প্রযুক্তি। এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির সঙ্গে ‘কথা বলবে’ ট্রাফিক সিগন্যাল। বিশেষ সেন্সরযুক্ত এই গাড়ি ও সিগন্যাল বাতি নিজেদের মধ্যে যোগাযোগ করে সড়কের তথ্য আগেই চালককে জানিয়ে দেবে। এতে হঠাৎ করেই গাড়ির থেমে যাওয়া ও চলা এড়ানো যাবে। অদূর ভবিষ্যতে চালক ছাড়াই কাজ করবে এ প্রযুক্তি।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ গাড়ি উৎপাদনকারী কোম্পানি ভক্সওয়াগন, হোন্ডা, ফোর্ড ও বিএমডব্লিউ এ প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। গাড়ি ও ট্রাফিক বাতির এ স্বয়ংক্রিয় যোগযোগ যানজট নিরসন, কার্বন নিঃসরণ হ্রাস ও সড়ক নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে।
ভক্সওয়াগন ও প্রকৌশল কোম্পানি সিমেন্স যৌথভাবে গত অক্টোবরের শুরু থেকে জার্মানির উল্ফসবার্গ শহরে স্মার্ট ট্রাফিক লাইট সিস্টেম নিয়ে কাজ করছে। কোম্পানি দুটি সড়কের একটি অংশে এমন সিগন্যাল পদ্ধতি চালু করেছে, যা গাড়ির সঙ্গে ট্রাফিক বাতির তথ্য বিনিময় করছে। ওয়াইফাই ও সেন্সরযুক্ত এ নেটওয়ার্ক স্থান নির্ণয়ে জিপিএসের চেয়েও নিখুঁত তথ্য দেবে। এ ব্যাপারে তথ্য পাওয়া যাবে স্মার্টফোনেও।
আগামী বছর ভক্সওয়াগন এ প্রযুক্তির গাড়ি বাজারে আনবে।