‘এলিয়েন এসেছিল, আমরা বুঝতে পারিনি’
অনলাইন ডেস্ক | ৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:০২
নাসার এক বিজ্ঞানী দাবি করছেন ভিনগ্রহের প্রাণী এলিয়েন পৃথিবীতে পা রেখেছে।
নাসার এক বিজ্ঞানী দাবি করছেন ভিনগ্রহের প্রাণী এলিয়েন পৃথিবীতে পা রেখেছে। কিন্তু তারা আকারে ক্ষুদ্র হওয়ায় আমরা বুঝতে পারিনি। নাসার এই বিজ্ঞানীর নাম অধ্যাপক সিলভানো পি কলম্বানো।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানী কলম্বানো এলিয়েনদের পৃথিবী ভ্রমণের দাবি করে বলেন, ‘এলিয়েনরা কার্বন দ্বারা গঠিত বিধায় তাদের সনাক্ত করা কঠিন। এইসব এলিয়েন খুবই বুদ্ধিমান। তারা পৃথিবীতে আসতে এমন প্রযুক্তি ব্যবহার করেছে যা আমাদের কল্পনাতেও নেই।’
সিলভানো পি কলম্বানো বলেন, আমাদের নতুন করে অনুমান করতে হবে। বুদ্ধিমত্তা ও প্রযুক্তি আরও উন্নত করতে হবে। এরপর কিছু ঘটনা পর্যালোচনার মধ্য দিয়ে আমরা যদি অনুসন্ধান চালাই তাহলে আনন্দিত হওয়ার মতো কিছু পেলেও পেতে পারি।
এর আগে গত মার্চে আরও একবার এলিয়েনদের নিয়ে মন্তব্য করেছিলেন কলম্বানো। তখন তিনি বলেছিলেন, বহিরাগত গোয়েন্দাদের সম্পর্কে বিজ্ঞানীদের ধারণার পরিসর আরও বড় করতে হবে।
এ সম্পর্কে তিনি বলেন, আমি শুধু বলতে চাই, আমরা এলিয়েন হিসেবে যাদের পাব তারা আমাদের মতো হবে না। তাদের শরীরের গড়ন আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। এ কারণে তাদের সম্পর্কিত সব ধারণাই পাল্টানো প্রয়োজন।
ভিনগ্রহের কোনো প্রাণী বা গোয়েন্দাদের সন্ধানে নাসা প্রায়ই অভিযান পরিচালনা করে। তেমনই ‘সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স’ নামের একটি প্রোগ্রাম থেকে এলিয়েন সংক্রান্ত ধারণা পায় বিজ্ঞানীরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:০২

নাসার এক বিজ্ঞানী দাবি করছেন ভিনগ্রহের প্রাণী এলিয়েন পৃথিবীতে পা রেখেছে। কিন্তু তারা আকারে ক্ষুদ্র হওয়ায় আমরা বুঝতে পারিনি। নাসার এই বিজ্ঞানীর নাম অধ্যাপক সিলভানো পি কলম্বানো।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানী কলম্বানো এলিয়েনদের পৃথিবী ভ্রমণের দাবি করে বলেন, ‘এলিয়েনরা কার্বন দ্বারা গঠিত বিধায় তাদের সনাক্ত করা কঠিন। এইসব এলিয়েন খুবই বুদ্ধিমান। তারা পৃথিবীতে আসতে এমন প্রযুক্তি ব্যবহার করেছে যা আমাদের কল্পনাতেও নেই।’
সিলভানো পি কলম্বানো বলেন, আমাদের নতুন করে অনুমান করতে হবে। বুদ্ধিমত্তা ও প্রযুক্তি আরও উন্নত করতে হবে। এরপর কিছু ঘটনা পর্যালোচনার মধ্য দিয়ে আমরা যদি অনুসন্ধান চালাই তাহলে আনন্দিত হওয়ার মতো কিছু পেলেও পেতে পারি।
এর আগে গত মার্চে আরও একবার এলিয়েনদের নিয়ে মন্তব্য করেছিলেন কলম্বানো। তখন তিনি বলেছিলেন, বহিরাগত গোয়েন্দাদের সম্পর্কে বিজ্ঞানীদের ধারণার পরিসর আরও বড় করতে হবে।
এ সম্পর্কে তিনি বলেন, আমি শুধু বলতে চাই, আমরা এলিয়েন হিসেবে যাদের পাব তারা আমাদের মতো হবে না। তাদের শরীরের গড়ন আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। এ কারণে তাদের সম্পর্কিত সব ধারণাই পাল্টানো প্রয়োজন।
ভিনগ্রহের কোনো প্রাণী বা গোয়েন্দাদের সন্ধানে নাসা প্রায়ই অভিযান পরিচালনা করে। তেমনই ‘সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স’ নামের একটি প্রোগ্রাম থেকে এলিয়েন সংক্রান্ত ধারণা পায় বিজ্ঞানীরা।