নাম পেল প্রথম দেখা ব্ল্যাক হোল
অনলাইন ডেস্ক | ১২ এপ্রিল, ২০১৯ ২২:৪৮
প্রথমবারের মতো দেখতে পাওয়া রহস্যময় ব্ল্যাক হোলের নাম দিয়েছেন ভাষাশিক্ষার এক মার্কিন প্রফেসর। সিএনএন জানিয়েছে, ব্ল্যাক হোলটিকে এখন থেকে পোয়েহি (Powehi) নামে ডাকা হবে।
এই নামটি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ান আঞ্চলিক ভাষা থেকে। যার অর্থ, ‘চিরন্তন সৃষ্টির সুসজ্জিত অন্ধকার উৎস।’
বুধবার অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস পৃথিবীর ইতিহাসে প্রথমবার কোনো ব্ল্যাক হোলের ছবি তুলতে পারার কথা জানায়। আটটি দেশে স্থাপিত টেলিস্কোপের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে এই ছবিটি তোলা হয়।
ব্ল্যাক হোলের ছবি তোলার সঙ্গে যুক্ত জ্যোতির্বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ল্যারি কিমুরাকে একটি নাম নির্বাচনের দায়িত্ব দেন। তার অঞ্চল থেকে ব্ল্যাক হোলের ছবি তোলার জন্য দুটি টেলিস্কোপ ব্যবহার করা হয়।
উচ্চারণের দিক থেকে নামের দুটি অংশ। প্রথমটি পো (po), যার অর্থ চিরন্তন সৃষ্টির গভীর অন্ধকার উৎস। দ্বিতীয় অংশ ওয়েহি (wehi)। এই অংশের নির্দিষ্ট কোনো অর্থ নেই। ১৮ শতকের প্রচলিত একটি প্রবাদে এভাবে শব্দটি প্রথম ব্যবহৃত হয়।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১২ এপ্রিল, ২০১৯ ২২:৪৮
প্রথমবারের মতো দেখতে পাওয়া রহস্যময় ব্ল্যাক হোলের নাম দিয়েছেন ভাষাশিক্ষার এক মার্কিন প্রফেসর। সিএনএন জানিয়েছে, ব্ল্যাক হোলটিকে এখন থেকে পোয়েহি (Powehi) নামে ডাকা হবে।
এই নামটি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ান আঞ্চলিক ভাষা থেকে। যার অর্থ, ‘চিরন্তন সৃষ্টির সুসজ্জিত অন্ধকার উৎস।’
বুধবার অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস পৃথিবীর ইতিহাসে প্রথমবার কোনো ব্ল্যাক হোলের ছবি তুলতে পারার কথা জানায়। আটটি দেশে স্থাপিত টেলিস্কোপের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে এই ছবিটি তোলা হয়।
ব্ল্যাক হোলের ছবি তোলার সঙ্গে যুক্ত জ্যোতির্বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ল্যারি কিমুরাকে একটি নাম নির্বাচনের দায়িত্ব দেন। তার অঞ্চল থেকে ব্ল্যাক হোলের ছবি তোলার জন্য দুটি টেলিস্কোপ ব্যবহার করা হয়।
উচ্চারণের দিক থেকে নামের দুটি অংশ। প্রথমটি পো (po), যার অর্থ চিরন্তন সৃষ্টির গভীর অন্ধকার উৎস। দ্বিতীয় অংশ ওয়েহি (wehi)। এই অংশের নির্দিষ্ট কোনো অর্থ নেই। ১৮ শতকের প্রচলিত একটি প্রবাদে এভাবে শব্দটি প্রথম ব্যবহৃত হয়।