সৌদিতে অনুমোদনের অপেক্ষায় চীনা ভ্যাকসিন
অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর, ২০২০ ১৫:৫১
চীনের সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন সৌদি আরবে অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিনটি সেখানে তৃতীয় ধাপের ট্রায়ালে সফল হয়েছে।
কিং আবদুল্লাহ ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার (কেএআইএমআরসি) সম্প্রতি চীনের সিনোভ্যাক বায়োটেকের সঙ্গে একটি চুক্তি করে। এতে চীনা টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির কাছ থেকে সাত হাজার টিকা পায় প্রতিষ্ঠানটি। টিকাগুলো দেশটির সাত হাজার স্বাস্থ্যকর্মীর শরীরে প্রয়োগ করা হয়।
কিং আবদুল্লাহ সেন্টারের ন্যাশনাল গার্ডের ওপর পরীক্ষা করা টিকাটির তৃতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় স্বেচ্ছাসেবীদের কোনো স্বাস্থ্য জটিলতা, অ্যালার্জি বা মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এতে যারা টিকা পেয়েছিলেন, তাদের কেবল হালকা জ্বর বা মৃদু মাইগ্রেনের সমস্যা দেখা দেয়।
করোনা ভ্যাকসিনের দৌড়ে চীনের পাশাপাশি এখন পর্যন্ত রাশিয়া-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে।
চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।
এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর, ২০২০ ১৫:৫১

চীনের সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন সৌদি আরবে অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিনটি সেখানে তৃতীয় ধাপের ট্রায়ালে সফল হয়েছে।
কিং আবদুল্লাহ ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার (কেএআইএমআরসি) সম্প্রতি চীনের সিনোভ্যাক বায়োটেকের সঙ্গে একটি চুক্তি করে। এতে চীনা টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির কাছ থেকে সাত হাজার টিকা পায় প্রতিষ্ঠানটি। টিকাগুলো দেশটির সাত হাজার স্বাস্থ্যকর্মীর শরীরে প্রয়োগ করা হয়।
কিং আবদুল্লাহ সেন্টারের ন্যাশনাল গার্ডের ওপর পরীক্ষা করা টিকাটির তৃতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় স্বেচ্ছাসেবীদের কোনো স্বাস্থ্য জটিলতা, অ্যালার্জি বা মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এতে যারা টিকা পেয়েছিলেন, তাদের কেবল হালকা জ্বর বা মৃদু মাইগ্রেনের সমস্যা দেখা দেয়।
করোনা ভ্যাকসিনের দৌড়ে চীনের পাশাপাশি এখন পর্যন্ত রাশিয়া-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে।
চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।
এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।