মডার্নার করোনা ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর
অনলাইন ডেস্ক | ১৬ নভেম্বর, ২০২০ ২০:২৭
ফাইজারের পর যুক্তরাষ্ট্রের আরও একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে আশার খবর জানাল।
বিবিসি এক খবরে বলেছে, মডার্নার করোনা ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর বলে কোম্পানিটির দেওয়া প্রাথমিক তথ্য থেকে জানা গেছে।
করোনা উপসর্গ থাকা প্রথম ৯৫ জনের ওপর ভ্যাকসিনের কার্যকারিতার ফল বিশ্লেষণ করে আজ এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ৩০ হাজার মানুষের ওপর ভ্যাকসিনটির পরীক্ষা চালায় মডার্না। কোম্পানিটি জানায়, তাদের তৈরি ভ্যাকসিনটি ৯৪ দশমিক পাঁচ শতাংশ কার্যকর।
নিয়ন্ত্রণ সংস্থাদের ঘোষণা অনুসারে, কোনো ভ্যাকসিনের কার্যকারিতা ৫০ শতাংশ হলেই সেটির অনুমোদন দিয়ে দেয়া হবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করতে যাচ্ছে মডার্না।
মডার্নার চিফ মেডিকেল অফিসার টাল জাকস বলেন, ‘এর সামগ্রিক কার্যকারিতা অসাধারণ। এটা দারুণ একটা দিন।’
এর আগে ফাইজার জানায় তাদের করোনা ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর। জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি আবিষ্কার করেছে তারা।
ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৪৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। ট্রায়ালে পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে দাবি করা হয় পাইজারের পক্ষ থেকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ নভেম্বর, ২০২০ ২০:২৭

ফাইজারের পর যুক্তরাষ্ট্রের আরও একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে আশার খবর জানাল।
বিবিসি এক খবরে বলেছে, মডার্নার করোনা ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর বলে কোম্পানিটির দেওয়া প্রাথমিক তথ্য থেকে জানা গেছে।
করোনা উপসর্গ থাকা প্রথম ৯৫ জনের ওপর ভ্যাকসিনের কার্যকারিতার ফল বিশ্লেষণ করে আজ এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ৩০ হাজার মানুষের ওপর ভ্যাকসিনটির পরীক্ষা চালায় মডার্না। কোম্পানিটি জানায়, তাদের তৈরি ভ্যাকসিনটি ৯৪ দশমিক পাঁচ শতাংশ কার্যকর।
নিয়ন্ত্রণ সংস্থাদের ঘোষণা অনুসারে, কোনো ভ্যাকসিনের কার্যকারিতা ৫০ শতাংশ হলেই সেটির অনুমোদন দিয়ে দেয়া হবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করতে যাচ্ছে মডার্না।
মডার্নার চিফ মেডিকেল অফিসার টাল জাকস বলেন, ‘এর সামগ্রিক কার্যকারিতা অসাধারণ। এটা দারুণ একটা দিন।’
এর আগে ফাইজার জানায় তাদের করোনা ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর। জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি আবিষ্কার করেছে তারা।
ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৪৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। ট্রায়ালে পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে দাবি করা হয় পাইজারের পক্ষ থেকে।