আবিষ্কার: অক্সিজেন থেরাপিতেই থেমে যাবে বয়স বাড়া!
অনলাইন ডেস্ক | ২২ নভেম্বর, ২০২০ ২২:০৪
সব সময় আমাদের শরীরের ভেতরে থাকা কোষের মৃত্যু ঘটে নতুন কোষের জন্ম হয়। যার ফলে আমাদের বয়স বাড়ে। কারণ নতুন কোষ প্রতিস্থাপিত হলে আমাদের ডিএনএ’কে সুরক্ষা করে রাখে যে টেলোমেরেস তা ক্ষয়প্রাপ্ত হয়।
তবে ইসরায়েলের একদল বিজ্ঞানী সক্ষম হয়েছেন মানুষের কোষের বয়স কমিয়ে রাখতে। তারা ২৬ ব্যক্তির ওপর পরীক্ষা চালিয়ে এমন ফলাফলের কথা জানান।
ওই ২৬ জন একটি হাইপারবারিক অক্সিজেন চেম্বারে তিন মাসে প্রতি সপ্তাহে পাঁচবার নব্বই মিনিট করে বসে থাকতেন। এর ফলে দেখা যায় তাদের কোষের টেলোমেরেস প্রায় ২০ শতাংশ বেড়ে গেছে।
ইসরায়েলি বিবজ্ঞানীদের এ দাবি চিত্তাকর্ষক। তবে আরো বড় পরিসরে গবেষণা না চালিয়ে এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাবে না।
গবেষণার প্রধান ব্যক্তি তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সেগল স্কুল অব নিওরোসায়েন্স বিভাগের শেয়ার এফরাতি সায়েন্সএলার্ট-কে বলেন, দুই যমজকে নিয়ে নাসার গবেষণা ছিল। তারা এদের একজনকে মহাবিশ্বে পাঠায় অপরজনকে পৃথিবীতে রাখে। এদের দুজনের টেলোমের’র পার্থক্য পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা বুঝতে পারলাম যে বাহ্যিক পরিবেশ মানব দেহের ভেতরে প্রভাব তৈরি করে।
টেলোমেরেস হলো এমনটি একগুচ্ছ কোড যা ডিএনএ’র ওপর থাকে অনেকটা জুতার ফিতা যেভাবে বাঁধা থাকে সেভাবে। যখন কোষ বিভাজিত হয় তখন তারা নিজেদের অনুলিপি তৈরি করে। তবে নতুন অনুলিপি তৈরির ফলে টেলোমেরাস একটু একটু করে তার দৈর্ঘ্য হারায়।
জুতার ফিতা ছোট হয়ে গেলে যেমন জুতা শক্ত করে বাঁধা যায় না, তেমনি খাটো টেলোমেরেস ক্রোমোজমের ওরপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে পরিবর্তনের জন্য। এই পরিবর্তনের আমাদের বয়স বৃদ্ধিজনিত পরিস্থিতির দিকে নিয়ে যায়।
এফরাতি বলেন, লম্বা টেলোমেরেস থাকলে কোষ ভালো পারফরম্যান্স করে।
এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন বলে জানান তিনি।
হাইপারবারিক অক্সিজেন চেম্বার বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হয়। এখানে উচ্চচাপ বিরাজ করে। সাধারণত গভীর সমুদ্র থেকে উঠে আসা কোনো ব্যক্তিকে এই চেম্বারে রাখা হয়। কিছু কিছু রোগের চিকিৎসা হিসেবে এই পদ্ধতি ব্যবহার করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ নভেম্বর, ২০২০ ২২:০৪

সব সময় আমাদের শরীরের ভেতরে থাকা কোষের মৃত্যু ঘটে নতুন কোষের জন্ম হয়। যার ফলে আমাদের বয়স বাড়ে। কারণ নতুন কোষ প্রতিস্থাপিত হলে আমাদের ডিএনএ’কে সুরক্ষা করে রাখে যে টেলোমেরেস তা ক্ষয়প্রাপ্ত হয়।
তবে ইসরায়েলের একদল বিজ্ঞানী সক্ষম হয়েছেন মানুষের কোষের বয়স কমিয়ে রাখতে। তারা ২৬ ব্যক্তির ওপর পরীক্ষা চালিয়ে এমন ফলাফলের কথা জানান।
ওই ২৬ জন একটি হাইপারবারিক অক্সিজেন চেম্বারে তিন মাসে প্রতি সপ্তাহে পাঁচবার নব্বই মিনিট করে বসে থাকতেন। এর ফলে দেখা যায় তাদের কোষের টেলোমেরেস প্রায় ২০ শতাংশ বেড়ে গেছে।
ইসরায়েলি বিবজ্ঞানীদের এ দাবি চিত্তাকর্ষক। তবে আরো বড় পরিসরে গবেষণা না চালিয়ে এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাবে না।
গবেষণার প্রধান ব্যক্তি তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সেগল স্কুল অব নিওরোসায়েন্স বিভাগের শেয়ার এফরাতি সায়েন্সএলার্ট-কে বলেন, দুই যমজকে নিয়ে নাসার গবেষণা ছিল। তারা এদের একজনকে মহাবিশ্বে পাঠায় অপরজনকে পৃথিবীতে রাখে। এদের দুজনের টেলোমের’র পার্থক্য পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা বুঝতে পারলাম যে বাহ্যিক পরিবেশ মানব দেহের ভেতরে প্রভাব তৈরি করে।
টেলোমেরেস হলো এমনটি একগুচ্ছ কোড যা ডিএনএ’র ওপর থাকে অনেকটা জুতার ফিতা যেভাবে বাঁধা থাকে সেভাবে। যখন কোষ বিভাজিত হয় তখন তারা নিজেদের অনুলিপি তৈরি করে। তবে নতুন অনুলিপি তৈরির ফলে টেলোমেরাস একটু একটু করে তার দৈর্ঘ্য হারায়।
জুতার ফিতা ছোট হয়ে গেলে যেমন জুতা শক্ত করে বাঁধা যায় না, তেমনি খাটো টেলোমেরেস ক্রোমোজমের ওরপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে পরিবর্তনের জন্য। এই পরিবর্তনের আমাদের বয়স বৃদ্ধিজনিত পরিস্থিতির দিকে নিয়ে যায়।
এফরাতি বলেন, লম্বা টেলোমেরেস থাকলে কোষ ভালো পারফরম্যান্স করে।
এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন বলে জানান তিনি।
হাইপারবারিক অক্সিজেন চেম্বার বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হয়। এখানে উচ্চচাপ বিরাজ করে। সাধারণত গভীর সমুদ্র থেকে উঠে আসা কোনো ব্যক্তিকে এই চেম্বারে রাখা হয়। কিছু কিছু রোগের চিকিৎসা হিসেবে এই পদ্ধতি ব্যবহার করা হয়।