শুক্রবার চাঁদে আঘাত হানবে চীনের নিয়ন্ত্রণহীন রকেট
অনলাইন ডেস্ক | ২ মার্চ, ২০২২ ১৯:১১
আগামী শুক্রবার চাঁদের বুকে আঘাত হানবে নিয়ন্ত্রণ হারানো চীনের রকেট।
অবশ্য এখন এই রকেটটি এক প্রকার মহাকাশ-জঞ্জাল হিসেবেই বিবেচিত হচ্ছে। এই নিয়ন্ত্রিণহীন রকেটের অবশিষ্টাংশের ভর প্রায় ৩ টন।
এর আগে এটিকে স্পেসএক্স-এর রকেট বলে মনে করা হয়েছিল। পরে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি আদতে চীনের একটি রকেট।
ঘণ্টায় প্রায় ৯৩০০ কিলোমিটার গতিতে চাঁদের বুকে আঘাত করবে ওই রকেটটি৷ এর ফলে তৈরি হবে ২০ মিটারের মতো গভীর গর্ত, যাতে কয়েকটি সেমিট্রাক্টরের ট্রেইলার ঢুকে যেতে পারবে।
প্রায় এক দশক আগে চীন মূল রকেটটি উৎক্ষেপণ করেছিল। এরপর সেটির তৃতীয় স্টেইজটি বিচ্ছিন্ন হয়ে মহাশূন্যে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকে।
সেই অংশটিই এত বছর পরে চাঁদের দিকে এগোতে থাকে। অবশ্য চীন কর্তৃপক্ষ নিশ্চিত নয় এটি আসলেই তাদের রকেট কিনা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ মার্চ, ২০২২ ১৯:১১
আগামী শুক্রবার চাঁদের বুকে আঘাত হানবে নিয়ন্ত্রণ হারানো চীনের রকেট।
অবশ্য এখন এই রকেটটি এক প্রকার মহাকাশ-জঞ্জাল হিসেবেই বিবেচিত হচ্ছে। এই নিয়ন্ত্রিণহীন রকেটের অবশিষ্টাংশের ভর প্রায় ৩ টন।
এর আগে এটিকে স্পেসএক্স-এর রকেট বলে মনে করা হয়েছিল। পরে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি আদতে চীনের একটি রকেট।
ঘণ্টায় প্রায় ৯৩০০ কিলোমিটার গতিতে চাঁদের বুকে আঘাত করবে ওই রকেটটি৷ এর ফলে তৈরি হবে ২০ মিটারের মতো গভীর গর্ত, যাতে কয়েকটি সেমিট্রাক্টরের ট্রেইলার ঢুকে যেতে পারবে।
প্রায় এক দশক আগে চীন মূল রকেটটি উৎক্ষেপণ করেছিল। এরপর সেটির তৃতীয় স্টেইজটি বিচ্ছিন্ন হয়ে মহাশূন্যে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকে।
সেই অংশটিই এত বছর পরে চাঁদের দিকে এগোতে থাকে। অবশ্য চীন কর্তৃপক্ষ নিশ্চিত নয় এটি আসলেই তাদের রকেট কিনা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
শেয়ার করুন