বিলুপ্তির মুখে কুমির-কচ্ছপসহ এক-পঞ্চমাংশ সরীসৃপ
অনলাইন ডেস্ক | ২৮ এপ্রিল, ২০২২ ১৬:০৬
দিনদিন উষ্ণ হয়ে উঠছে পৃথিবী। কমে আসছে বনভূমি। প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে পরিবেশের। হুমকির মুখে পড়েছে অনেক প্রাণীর জীবন।
গত বুধবার ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক নতুন গবেষণায় জানানো হয়েছে, সমস্ত পরিচিত সরীসৃপ প্রজাতির এক-পঞ্চমাংশেরও বেশি বিলুপ্তির হুমকিতে রয়েছে। এই বিলুপ্তি ঠেকাতে তাদের জরুরি সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।
ওই গবেষণায় প্রায় ১০ হাজারেরও বেশি প্রজাতির ওপর মূল্যায়ন করা হয়েছে। যার মধ্যে পাওয়া গেছে, কুমির ও কচ্ছপসহ অন্যান্য সরীসৃপরাও বিলুপ্তির পথে।
সরীসৃপ নিয়ে এমন গবেষণা এটিই প্রথম। যা শেষ করতে লেগেছে ১৫ বছর। এই গবেষণায় যুক্ত ছিলেন ৬ মহাদেশের ২৪টি দেশের ৯৬১ বিজ্ঞানী।
অন্যান্য প্রজাতির প্রাণীদের জন্য অনুরূপ বৈশ্বিক মূল্যায়নও প্রকাশ করা হয়েছে। যার মধ্যে ৪০.৭% উভচর, ২৫.৪ স্তন্যপায়ী প্রাণী এবং ১৩.৬ শতাংশ পাখি বিলুপ্তির সম্মুখীন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ এপ্রিল, ২০২২ ১৬:০৬

দিনদিন উষ্ণ হয়ে উঠছে পৃথিবী। কমে আসছে বনভূমি। প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে পরিবেশের। হুমকির মুখে পড়েছে অনেক প্রাণীর জীবন।
গত বুধবার ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক নতুন গবেষণায় জানানো হয়েছে, সমস্ত পরিচিত সরীসৃপ প্রজাতির এক-পঞ্চমাংশেরও বেশি বিলুপ্তির হুমকিতে রয়েছে। এই বিলুপ্তি ঠেকাতে তাদের জরুরি সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।
ওই গবেষণায় প্রায় ১০ হাজারেরও বেশি প্রজাতির ওপর মূল্যায়ন করা হয়েছে। যার মধ্যে পাওয়া গেছে, কুমির ও কচ্ছপসহ অন্যান্য সরীসৃপরাও বিলুপ্তির পথে।
.jpg)
সরীসৃপ নিয়ে এমন গবেষণা এটিই প্রথম। যা শেষ করতে লেগেছে ১৫ বছর। এই গবেষণায় যুক্ত ছিলেন ৬ মহাদেশের ২৪টি দেশের ৯৬১ বিজ্ঞানী।
অন্যান্য প্রজাতির প্রাণীদের জন্য অনুরূপ বৈশ্বিক মূল্যায়নও প্রকাশ করা হয়েছে। যার মধ্যে ৪০.৭% উভচর, ২৫.৪ স্তন্যপায়ী প্রাণী এবং ১৩.৬ শতাংশ পাখি বিলুপ্তির সম্মুখীন।
শেয়ার করুন