টিপস
পুড়ে গেলে কী করবেন
| ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
শীতে গোসলের পানি গরম করতে গিয়ে অনেক সময় অসাবধানবশত পুড়ে যায়। অসাবধানবশত পুড়ে গেলে ঘরোয়াভাবে কী করে প্রাথমিক চিকিৎসা নেবেন জেনে নিন।
১. আক্রান্ত স্থানে সাধারণ তাপমাত্রার পানি দিন। সম্ভব হলে ট্যাপের পানির নিচে ১০ থেকে ১৫ মিনিট ধরে রাখুন। গা পুড়ে গেলে শাওয়ার বা গোসলের ঝরনার পানির নিচে দাঁড় করিয়ে দিতে পারেন।
২. যদি তাও সম্ভব না হয়, তবে আক্রান্ত স্থান বালতির পানিতে ডুবিয়ে রাখুন।
৩. পোড়া অংশ জীবাণুমুক্ত গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন। যাতে জীবাণুর সংক্রমণ না হয়। কিন্তু তুলো দিয়ে ঢাকা যাবে না। আক্রান্ত স্থান একটু উঁচুতে রাখতে চেষ্টা করুন। সাবধান থাকুন যাতে কোনো কিছুর ঘষা না লাগে।
৪. ব্যথানাশক ট্যাবলেট সাধারণ পোড়ায় প্যারাসিটামল বা আইবুপ্রফেন-জাতীয় ওষুধ খেতে দিন।
৫. সম্ভব হলে আক্রান্ত ব্যক্তি পানিতে একটু লবণ মিশিয়ে শরবত, স্যালাইন বা ডাবের পানি এমনকি সাধারণ পানিও পর্যাপ্ত পরিমাণে পান করতে পারেন। পোড়া কম বা বেশিই হোক, দ্রুত ডাক্তারের কাছে যাবেন।
মনে রাখুন
১. পোড়া অংশ বরফের পানি, ফ্রিজের পানি বা বরফ দেওয়া যাবে না।
২. ডিম, টুথপেস্ট, মাখন ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৩. ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের মলম ব্যবহার করা যাবে না।
শেয়ার করুন
| ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

শীতে গোসলের পানি গরম করতে গিয়ে অনেক সময় অসাবধানবশত পুড়ে যায়। অসাবধানবশত পুড়ে গেলে ঘরোয়াভাবে কী করে প্রাথমিক চিকিৎসা নেবেন জেনে নিন।
১. আক্রান্ত স্থানে সাধারণ তাপমাত্রার পানি দিন। সম্ভব হলে ট্যাপের পানির নিচে ১০ থেকে ১৫ মিনিট ধরে রাখুন। গা পুড়ে গেলে শাওয়ার বা গোসলের ঝরনার পানির নিচে দাঁড় করিয়ে দিতে পারেন।
২. যদি তাও সম্ভব না হয়, তবে আক্রান্ত স্থান বালতির পানিতে ডুবিয়ে রাখুন।
৩. পোড়া অংশ জীবাণুমুক্ত গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন। যাতে জীবাণুর সংক্রমণ না হয়। কিন্তু তুলো দিয়ে ঢাকা যাবে না। আক্রান্ত স্থান একটু উঁচুতে রাখতে চেষ্টা করুন। সাবধান থাকুন যাতে কোনো কিছুর ঘষা না লাগে।
৪. ব্যথানাশক ট্যাবলেট সাধারণ পোড়ায় প্যারাসিটামল বা আইবুপ্রফেন-জাতীয় ওষুধ খেতে দিন।
৫. সম্ভব হলে আক্রান্ত ব্যক্তি পানিতে একটু লবণ মিশিয়ে শরবত, স্যালাইন বা ডাবের পানি এমনকি সাধারণ পানিও পর্যাপ্ত পরিমাণে পান করতে পারেন। পোড়া কম বা বেশিই হোক, দ্রুত ডাক্তারের কাছে যাবেন।
মনে রাখুন
১. পোড়া অংশ বরফের পানি, ফ্রিজের পানি বা বরফ দেওয়া যাবে না।
২. ডিম, টুথপেস্ট, মাখন ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৩. ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের মলম ব্যবহার করা যাবে না।