হুয়াওয়ের ৪০ মেগাপিক্সেলের ফোন
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিদায়ী বছরের মতো আগামী বছরেও স্মার্টফোনে ভালো মানের ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে। হুয়াওয়ে পি ৩০ ও পি ৩০ প্রো নামে ফোন দুটিতে থাকবে একাধিক ৪০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, পি ৩০ ও পি ৩০ প্রো ফোনের পেছনে যথাক্রমে ৪০ মেগাপিক্সেলের ট্রিপল ও কোয়াড ক্যামেরা থাকবে। সেখানে মিলবে ৫ এক্স অপটিক্যাল জুম।
হুয়াওয়ে পি ৩০ প্রো ফোনে থাকতে পারে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। প্রসেসর হিসেবে থাকবে কিরিন সিরিজের সর্বশেষ চিপসেট। তবে ফোন দুটির দাম বা বাজারে আসার দিন তারিখ সম্পর্কেও কিছু জানা যায়নি।
এদিকে গুঞ্জন চলছে, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনতে যাচ্ছে শাওমিও।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিদায়ী বছরের মতো আগামী বছরেও স্মার্টফোনে ভালো মানের ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে। হুয়াওয়ে পি ৩০ ও পি ৩০ প্রো নামে ফোন দুটিতে থাকবে একাধিক ৪০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, পি ৩০ ও পি ৩০ প্রো ফোনের পেছনে যথাক্রমে ৪০ মেগাপিক্সেলের ট্রিপল ও কোয়াড ক্যামেরা থাকবে। সেখানে মিলবে ৫ এক্স অপটিক্যাল জুম।
হুয়াওয়ে পি ৩০ প্রো ফোনে থাকতে পারে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। প্রসেসর হিসেবে থাকবে কিরিন সিরিজের সর্বশেষ চিপসেট। তবে ফোন দুটির দাম বা বাজারে আসার দিন তারিখ সম্পর্কেও কিছু জানা যায়নি।
এদিকে গুঞ্জন চলছে, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনতে যাচ্ছে শাওমিও।
শেয়ার করুন