মাফলার ও টুপি
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
শীতে তরুণ ও তরুণীদের সবার পছন্দ মাফলার। উলেন, নেটের পাশাপাশি অ্যান্ডি কটন, পশমিসহ নানা কাপড় আর রঙের মাফলার পাওয়া যাচ্ছে। মেয়েদের মাফলার একটু ছোট আর চওড়া আর ছেলেদের দৈর্ঘ্য বড়।
মাফলারের মধ্য এই শীতে জনপ্রিয় হলো হাতেবোনা চিকন উলের হাজি মাফলার। দৈর্ঘ্যে বড় হওয়ায় সহজেই মাথা গলা পেঁচিয়ে পরা যায়। শীতের ফ্যাশনেবল টুপি হিসেবে কান ঢাকা টুপি, বাবল হ্যাট, বিনি হ্যাট, বেরাট হ্যাটসহ বিভিন্ন ধরনের টুপি পাওয়া যাচ্ছে। মেয়েদের উলেন রঙিন চেক ও সাদামাটা টুপি বেশি চলছে।
এ ছাড়া মেয়েদের কানঢাকা টুপির ওপরে বল বসানো এবং বাড়তি একটু ঝুলে থাকা টুপিও বেশি জনপ্রিয়।
দরদাম ও কোথায় পাবেন
নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের তিন তলায়, গাউছিয়া সুপার মার্কেটের সামনে ফুটপাত, মিরপুরের শাহ আলী মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাল্টিপ্ল্যান রেড ক্রিসেন্ট সেন্টার, উত্তরার আলাউদ্দিন টাওয়ার, গুলিস্তান ও বঙ্গবাজার হকার্স মার্কেটের শীতের পোশাক পাওয়া যায় এমন দোকানে এসব মাফলার ও টুপি পাবেন। নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের খাজা এন্টারপ্রাইজের বিক্রেতা কামাল হোসেন জানান, উলেন মাফলার সিংগেল ১৫০ থেকে ২০০ টাকা, ডাবল ২০০ থেকে ২৫০ টাকা, হাজি মাফলার ২০০ থেকে ২৫০ টাকা। টুপি ৬০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

শীতে তরুণ ও তরুণীদের সবার পছন্দ মাফলার। উলেন, নেটের পাশাপাশি অ্যান্ডি কটন, পশমিসহ নানা কাপড় আর রঙের মাফলার পাওয়া যাচ্ছে। মেয়েদের মাফলার একটু ছোট আর চওড়া আর ছেলেদের দৈর্ঘ্য বড়।
মাফলারের মধ্য এই শীতে জনপ্রিয় হলো হাতেবোনা চিকন উলের হাজি মাফলার। দৈর্ঘ্যে বড় হওয়ায় সহজেই মাথা গলা পেঁচিয়ে পরা যায়। শীতের ফ্যাশনেবল টুপি হিসেবে কান ঢাকা টুপি, বাবল হ্যাট, বিনি হ্যাট, বেরাট হ্যাটসহ বিভিন্ন ধরনের টুপি পাওয়া যাচ্ছে। মেয়েদের উলেন রঙিন চেক ও সাদামাটা টুপি বেশি চলছে।
এ ছাড়া মেয়েদের কানঢাকা টুপির ওপরে বল বসানো এবং বাড়তি একটু ঝুলে থাকা টুপিও বেশি জনপ্রিয়।
দরদাম ও কোথায় পাবেন
নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের তিন তলায়, গাউছিয়া সুপার মার্কেটের সামনে ফুটপাত, মিরপুরের শাহ আলী মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাল্টিপ্ল্যান রেড ক্রিসেন্ট সেন্টার, উত্তরার আলাউদ্দিন টাওয়ার, গুলিস্তান ও বঙ্গবাজার হকার্স মার্কেটের শীতের পোশাক পাওয়া যায় এমন দোকানে এসব মাফলার ও টুপি পাবেন। নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের খাজা এন্টারপ্রাইজের বিক্রেতা কামাল হোসেন জানান, উলেন মাফলার সিংগেল ১৫০ থেকে ২০০ টাকা, ডাবল ২০০ থেকে ২৫০ টাকা, হাজি মাফলার ২০০ থেকে ২৫০ টাকা। টুপি ৬০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।