নতুন কোনো বই আর পাওয়া যাবে না
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
হায়াৎ মামুদ (জন্ম : ৩ জুন ১৯৩৯)। বাংলাদেশের একজন খ্যাতিমান লেখক। তিনি একজন আধুনিক কবি, প্রবন্ধকার, অনুবাদক ও অধ্যাপক। ‘মৃত্যুচিন্তা রবীন্দ্রনাথ ও অন্যান্য জটিলতা’ তার বিখ্যাত গ্রন্থ, যা ১৯৬০-এর দশকে প্রকাশিত হয়ে সাড়া জাগিয়েছিল। অসংখ্য শিশুতোষ লেখাও লিখেছেন। তার অনূদিত ম্যাক্সিম গোর্কির ‘চড়–ইছানা’ সব মহলেই সমাদৃত। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে তিনি শিশু একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও ২০১৬ সালে তিনি একুশে পদক পান। আজ কথা অল্প বিভাগে মুখোমুখি তিনি
কেমন আছেন?
এই তো, আছি বেশ।
কী পড়ছেন আজকাল?
আশি বছর হয়ে গেছে। এই বয়সে কী আর পড়ব! পড়ে আর কী হবে! এই মাঝেমধ্যে হাতের কাছে কোনো বইটই চলে এলে চোখ বোলাই। এই আর কি।
লিখছেনও না কিছু?
লিখছিও না কিছু। লেখালেখি আর হবে না।
সময় কাটে কী করে?
এই বয়সে যা করতে হয়। নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাই।
ঢাকায় আছেন?
হুম, ঢাকায়ই আছি। ঢাকা ছেড়ে যাব কোথায়! এখানেই আমার ঘরবাড়ি।
আগামী বইমেলায় আমরা কি কোনো বই পাব?
নতুন কোনো বই আর পাওয়া যাবে না। তবে, পুরোনোগুলো যদি নতুন সংস্করণে কেউ ছাপে সেগুলো পেতে পারেন বিভিন্ন স্টলে।
ভালো থাকুন।
আপনিও।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

হায়াৎ মামুদ (জন্ম : ৩ জুন ১৯৩৯)। বাংলাদেশের একজন খ্যাতিমান লেখক। তিনি একজন আধুনিক কবি, প্রবন্ধকার, অনুবাদক ও অধ্যাপক। ‘মৃত্যুচিন্তা রবীন্দ্রনাথ ও অন্যান্য জটিলতা’ তার বিখ্যাত গ্রন্থ, যা ১৯৬০-এর দশকে প্রকাশিত হয়ে সাড়া জাগিয়েছিল। অসংখ্য শিশুতোষ লেখাও লিখেছেন। তার অনূদিত ম্যাক্সিম গোর্কির ‘চড়–ইছানা’ সব মহলেই সমাদৃত। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে তিনি শিশু একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও ২০১৬ সালে তিনি একুশে পদক পান। আজ কথা অল্প বিভাগে মুখোমুখি তিনি
কেমন আছেন?
এই তো, আছি বেশ।
কী পড়ছেন আজকাল?
আশি বছর হয়ে গেছে। এই বয়সে কী আর পড়ব! পড়ে আর কী হবে! এই মাঝেমধ্যে হাতের কাছে কোনো বইটই চলে এলে চোখ বোলাই। এই আর কি।
লিখছেনও না কিছু?
লিখছিও না কিছু। লেখালেখি আর হবে না।
সময় কাটে কী করে?
এই বয়সে যা করতে হয়। নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাই।
ঢাকায় আছেন?
হুম, ঢাকায়ই আছি। ঢাকা ছেড়ে যাব কোথায়! এখানেই আমার ঘরবাড়ি।
আগামী বইমেলায় আমরা কি কোনো বই পাব?
নতুন কোনো বই আর পাওয়া যাবে না। তবে, পুরোনোগুলো যদি নতুন সংস্করণে কেউ ছাপে সেগুলো পেতে পারেন বিভিন্ন স্টলে। ভালো থাকুন। আপনিও।