এমবিএস-এর স্বপ্নের শহর
রূপান্তর ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
মরুতে স্বপ্নের শহর নিওম। অবাক করা এ শহরটি হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের চেয়েও ৩৩ গুণ বড়। সারা বিশ্ব থেকে জাঁদরেল সব শিল্পপতিকে ডেকে স্বপ্নের এই শহরের কথা ঘোষণা করেছিলেন এমবিএস। ২৫ হাজার বর্গকিলোমিটারের এই শহর হবে গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী। সামাজিক বিধিনিষেধ থেকেও এ শহর থাকবে মুক্ত। ট্রাফিক মুক্ত এ শহরটি হবে পুরোপুরি অপ্রচলিত শক্তিচালিত। নিওম হবে ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্নদ্রষ্টাদের শহর। ‘নিওম’ শহরটি কীভাবে গড়ে উঠবে, গোটা বিশ্বকে সে সম্পর্কে একটা ধারণা দিতে কিছু প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে সৌদি আরব। ইউটিউবে ঝড় তুলেছে সেসব ভিডিও। কোনো বিধিনিষেধ নয়, কোনো বিভাজন নয়, কোনো অজুহাতও নয়; শুধু সীমাহীন সম্ভাবনার শহর হতে চলেছে নিওম। ভিডিওতে হিজাবহীন নারীদের স্পোর্টস কস্টিউম পরে শরীরচর্চা করতে দেখা যায়। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যাচ্ছে তাদের। ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে এ শহরটি নির্মাণে। এরই মধ্যে দ্রুততার সঙ্গে শহরটি বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

মরুতে স্বপ্নের শহর নিওম। অবাক করা এ শহরটি হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের চেয়েও ৩৩ গুণ বড়। সারা বিশ্ব থেকে জাঁদরেল সব শিল্পপতিকে ডেকে স্বপ্নের এই শহরের কথা ঘোষণা করেছিলেন এমবিএস। ২৫ হাজার বর্গকিলোমিটারের এই শহর হবে গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী। সামাজিক বিধিনিষেধ থেকেও এ শহর থাকবে মুক্ত। ট্রাফিক মুক্ত এ শহরটি হবে পুরোপুরি অপ্রচলিত শক্তিচালিত। নিওম হবে ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্নদ্রষ্টাদের শহর। ‘নিওম’ শহরটি কীভাবে গড়ে উঠবে, গোটা বিশ্বকে সে সম্পর্কে একটা ধারণা দিতে কিছু প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে সৌদি আরব। ইউটিউবে ঝড় তুলেছে সেসব ভিডিও। কোনো বিধিনিষেধ নয়, কোনো বিভাজন নয়, কোনো অজুহাতও নয়; শুধু সীমাহীন সম্ভাবনার শহর হতে চলেছে নিওম। ভিডিওতে হিজাবহীন নারীদের স্পোর্টস কস্টিউম পরে শরীরচর্চা করতে দেখা যায়। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যাচ্ছে তাদের। ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে এ শহরটি নির্মাণে। এরই মধ্যে দ্রুততার সঙ্গে শহরটি বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে।