আসছে ফাইভ-জি
রূপান্তর ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
প্রতি বছরই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। ইংরেজি নতুন বছর ২০১৯ সালেও এই ধারাবাহিকতার ব্যতিক্রম হবে না। এ বছরই প্রযুুক্তি বিশ্বে আসতে চলেছে গুরুত্বপূর্ণ নানা সরকার। সম্ভাব্য এই প্রযুক্তিসমূহ হলো-
ফাইভ-জি : ২০১৯ সালের সবচেয়ে কাক্সিক্ষত প্রযুক্তি ফাইভ-জি ইন্টারনেট। দ্রুতগতির এই ইন্টারনেট বদলে দেবে অন্যান্য প্রযুক্তিকেও। এ বছরের মার্চের মধ্যেই অনেক দেশ ফাইভ-জি চালুর ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় শিগগিরই বাজার দখল করতে আসছে ফাইভ-জি সাপোর্টেড স্মার্টফোন। শুধু ফাইভ-জি ইন্টারনেট চালু করলে তো আর হবে না। কারণ সেটার ব্যবহার করতে হবে। তাই ডিভাইস হিসেবে স্মার্টফোনের কদর বাড়বে এ বছর। বছরের শুরুতেই বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের পণ্য বাজারে ছাড়ার লক্ষ্যে কাজ করছে। স্যামসাং, হুয়াওয়ে, অপ্পো, শাওমি, এলজি, ওয়ানপ্লাসের মতো প্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসেই তাদের ফাইভ-জি ডিভাইস প্রদর্শন করবে বলে জানা গেছে।
স্মার্টহোম : ইন্টারনেট অব থিংকস ব্যবহার করে স্মার্টহোম কনসেপ্ট কিছুটা পুরোনো হলেও ফাইভ-জি’র কল্যাণে সারা বিশ্বে এটি বাড়তে থাকবে। দ্রুতগতির এই নেটওয়ার্কের ফলে বাসাবাড়ির লাইট, ফ্যান, দরজা, পানির কলসহ অন্যান্য কিছু নিয়ন্ত্রণ হবে পৃথিবীর যে কোনো স্থান থেকেই। ফলে এই স্মার্টহোম বিষয়টি নতুন বছরে আরো বাড়বে।
ফোল্ডেবল ফোন : নতুন বছরে আসছে ফোল্ডেবল ফোন। যদিও ফোল্ডেবল ফোন বিদায়ী বছরেই বাজারে এনেছে একটি প্রতিষ্ঠান। তবে, স্যামসাং, এলজির মতো জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো নতুন বছরেই ফোল্ডেবল ফোন নিয়ে হাজির হবে।
প্লে স্টেশন-৫ : ভিডিও গেইমারদের জন্য সুখবর দিয়েছে সনি। নতুন বছরে প্রতিষ্ঠানটি তাদের প্লেস্টেশন-৫ বাজারে ছাড়তে পারে। তবে সনির নতুন ওই ডিভাইসটি হবে আরো উন্নত সংস্করণের। ডিভাইসটিতে ৪-কে এবং সেকেন্ডে ২৪০ ফ্রেইম আনা হবে যা প্লেস্টেশন ভিআর সমর্থন করবে বলে জানা যাচ্ছে। এ বছরটি গেইমারদের জন্য অন্যতম একটি বছরও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

প্রতি বছরই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। ইংরেজি নতুন বছর ২০১৯ সালেও এই ধারাবাহিকতার ব্যতিক্রম হবে না। এ বছরই প্রযুুক্তি বিশ্বে আসতে চলেছে গুরুত্বপূর্ণ নানা সরকার। সম্ভাব্য এই প্রযুক্তিসমূহ হলো-
ফাইভ-জি : ২০১৯ সালের সবচেয়ে কাক্সিক্ষত প্রযুক্তি ফাইভ-জি ইন্টারনেট। দ্রুতগতির এই ইন্টারনেট বদলে দেবে অন্যান্য প্রযুক্তিকেও। এ বছরের মার্চের মধ্যেই অনেক দেশ ফাইভ-জি চালুর ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় শিগগিরই বাজার দখল করতে আসছে ফাইভ-জি সাপোর্টেড স্মার্টফোন। শুধু ফাইভ-জি ইন্টারনেট চালু করলে তো আর হবে না। কারণ সেটার ব্যবহার করতে হবে। তাই ডিভাইস হিসেবে স্মার্টফোনের কদর বাড়বে এ বছর। বছরের শুরুতেই বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের পণ্য বাজারে ছাড়ার লক্ষ্যে কাজ করছে। স্যামসাং, হুয়াওয়ে, অপ্পো, শাওমি, এলজি, ওয়ানপ্লাসের মতো প্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসেই তাদের ফাইভ-জি ডিভাইস প্রদর্শন করবে বলে জানা গেছে।
স্মার্টহোম : ইন্টারনেট অব থিংকস ব্যবহার করে স্মার্টহোম কনসেপ্ট কিছুটা পুরোনো হলেও ফাইভ-জি’র কল্যাণে সারা বিশ্বে এটি বাড়তে থাকবে। দ্রুতগতির এই নেটওয়ার্কের ফলে বাসাবাড়ির লাইট, ফ্যান, দরজা, পানির কলসহ অন্যান্য কিছু নিয়ন্ত্রণ হবে পৃথিবীর যে কোনো স্থান থেকেই। ফলে এই স্মার্টহোম বিষয়টি নতুন বছরে আরো বাড়বে।
ফোল্ডেবল ফোন : নতুন বছরে আসছে ফোল্ডেবল ফোন। যদিও ফোল্ডেবল ফোন বিদায়ী বছরেই বাজারে এনেছে একটি প্রতিষ্ঠান। তবে, স্যামসাং, এলজির মতো জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো নতুন বছরেই ফোল্ডেবল ফোন নিয়ে হাজির হবে।
প্লে স্টেশন-৫ : ভিডিও গেইমারদের জন্য সুখবর দিয়েছে সনি। নতুন বছরে প্রতিষ্ঠানটি তাদের প্লেস্টেশন-৫ বাজারে ছাড়তে পারে। তবে সনির নতুন ওই ডিভাইসটি হবে আরো উন্নত সংস্করণের। ডিভাইসটিতে ৪-কে এবং সেকেন্ডে ২৪০ ফ্রেইম আনা হবে যা প্লেস্টেশন ভিআর সমর্থন করবে বলে জানা যাচ্ছে। এ বছরটি গেইমারদের জন্য অন্যতম একটি বছরও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।