দূরে থেকেও সম্পর্ক ঠিক রাখুন
| ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০
জীবন-জীবিকার কারণে প্রিয় মানুষ দূরে থাকতে পারে। কী করে দূরে থেকেও সম্পর্ক ঠিক রাখবেন জেনে নিন
নিয়মিত দেখা করা সম্ভব হয় না, তাই প্রিয় মানুষের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। স্কাইপে এবং ভিডিও চ্যাট করেও যোগাযোগ রাখতে পারেন।
যখনই দুজন একসঙ্গে হবেন কোয়ালিটিপূর্ণ সময় কাটাতে চেষ্টা করবেন। বেড়াতে কিংবা কোথাও খেতে যেতে পারেন। সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন।
যেহেতু একে অন্যের থেকে দূরে থাকছেন, তাই প্রতিদিন যোগাযোগ করুন। সম্ভব হলে ফোন করুন যেন দূরে দূরে থেকেও মন খারাপ না হয়।
দূরে যেহেতু থাকতেই হবে, তাই দুজনের সাধারণ আগ্রহের বিষয় খুঁজে বের করুন। সিনেমা দেখতে পছন্দ করলে সেটা নিয়ে কথা বলুন, গল্পের বই পড়তে পছন্দ করলে কথা বলতে পারেন। এতে কথা বলতে গিয়ে একঘেয়েমির শিকার হতে হবে না।
নিজেকে ব্যস্ত রাখুন। এতে আপনার সময় কেটে যাবে। এরপর যখন সামনাসামনি দেখা হবে, তাকে আপনার নতুন শেখা জিনিসগুলো করে চমকে দিতে পারবেন। তিনিও খুশি হবেন।
যখন দূরে থাকবেন, তখন মন খারাপ না করে বরং ভবিষ্যতের পরিকল্পনা করুন। একসঙ্গে হলে কী করবেন, কোথায় যাবেনÑ এসব পরিকল্পনা করুন। দেখবেন মন খারাপ ভাব কমে গেছে।
যদি সময়, সুযোগ ও খরচে কুলায়, তবে অবশ্যই তার সঙ্গে দেখা করতে যান। না পারলেও দুজনে মিলে একটি সময় নির্ধারণ করে রাখুন যে সময়ে আপনি অবশ্যই তার সঙ্গে দেখা করতে যাবেন বা তিনি আসবেন। দেশের মধ্যেই অন্য শহরে
থাকলে মাসে একবার হলেও দেখা করতে যাওয়া-আসা করতেই পারেন।
যদি প্রিয় মানুষ কোনো বিপদে পড়ে বা অসুস্থ হয়, তখন অবশ্যই তার পাশে ছুটে যাবেন। একদম নিরুপায় হলে সে ক্ষেত্রে অন্যান্য সময়ের থেকে তার বেশি খোঁজখবর রাখুন। তার আশপাশের উপস্থিত মানুষকে যতœ নিতে বলুন। তাকে বলুন আপনি যখন তার পাশে থাকবেন তখন দুজনে মিলে কী কী করবেন। মানসিক শক্তি জোগান তার মনে।
শেয়ার করুন
| ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০

জীবন-জীবিকার কারণে প্রিয় মানুষ দূরে থাকতে পারে। কী করে দূরে থেকেও সম্পর্ক ঠিক রাখবেন জেনে নিন
নিয়মিত দেখা করা সম্ভব হয় না, তাই প্রিয় মানুষের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। স্কাইপে এবং ভিডিও চ্যাট করেও যোগাযোগ রাখতে পারেন।
যখনই দুজন একসঙ্গে হবেন কোয়ালিটিপূর্ণ সময় কাটাতে চেষ্টা করবেন। বেড়াতে কিংবা কোথাও খেতে যেতে পারেন। সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন।
যেহেতু একে অন্যের থেকে দূরে থাকছেন, তাই প্রতিদিন যোগাযোগ করুন। সম্ভব হলে ফোন করুন যেন দূরে দূরে থেকেও মন খারাপ না হয়।
দূরে যেহেতু থাকতেই হবে, তাই দুজনের সাধারণ আগ্রহের বিষয় খুঁজে বের করুন। সিনেমা দেখতে পছন্দ করলে সেটা নিয়ে কথা বলুন, গল্পের বই পড়তে পছন্দ করলে কথা বলতে পারেন। এতে কথা বলতে গিয়ে একঘেয়েমির শিকার হতে হবে না।
নিজেকে ব্যস্ত রাখুন। এতে আপনার সময় কেটে যাবে। এরপর যখন সামনাসামনি দেখা হবে, তাকে আপনার নতুন শেখা জিনিসগুলো করে চমকে দিতে পারবেন। তিনিও খুশি হবেন।
যখন দূরে থাকবেন, তখন মন খারাপ না করে বরং ভবিষ্যতের পরিকল্পনা করুন। একসঙ্গে হলে কী করবেন, কোথায় যাবেনÑ এসব পরিকল্পনা করুন। দেখবেন মন খারাপ ভাব কমে গেছে।
যদি সময়, সুযোগ ও খরচে কুলায়, তবে অবশ্যই তার সঙ্গে দেখা করতে যান। না পারলেও দুজনে মিলে একটি সময় নির্ধারণ করে রাখুন যে সময়ে আপনি অবশ্যই তার সঙ্গে দেখা করতে যাবেন বা তিনি আসবেন। দেশের মধ্যেই অন্য শহরে
থাকলে মাসে একবার হলেও দেখা করতে যাওয়া-আসা করতেই পারেন।
যদি প্রিয় মানুষ কোনো বিপদে পড়ে বা অসুস্থ হয়, তখন অবশ্যই তার পাশে ছুটে যাবেন। একদম নিরুপায় হলে সে ক্ষেত্রে অন্যান্য সময়ের থেকে তার বেশি খোঁজখবর রাখুন। তার আশপাশের উপস্থিত মানুষকে যতœ নিতে বলুন। তাকে বলুন আপনি যখন তার পাশে থাকবেন তখন দুজনে মিলে কী কী করবেন। মানসিক শক্তি জোগান তার মনে।