ল্যাপটপের যত্ন
বর্তমানে প্রয়োজনীয় সব কাজে ল্যাপটপের দরকার হয়। কেনার পর নিয়মিত ব্যবহারে ল্যাপটপ হারায় নতুনের সৌন্দর্য। নতুনের মতো রাখতে তাই ল্যাপটপেরও যতেœর দরকার। ল্যাপটপকে নতুনের মতো রাখতে কিছু পরামর্শ :
সঠিক জায়গা বাছাই
সারা দিন ল্যাপটপে টাইপ করলে স্বাস্থ্য খারাপ হতে পারে। কাজের সূত্রে যদি ল্যাপটপ নিয়ে বাইরে যেতে হয়, তাহলে সঠিক উচ্চতা বুঝে কাজ করার জায়গা খুঁজে পাওয়া আরও দুষ্কর। স্ক্রিনের কম আলোতে ঘাড় এবং পিঠেরও ক্ষতি হতে পারে। এমনকি হাঁটুর ওপর রেখে কাজ করলেও তা থেকেও দুর্ঘটনা ঘটতে পারে। তাই ল্যাপটপ ব্যবহারে সঠিক জায়গা নির্বাচন করা জরুরি।
ফেলে না দেওয়া
ল্যাপটপ কেনার আগে হাত থেকে পড়ে কিছু ভাঙেনি এমন নিশ্চয়ই হয়নি। তাই ল্যাপটপের ব্যাপারে থাকতে হবে যথেষ্ট সচেতন। হাত থেকে কোনোভাবে পড়ে গেলে স্ক্রিন ফেটে যেতে পারে অথবা অন্য কোনো ক্ষতির কারণে ফাইলও হারিয়ে যেতে পারে। তাই দীর্ঘস্থায়ী, পানিতে ক্ষতি হবে না এমন ব্যবস্থা, ল্যাপটপ ব্যাগ অথবা স্ক্রিন প্রটেকটর ব্যবহার করতে হবে।
ঠাণ্ডা রাখা
অনেকেই পায়ের ওপর ল্যাপটপ রেখে কাজ করেন। এমনটি করলে অবশ্যই ল্যাপটপের তাপের বিষয়ে জেনে নিতে হবে। কারণ তাপ বেশি হলে সেটি প্রসেসরের জন্য বেশ ক্ষতিকর। এমনকি রুমের তাপমাত্রাও ল্যাপটপের ব্যাটারির দীর্ঘতা নির্ধারণ করে। ল্যাপটপকে ঠাণ্ডা রাখতে চেষ্টা করুন কুলিং ফ্যান ব্যবহার করে।
পরিষ্কার রাখুন
ল্যাপটপে কাজ করার সময় যদি খাওয়ার অভ্যাস থাকে তাহলে কী-বোর্ড নোংরা হতে পারে সহজে। আর সেখানে ময়লা জমে কাজ করার সময় ক্ষতি হয় ত্বকের। তাই নিয়মিত খুব ভালো করে পরিষ্কার করতে হবে ল্যাপটপের কী-বোর্ডের ভেতর।
শেয়ার করুন

বর্তমানে প্রয়োজনীয় সব কাজে ল্যাপটপের দরকার হয়। কেনার পর নিয়মিত ব্যবহারে ল্যাপটপ হারায় নতুনের সৌন্দর্য। নতুনের মতো রাখতে তাই ল্যাপটপেরও যতেœর দরকার। ল্যাপটপকে নতুনের মতো রাখতে কিছু পরামর্শ :
সঠিক জায়গা বাছাই
সারা দিন ল্যাপটপে টাইপ করলে স্বাস্থ্য খারাপ হতে পারে। কাজের সূত্রে যদি ল্যাপটপ নিয়ে বাইরে যেতে হয়, তাহলে সঠিক উচ্চতা বুঝে কাজ করার জায়গা খুঁজে পাওয়া আরও দুষ্কর। স্ক্রিনের কম আলোতে ঘাড় এবং পিঠেরও ক্ষতি হতে পারে। এমনকি হাঁটুর ওপর রেখে কাজ করলেও তা থেকেও দুর্ঘটনা ঘটতে পারে। তাই ল্যাপটপ ব্যবহারে সঠিক জায়গা নির্বাচন করা জরুরি।
ফেলে না দেওয়া
ল্যাপটপ কেনার আগে হাত থেকে পড়ে কিছু ভাঙেনি এমন নিশ্চয়ই হয়নি। তাই ল্যাপটপের ব্যাপারে থাকতে হবে যথেষ্ট সচেতন। হাত থেকে কোনোভাবে পড়ে গেলে স্ক্রিন ফেটে যেতে পারে অথবা অন্য কোনো ক্ষতির কারণে ফাইলও হারিয়ে যেতে পারে। তাই দীর্ঘস্থায়ী, পানিতে ক্ষতি হবে না এমন ব্যবস্থা, ল্যাপটপ ব্যাগ অথবা স্ক্রিন প্রটেকটর ব্যবহার করতে হবে।
ঠাণ্ডা রাখা
অনেকেই পায়ের ওপর ল্যাপটপ রেখে কাজ করেন। এমনটি করলে অবশ্যই ল্যাপটপের তাপের বিষয়ে জেনে নিতে হবে। কারণ তাপ বেশি হলে সেটি প্রসেসরের জন্য বেশ ক্ষতিকর। এমনকি রুমের তাপমাত্রাও ল্যাপটপের ব্যাটারির দীর্ঘতা নির্ধারণ করে। ল্যাপটপকে ঠাণ্ডা রাখতে চেষ্টা করুন কুলিং ফ্যান ব্যবহার করে।
পরিষ্কার রাখুন
ল্যাপটপে কাজ করার সময় যদি খাওয়ার অভ্যাস থাকে তাহলে কী-বোর্ড নোংরা হতে পারে সহজে। আর সেখানে ময়লা জমে কাজ করার সময় ক্ষতি হয় ত্বকের। তাই নিয়মিত খুব ভালো করে পরিষ্কার করতে হবে ল্যাপটপের কী-বোর্ডের ভেতর।