৩১ গ্রামের ক্ষুদ্র মোবাইল
মাত্র ৩১ গ্রাম ওজনের ক্ষুদ্র মোবাইল ফোন বাজারে এনেছে যুক্ত রাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘জাংকো’। তাদের দাবি, এই ফোনটিই বিশ্বের সবচেয়ে ছোট ফোন। ফোনটির নাম দেওয়া হয়েছে ‘টিনি টি-২ ’। এটি কোম্পানিটির দ্বিতীয় ক্ষুদ্রাকারের ফোন। ২০১৭ সালে ‘টিনি টি-১’ নামে একটি ছোট আকারের ফোন বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি। সে সময় গ্রাহকদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলে এটি। অ্যামাজনেও ফোনটির জন্য আগ্রহ দেখা গেছে গ্রাহকদের।
‘টিনি টি-২’ মূলত ‘টিনি টি-১’-এর পরের সংস্করণ। নতুন ফোনটির দৈর্ঘ্যে দুই দশমিক চার ইঞ্চি লম্বা, এক দশমিক ১৮ ইঞ্চি প্রশস্ত এবং শূন্য দশমিক ৬৫ ইঞ্চি পুরু। ক্ষুদ্র এই ডিভাইসটির ওজন মাত্র ৩১ গ্রাম।
ক্ষুদ্র আকৃতির হলেও ফোনে বেশ কিছু সুবিধা আছে। যেমন, রেডিও, শূন্য দশমিক তিন এমপি ক্যামেরা, ব্লুটুথ, তিন দশমিক পাঁচ এমএম অডিও জ্যাক ও এক ইঞ্চি টিএফটি ডিসপ্লে। কিছু এম আগে থেকেই ইনস্টল করা আছে ফোন। মাইক্রো এসডি কার্ডও সমর্থন করে ‘টিনি টি-২’। একবার চার্জ দিলে এক সপ্তাহেরও বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই ফোন। এর দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ ডলার।
শেয়ার করুন

মাত্র ৩১ গ্রাম ওজনের ক্ষুদ্র মোবাইল ফোন বাজারে এনেছে যুক্ত রাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘জাংকো’। তাদের দাবি, এই ফোনটিই বিশ্বের সবচেয়ে ছোট ফোন। ফোনটির নাম দেওয়া হয়েছে ‘টিনি টি-২ ’। এটি কোম্পানিটির দ্বিতীয় ক্ষুদ্রাকারের ফোন। ২০১৭ সালে ‘টিনি টি-১’ নামে একটি ছোট আকারের ফোন বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি। সে সময় গ্রাহকদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলে এটি। অ্যামাজনেও ফোনটির জন্য আগ্রহ দেখা গেছে গ্রাহকদের।
‘টিনি টি-২’ মূলত ‘টিনি টি-১’-এর পরের সংস্করণ। নতুন ফোনটির দৈর্ঘ্যে দুই দশমিক চার ইঞ্চি লম্বা, এক দশমিক ১৮ ইঞ্চি প্রশস্ত এবং শূন্য দশমিক ৬৫ ইঞ্চি পুরু। ক্ষুদ্র এই ডিভাইসটির ওজন মাত্র ৩১ গ্রাম।
ক্ষুদ্র আকৃতির হলেও ফোনে বেশ কিছু সুবিধা আছে। যেমন, রেডিও, শূন্য দশমিক তিন এমপি ক্যামেরা, ব্লুটুথ, তিন দশমিক পাঁচ এমএম অডিও জ্যাক ও এক ইঞ্চি টিএফটি ডিসপ্লে। কিছু এম আগে থেকেই ইনস্টল করা আছে ফোন। মাইক্রো এসডি কার্ডও সমর্থন করে ‘টিনি টি-২’। একবার চার্জ দিলে এক সপ্তাহেরও বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই ফোন। এর দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ ডলার।