অফিসের ডেস্ক গুছিয়ে রাখুন
অফিসের টেবিলে অনেক কাগজ অগোছালোভাবে থাকা মানে কাজ করতে ভালোবাসেন এমন বোঝায় না। কাজের জায়গা সব সময় পরিষ্কার হওয়া জরুরি। কাজের জন্য ব্যবহার করা কলমদানি, ডেস্ক ক্যালেন্ডার, পছন্দসই গাছ প্রতিটি জিনিস সুন্দর করে গুছিয়ে রাখলে টেবিল সুন্দর দেখাবে, সঙ্গে কাজ করতে ভালো লাগবে।
টেবিল গুছিয়ে রাখতে আরও কিছু পরামর্শ :
টেবিলে রাখা কম্পিউটারের মনিটর অথবা ল্যাপটপ এমনভাবে বসিয়ে নিন যেন চোখে আরাম হয়। খুব বেশি কাছে বা দূরে নয়।
কাজ শেষে টেবিলের ওপর থেকে অপ্রয়োজনীয় কাগজ সরিয়ে ফেলুন।
টেবিলের পাশে অথবা ডেস্কের নিচে ঝুড়ি বা বক্স রাখুন যেন টেবিল থেকে যে কোনো জিনিস সহজেই ফেলা যায়।
টেবিলে রাখা পানির বোতল অসাবধানতায় ধাক্কা লেগে পড়ে গিয়ে কাগজপত্র ভিজে যেতে পারে। তাই বোতলের মুখ ভালো করে আটকে রাখুন।
গুরুত্বপূর্ণ জিনিস গুছিয়ে রাখতে ড্রয়ার বা শেলফ ব্যবহার করুন।
টেবিলের এক কোনায় একটি ডেস্ক ক্যালেন্ডার রাখতে পারেন। ফ্রেমে বাঁধাই করা পরিবারের ছবি অথবা ছোট ক্যানভাস দিয়েও সাজাতে পারেন ডেস্ক।
স্ট্যাপলার, জেমস ক্লিপ, স্কচটেপ একটা নির্দিষ্ট স্থানে রেখে কাজ শেষে আবার আগের জায়গাতে তুলে রাখুন।
নিজের এবং দরকারি দু-ধরনের কার্ড রাখার জন্য দুটি কার্ডহোল্ডার ব্যবহার করা যায়।
যেকোনো ময়লা মুছতে যেন টিস্যু ব্যবহার করা যায় সে জন্য টিস্যুবক্স ব্যবহার করতে পারেন।
শেলফ বা ড্রয়ারে অতিরিক্ত চার্জার বা পাওয়ার ব্যাংক, কলম, নোটবুক ইত্যাদি রাখতে পারেন।
শেয়ার করুন

অফিসের টেবিলে অনেক কাগজ অগোছালোভাবে থাকা মানে কাজ করতে ভালোবাসেন এমন বোঝায় না। কাজের জায়গা সব সময় পরিষ্কার হওয়া জরুরি। কাজের জন্য ব্যবহার করা কলমদানি, ডেস্ক ক্যালেন্ডার, পছন্দসই গাছ প্রতিটি জিনিস সুন্দর করে গুছিয়ে রাখলে টেবিল সুন্দর দেখাবে, সঙ্গে কাজ করতে ভালো লাগবে।
টেবিল গুছিয়ে রাখতে আরও কিছু পরামর্শ :
টেবিলে রাখা কম্পিউটারের মনিটর অথবা ল্যাপটপ এমনভাবে বসিয়ে নিন যেন চোখে আরাম হয়। খুব বেশি কাছে বা দূরে নয়।
কাজ শেষে টেবিলের ওপর থেকে অপ্রয়োজনীয় কাগজ সরিয়ে ফেলুন।
টেবিলের পাশে অথবা ডেস্কের নিচে ঝুড়ি বা বক্স রাখুন যেন টেবিল থেকে যে কোনো জিনিস সহজেই ফেলা যায়।
টেবিলে রাখা পানির বোতল অসাবধানতায় ধাক্কা লেগে পড়ে গিয়ে কাগজপত্র ভিজে যেতে পারে। তাই বোতলের মুখ ভালো করে আটকে রাখুন।
গুরুত্বপূর্ণ জিনিস গুছিয়ে রাখতে ড্রয়ার বা শেলফ ব্যবহার করুন।
টেবিলের এক কোনায় একটি ডেস্ক ক্যালেন্ডার রাখতে পারেন। ফ্রেমে বাঁধাই করা পরিবারের ছবি অথবা ছোট ক্যানভাস দিয়েও সাজাতে পারেন ডেস্ক।
স্ট্যাপলার, জেমস ক্লিপ, স্কচটেপ একটা নির্দিষ্ট স্থানে রেখে কাজ শেষে আবার আগের জায়গাতে তুলে রাখুন।
নিজের এবং দরকারি দু-ধরনের কার্ড রাখার জন্য দুটি কার্ডহোল্ডার ব্যবহার করা যায়।
যেকোনো ময়লা মুছতে যেন টিস্যু ব্যবহার করা যায় সে জন্য টিস্যুবক্স ব্যবহার করতে পারেন।
শেলফ বা ড্রয়ারে অতিরিক্ত চার্জার বা পাওয়ার ব্যাংক, কলম, নোটবুক ইত্যাদি রাখতে পারেন।