ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না
করোনাভাইরাস নিয়ে নানা জনের নানা মত ছড়িয়ে পড়ছে দ্রুত। তথ্যের ভ্রান্তিতে কোনটা সঠিক, কোনটা ভুল তা নিয়েও বিভ্রান্তি অনেক। ভুল তথ্য ছড়ানো বন্ধে করণীয়:
জানুন : করোনা বিষয়ে ই-মেইল, হোয়াটস অ্যাপ, ফেইসবুক বা টুইটারে যে কোনো তথ্য পেলেই সেটি সত্যি হবে এবং পরিবারের সবাইকে তা জানাবেন এমনটি করা উচিত নয়। প্রতিটি তথ্য একবার নিজে পড়ুন। যদি কোনো তথ্যে সন্দেহ জাগে তা আবার জানার চেষ্টা করুন।
তথ্যের মাধ্যম : যে কোনো তথ্য অন্যের সঙ্গে শেয়ার করার আগে সেটি কোন মাধ্যম থেকে এসেছে তা জানার চেষ্টা করুন। তথ্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলে সেটি বিশ্বাসযোগ্য নয়।
মিথ্যা তথ্য : পরিচিত বড় ওয়েবসাইটের নকল বানিয়েও নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এমন হলে শুরুতে সেই নামের মূল ওয়েবসাইটে গিয়ে তথ্যের সত্যতা যাচাই করতে হবে। যদি তথ্য না পাওয়া যায় বুঝতে হবে ভিন্ন ওয়েবসাইট দিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
শেয়ার করা : ‘সত্যি হতে পারে’ এমন ধারণা নিয়ে কখনো তথ্য শেয়ার করা উচিত নয় এতে ভালোর চেয়ে খারাপ হয় বেশি। চিকিৎসক বা গবেষকদের দেওয়া তথ্য শেয়ার করা যায়, তবে যার লেখা শেয়ার করবেন তার বিষয়ে আগে কিছু তথ্য জেনে নিলে ভালো।
সতর্কতা : তিক্ত হলেও সত্য, ভাইরাল হওয়ার জন্য রাগ, দুঃখ, দুশ্চিন্তা, ভয়, আনন্দ সব বিষয়ে শেয়ার করে অনেক। আর এ ধরনের ভিডিও দেখে একজন আরেকজনকে বার্তা পাঠান। প্রতিটি ভিডিও শেয়ার করার আগে সত্যতা নিয়ে নিশ্চিত হোন।
শেয়ার করুন

করোনাভাইরাস নিয়ে নানা জনের নানা মত ছড়িয়ে পড়ছে দ্রুত। তথ্যের ভ্রান্তিতে কোনটা সঠিক, কোনটা ভুল তা নিয়েও বিভ্রান্তি অনেক। ভুল তথ্য ছড়ানো বন্ধে করণীয়:
জানুন : করোনা বিষয়ে ই-মেইল, হোয়াটস অ্যাপ, ফেইসবুক বা টুইটারে যে কোনো তথ্য পেলেই সেটি সত্যি হবে এবং পরিবারের সবাইকে তা জানাবেন এমনটি করা উচিত নয়। প্রতিটি তথ্য একবার নিজে পড়ুন। যদি কোনো তথ্যে সন্দেহ জাগে তা আবার জানার চেষ্টা করুন।
তথ্যের মাধ্যম : যে কোনো তথ্য অন্যের সঙ্গে শেয়ার করার আগে সেটি কোন মাধ্যম থেকে এসেছে তা জানার চেষ্টা করুন। তথ্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলে সেটি বিশ্বাসযোগ্য নয়।
মিথ্যা তথ্য : পরিচিত বড় ওয়েবসাইটের নকল বানিয়েও নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এমন হলে শুরুতে সেই নামের মূল ওয়েবসাইটে গিয়ে তথ্যের সত্যতা যাচাই করতে হবে। যদি তথ্য না পাওয়া যায় বুঝতে হবে ভিন্ন ওয়েবসাইট দিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
শেয়ার করা : ‘সত্যি হতে পারে’ এমন ধারণা নিয়ে কখনো তথ্য শেয়ার করা উচিত নয় এতে ভালোর চেয়ে খারাপ হয় বেশি। চিকিৎসক বা গবেষকদের দেওয়া তথ্য শেয়ার করা যায়, তবে যার লেখা শেয়ার করবেন তার বিষয়ে আগে কিছু তথ্য জেনে নিলে ভালো।
সতর্কতা : তিক্ত হলেও সত্য, ভাইরাল হওয়ার জন্য রাগ, দুঃখ, দুশ্চিন্তা, ভয়, আনন্দ সব বিষয়ে শেয়ার করে অনেক। আর এ ধরনের ভিডিও দেখে একজন আরেকজনকে বার্তা পাঠান। প্রতিটি ভিডিও শেয়ার করার আগে সত্যতা নিয়ে নিশ্চিত হোন।