শেভিং ক্রিমের নানা ব্যবহার
শেভ করার জন্যই শুধু শেভিং ক্রিম ব্যবহার করা হয় না। বাড়ির ছোটখাটো কাজে নানাভাবে শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন
স্টিলের বাসন পরিষ্কার করতেও শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন। একটি পরিষ্কার কাপড়ে শেভিং ক্রিম নিয়ে স্টিলের বাসনে ঘষুন। দেখবেন, স্টিলের বাসনগুলো চকচকে হয়ে গিয়েছে।
কার্পেট পরিষ্কারের ক্ষেত্রেও শেভিং ক্রিম ব্যবহার করা যায়। কার্পেটে শেভিং ক্রিম লাগিয়ে ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করুন।
প্রচণ্ড রোদে বাইরে বেরোলে আপনার ত্বকে সানবার্ন হতে পারে। এর ফলে ত্বক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। সানবার্ন হওয়ার কারণে ত্বক লাল হয়ে যায়, র্যায়াশ বেরোয়, ত্বকে খুব জ্বালা করে। এক্ষেত্রে আপনি শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন। প্রভাবিত জায়গাগুলোতে শেভিং ক্রিম লাগান। এতে আপনার জ্বালা কমবে।
নেলপালিশ লাগানোর সময় যদি নখের আশপাশে নেলপালিশ লেগে যায় এবং তা তুলতে আপনার কাছে রিমুভার না থাকে তবে চিন্তা করার দরকার নেই। শেভিং ক্রিমের সাহায্যে আপনি সহজেই নেলপালিশ তুলতে পারেন। যেখানে যেখানে নেলপালিশ লেগেছে সেখানে এটি লাগান, তারপরে পরিষ্কার করুন।
বিভিন্নভাবেই গহনা পরিষ্কার করা যায়। কিন্তু শেভিং ক্রিমের সাহায্যে আপনি খুব সহজেই গহনা পরিষ্কার করতে পারেন। এর জন্য, প্রথমে গহনাগুলো একটি পাত্রে রাখুন। এবার তার ওপর শেভিং ক্রিম লাগিয়ে হালকা করে ঘষুন। এরপর দশ মিনিট এভাবেই রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে মুছে নিন।
শেয়ার করুন

শেভ করার জন্যই শুধু শেভিং ক্রিম ব্যবহার করা হয় না। বাড়ির ছোটখাটো কাজে নানাভাবে শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন
স্টিলের বাসন পরিষ্কার করতেও শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন। একটি পরিষ্কার কাপড়ে শেভিং ক্রিম নিয়ে স্টিলের বাসনে ঘষুন। দেখবেন, স্টিলের বাসনগুলো চকচকে হয়ে গিয়েছে।
কার্পেট পরিষ্কারের ক্ষেত্রেও শেভিং ক্রিম ব্যবহার করা যায়। কার্পেটে শেভিং ক্রিম লাগিয়ে ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করুন।
প্রচণ্ড রোদে বাইরে বেরোলে আপনার ত্বকে সানবার্ন হতে পারে। এর ফলে ত্বক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। সানবার্ন হওয়ার কারণে ত্বক লাল হয়ে যায়, র্যায়াশ বেরোয়, ত্বকে খুব জ্বালা করে। এক্ষেত্রে আপনি শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন। প্রভাবিত জায়গাগুলোতে শেভিং ক্রিম লাগান। এতে আপনার জ্বালা কমবে।
নেলপালিশ লাগানোর সময় যদি নখের আশপাশে নেলপালিশ লেগে যায় এবং তা তুলতে আপনার কাছে রিমুভার না থাকে তবে চিন্তা করার দরকার নেই। শেভিং ক্রিমের সাহায্যে আপনি সহজেই নেলপালিশ তুলতে পারেন। যেখানে যেখানে নেলপালিশ লেগেছে সেখানে এটি লাগান, তারপরে পরিষ্কার করুন।
বিভিন্নভাবেই গহনা পরিষ্কার করা যায়। কিন্তু শেভিং ক্রিমের সাহায্যে আপনি খুব সহজেই গহনা পরিষ্কার করতে পারেন। এর জন্য, প্রথমে গহনাগুলো একটি পাত্রে রাখুন। এবার তার ওপর শেভিং ক্রিম লাগিয়ে হালকা করে ঘষুন। এরপর দশ মিনিট এভাবেই রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে মুছে নিন।