ফোনে বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে
| ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০
ফোন ব্যবহার করতে গিয়ে বিজ্ঞাপনের কারণে অনেক সময় বিরক্ত হতে হয়। এই বিজ্ঞাপন বন্ধ করার কিছু উপায় জেনে নিন স্মার্টফোনের সেটিংসে গিয়ে গুগল খুঁজে বের করুন। গুগলে গেলে ‘অ্যাডস’ লেখা একটি অপশন পাওয়া যাবে। সেই ‘অ্যাডসে’র ওপরে ক্লিক করলে ‘অ্যাডস পারসোনালাইজড’ নামে একটি অপশন আসবে। সেটি অন করলে ‘ইউর অ্যাডভারটাইজিং আইডি’ নতুন একটি অপশন আসবে। এই আইডি রিসেট করে দিলে এই ‘অ্যাডভারটাইজিং আইডি’টি পরিবর্তিত হয়ে যাবে। এভাবে ফোন থেকে অ্যাড বন্ধ করা যায়।
ব্রাউজারের মাধ্যমেও অ্যাড বন্ধ করা যায়। ক্রোম’ ব্রাউজারে গিয়ে ‘মাই অ্যাক্টিভিটি’ নামের সাইটটি সার্চ করুন। ফলাফল আসার পর ‘ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি’তে ঢুকবেন। এটাতে যাওয়ার পরে এই সাইটের বাম পাশে ওপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন। সেখান থেকে ‘অ্যাক্টিভিটি কন্ট্রোল’ নামের একটি অপশনে গিয়ে ‘অ্যাডস’ এ ক্লিক করুন। দেখবেন ‘অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন’ অপশন আছে। এটিকে অফ করে দিন। এরপর ওপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুটায় চাপ দিয়ে সেটিংসে গিয়ে নিচে ‘সাইড সেটিংস’ নামে একটি অপশন দেখা যাবে। এখানে ‘কুকিজ’ নামের অপশনে ‘ব্লক থার্ড পার্টি কুকিজ’ নামের একটি অপশন রয়েছে। সেটি অন করে দিলে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে।
শেয়ার করুন
| ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০

ফোন ব্যবহার করতে গিয়ে বিজ্ঞাপনের কারণে অনেক সময় বিরক্ত হতে হয়। এই বিজ্ঞাপন বন্ধ করার কিছু উপায় জেনে নিন স্মার্টফোনের সেটিংসে গিয়ে গুগল খুঁজে বের করুন। গুগলে গেলে ‘অ্যাডস’ লেখা একটি অপশন পাওয়া যাবে। সেই ‘অ্যাডসে’র ওপরে ক্লিক করলে ‘অ্যাডস পারসোনালাইজড’ নামে একটি অপশন আসবে। সেটি অন করলে ‘ইউর অ্যাডভারটাইজিং আইডি’ নতুন একটি অপশন আসবে। এই আইডি রিসেট করে দিলে এই ‘অ্যাডভারটাইজিং আইডি’টি পরিবর্তিত হয়ে যাবে। এভাবে ফোন থেকে অ্যাড বন্ধ করা যায়।
ব্রাউজারের মাধ্যমেও অ্যাড বন্ধ করা যায়। ক্রোম’ ব্রাউজারে গিয়ে ‘মাই অ্যাক্টিভিটি’ নামের সাইটটি সার্চ করুন। ফলাফল আসার পর ‘ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি’তে ঢুকবেন। এটাতে যাওয়ার পরে এই সাইটের বাম পাশে ওপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন। সেখান থেকে ‘অ্যাক্টিভিটি কন্ট্রোল’ নামের একটি অপশনে গিয়ে ‘অ্যাডস’ এ ক্লিক করুন। দেখবেন ‘অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন’ অপশন আছে। এটিকে অফ করে দিন। এরপর ওপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুটায় চাপ দিয়ে সেটিংসে গিয়ে নিচে ‘সাইড সেটিংস’ নামে একটি অপশন দেখা যাবে। এখানে ‘কুকিজ’ নামের অপশনে ‘ব্লক থার্ড পার্টি কুকিজ’ নামের একটি অপশন রয়েছে। সেটি অন করে দিলে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে।