স্মার্ট পিলবক্স জানাবে ওষুধ খাওয়ার সময়
অনেকেই প্রতিদিন ওষুধ খান। কিন্তু অনেক সময় কাজের চাপে ভুলে যান সময় মতো ওষুধ খেতে। বয়োবৃদ্ধ যারা আছেন তাদের জন্যও ওষুধ খাওয়ার সময় মনে রাখার কাজটি বেশ ঝক্কির। এ সমস্যা সমাধানে এলো স্মার্ট পিলবক্স। স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকা এই পিলবক্স জানিয়ে দেবে ওষুধ খাওয়ার সময়। সময় হলেই স্মার্টফোনে মেসেজ পাঠাবে স্মার্ট পিলবক্স। দুটো সাইজে পাওয়া যাচ্ছে এই পিলবক্স। ছোট পিলবক্সে আছে চারটি ওষুধ রাখার চারটি স্লট এবং বড়টিতে আছে আটটি স্লট। মোবাইলে ইনস্টল করা অ্যাপে কোন ওষুধ কখন খেতে হবে সেটি সেট করে দিতে হয়। ওই অনুযায়ী পিলবক্সে স্লট অনুসারে ওষুধ রেখে দিতে হয়। কোন স্লটে কোন ওষুধ রাখা ছিল সেটি ভুলে গেলেও চিন্তার কিছু নেই। ওষুধ খাওয়ার সময় হলে কোন স্লট থেকে ওষুধ খেতে হবে সেটিও জানিয়ে দেবে এই স্মার্ট পিলবক্স। এমনকি কোনো স্লটে ওষুধ না থাকলে সেটিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানাবে। পিলবক্স রেখে বাইরে চলে যাওয়ার সুযোগ নেই কারও। কারণ আপনার পিলবক্স আপনার সঙ্গে না থাকলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম দেওয়া শুরু করবে সেটি। একবার সবকিছু সেট করা হয়ে গেলে স্মার্টফোন ছাড়াও ব্যবহার করা যাবে। আপনি কোন ওষুধ খেতে ভুলে যাচ্ছেন, কোন ওষুধ খাচ্ছেন না সেটির তালিকাও সংরক্ষণ করে আপনাকে জানাবে স্মার্ট পিলবক্স।
২০১৮ সাল থেকে দুবছরের টানা প্রচেষ্টার ফলে ‘ডেফি : ডোন্ট এভার ফরগেট ইট’ কোম্পানি এই স্মার্ট পিলবক্স বাজারে আনতে সক্ষম হয়েছে। প্রজেক্টটির প্রধান কর্মকর্তা দোইয়ান জানান, ‘ওষুধ খাওয়ার সময় ভুলে না গিয়ে সবাই যেন ঠিকঠাক সময়ে ওষুধ খেতে পারে সে বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি। আশা করছি আমাদের এই পদক্ষেপ সবার উপকারে আসবে’।
শেয়ার করুন

অনেকেই প্রতিদিন ওষুধ খান। কিন্তু অনেক সময় কাজের চাপে ভুলে যান সময় মতো ওষুধ খেতে। বয়োবৃদ্ধ যারা আছেন তাদের জন্যও ওষুধ খাওয়ার সময় মনে রাখার কাজটি বেশ ঝক্কির। এ সমস্যা সমাধানে এলো স্মার্ট পিলবক্স। স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকা এই পিলবক্স জানিয়ে দেবে ওষুধ খাওয়ার সময়। সময় হলেই স্মার্টফোনে মেসেজ পাঠাবে স্মার্ট পিলবক্স। দুটো সাইজে পাওয়া যাচ্ছে এই পিলবক্স। ছোট পিলবক্সে আছে চারটি ওষুধ রাখার চারটি স্লট এবং বড়টিতে আছে আটটি স্লট। মোবাইলে ইনস্টল করা অ্যাপে কোন ওষুধ কখন খেতে হবে সেটি সেট করে দিতে হয়। ওই অনুযায়ী পিলবক্সে স্লট অনুসারে ওষুধ রেখে দিতে হয়। কোন স্লটে কোন ওষুধ রাখা ছিল সেটি ভুলে গেলেও চিন্তার কিছু নেই। ওষুধ খাওয়ার সময় হলে কোন স্লট থেকে ওষুধ খেতে হবে সেটিও জানিয়ে দেবে এই স্মার্ট পিলবক্স। এমনকি কোনো স্লটে ওষুধ না থাকলে সেটিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানাবে। পিলবক্স রেখে বাইরে চলে যাওয়ার সুযোগ নেই কারও। কারণ আপনার পিলবক্স আপনার সঙ্গে না থাকলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম দেওয়া শুরু করবে সেটি। একবার সবকিছু সেট করা হয়ে গেলে স্মার্টফোন ছাড়াও ব্যবহার করা যাবে। আপনি কোন ওষুধ খেতে ভুলে যাচ্ছেন, কোন ওষুধ খাচ্ছেন না সেটির তালিকাও সংরক্ষণ করে আপনাকে জানাবে স্মার্ট পিলবক্স।
২০১৮ সাল থেকে দুবছরের টানা প্রচেষ্টার ফলে ‘ডেফি : ডোন্ট এভার ফরগেট ইট’ কোম্পানি এই স্মার্ট পিলবক্স বাজারে আনতে সক্ষম হয়েছে। প্রজেক্টটির প্রধান কর্মকর্তা দোইয়ান জানান, ‘ওষুধ খাওয়ার সময় ভুলে না গিয়ে সবাই যেন ঠিকঠাক সময়ে ওষুধ খেতে পারে সে বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি। আশা করছি আমাদের এই পদক্ষেপ সবার উপকারে আসবে’।