ফাইল শেয়ারিং অভিজ্ঞতাকে বৈচিত্র্যময় করবে শেয়ারইট
| ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
বিগত বছর কভিড-১৯ প্রাদুর্ভাবের পর সারা বিশ্বের মানুষের জীবনে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ফলে ইলেকট্রনিক ডিভাইসের ওপর নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক মহামারীর ফলে চলাফেরায় বিধিনিষেধ ও যে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছিল, ফলে মানুষ বেশিরভাগ সময় ঘরে থাকতে এবং মানুষের সঙ্গে কম আর বিভিন্ন গ্যাজেটের সঙ্গে বেশি সময় কাটাতে অভ্যস্ত হয়ে গেছি।
বৈশ্বিক মহামারী চলাকালীন ডিভাইস ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের ধরনে পরিবর্তন আসার সঙ্গে একাধিক কাজ এক অ্যাপে করা যায় এমন অ্যাপের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। নির্বিঘেœ ফাইল-শেয়ারিংয়ের এক অনন্য অ্যাপ হিসেবে যাত্রা শুরু করেছিল শেয়ারইট। কিন্তু বর্তমানে এতে আরও অনেক কিছু করা যায়। শেয়ারইটে অনলাইন গেমিং ও শর্ট ভিডিওর মাধ্যমে যেমন বিনোদন লাভ করা যায়, তেমনি অপারেটিং সিস্টেমের কোনো রকম বাধা ছাড়াই একাধিক ডিভাইসের মধ্যে ফাইল শেয়ার করা যায়।
এছাড়াও, অন্যান্য অ্যাপ ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার ও বিজ্ঞাপন দেওয়ার জন্য শেয়ারইট এক অসাধারণ প্ল্যাটফর্ম। একাধিক কাজে ব্যবহার উপযোগী অ্যাপ হিসেবে সবার জন্যই শেয়ারইটে কিছু না কিছু আছে। অ্যাপটির কার্যকারিতার জন্য, বিশ্বব্যাপী ডাউনলোডের ক্ষেত্রে অ্যাপ অ্যানি অনুযায়ী এটি চলতি বছরের দ্রুত বর্ধনশীল অ্যাপের তালিকায় শীর্ষ ৯ অবস্থানে রয়েছে।
শেয়ার করুন
| ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

বিগত বছর কভিড-১৯ প্রাদুর্ভাবের পর সারা বিশ্বের মানুষের জীবনে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ফলে ইলেকট্রনিক ডিভাইসের ওপর নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক মহামারীর ফলে চলাফেরায় বিধিনিষেধ ও যে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছিল, ফলে মানুষ বেশিরভাগ সময় ঘরে থাকতে এবং মানুষের সঙ্গে কম আর বিভিন্ন গ্যাজেটের সঙ্গে বেশি সময় কাটাতে অভ্যস্ত হয়ে গেছি।
বৈশ্বিক মহামারী চলাকালীন ডিভাইস ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের ধরনে পরিবর্তন আসার সঙ্গে একাধিক কাজ এক অ্যাপে করা যায় এমন অ্যাপের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। নির্বিঘেœ ফাইল-শেয়ারিংয়ের এক অনন্য অ্যাপ হিসেবে যাত্রা শুরু করেছিল শেয়ারইট। কিন্তু বর্তমানে এতে আরও অনেক কিছু করা যায়। শেয়ারইটে অনলাইন গেমিং ও শর্ট ভিডিওর মাধ্যমে যেমন বিনোদন লাভ করা যায়, তেমনি অপারেটিং সিস্টেমের কোনো রকম বাধা ছাড়াই একাধিক ডিভাইসের মধ্যে ফাইল শেয়ার করা যায়।
এছাড়াও, অন্যান্য অ্যাপ ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার ও বিজ্ঞাপন দেওয়ার জন্য শেয়ারইট এক অসাধারণ প্ল্যাটফর্ম। একাধিক কাজে ব্যবহার উপযোগী অ্যাপ হিসেবে সবার জন্যই শেয়ারইটে কিছু না কিছু আছে। অ্যাপটির কার্যকারিতার জন্য, বিশ্বব্যাপী ডাউনলোডের ক্ষেত্রে অ্যাপ অ্যানি অনুযায়ী এটি চলতি বছরের দ্রুত বর্ধনশীল অ্যাপের তালিকায় শীর্ষ ৯ অবস্থানে রয়েছে।