ট্রুকলারে কল রেকর্ড সুবিধা
অপরিচিত নম্বরের কলার আইডি জানার জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। বিশ্বে এই অ্যাপটি ব্যবহার করেন ২২ কোটিরও বেশি মানুষ। সম্প্রতি একগুচ্ছ নতুন ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। ট্রুকলারের ১২ ভার্সনে পাওয়া যাবে নতুন ফিচার। ফিচারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অডিও কল ও ভিডিও কল রেকর্ডিং করা যাবে। এ ছাড়া আছে কল অ্যানাউন্সের সুবিধা। নতুন ফিচারে ভুয়া কলেরও নোটিফিকেশন জানা যাবে। ২২ কোটির বেশি মানুষ প্রতিদিন যোগাযোগের জন্য ট্রুকলারের ওপরে ভরসা করেন। ব্যক্তিগত ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সমান জনপ্রিয় এই অ্যাপ।
ভিডিও কলার আইডি : ভিডিও কলার আইডির মাধ্যমে একটি ছোট ভিডিও রেকর্ড করা যাবে। আপনি যখন বন্ধু অথবা পরিবারের সদস্যদের ফোন করবেন তখন এই ভিডিও কলার আইডি হিসেবে চলতে শুরু করবে। সেলফি ভিডিও তৈরি করার সঙ্গে বিল্ট ইন টেমপ্লেট থেকে যেকোনো ভিডিও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
ফোনে ট্রুকলারে অ্যাপ আপডেট করে সেটিংস > কলার আইডি থেকে এই ফিচার এনেবেল করা যাবে। শুধু ফোনবুকে সেভ থাকা কন্টাক্ট ও ভেরিফায়েড বিজনেস অ্যাকাউন্ট থেকে ফোন এলেই ভিডিও কলার আইডি দেখা যাবে।
কল রেকর্ডিং : কল রেকর্ডিংয়ের মাধ্যমে সব ইনকামিং ও আউটগোয়িং কল রেকর্ড করা যাবে। সব রেকর্ডিং স্মার্টফোনে সেভ হবে। আগে প্রিমিয়াম গ্রাহকরা অতিরিক্ত খরচ করে এই ফিচার ব্যবহার করতেন। এবার বিনা মূল্যে ব্যবহার করা যাবে ট্রুকলারের কল রেকর্ডিং ফিচার। এজন্য স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ৫.০ অথবা বেশি ভার্সন থাকতে হবে।
কল অ্যানাউন্স : এই ফিচার ব্যবহার করে ফোনের দিকে না তাকিয়েই জেনে নেওয়া যাবে কে ফোন করেছেন। কলারের নাম পড়ে শোনাবে ট্রুকলার। তবে এই ফিচার শুধু প্রিমিয়াম ও গোল্ড সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারবেন।
ভুতুড়ে কল : এই ফিচারে ব্যবহারকারীরা যেকোনো নাম, নম্বর ও ছবি সেট করে ফোনে ভুয়া কল দেখাতে পারবেন। ধরে নিন আপনি কোনো জায়গায় আটকে পড়েছেন। তখন আপনি কোনো ব্যক্তির ছবি ও ফোন নম্বর বসিয়ে ফেক কল দেখাতে পারবেন।
শেয়ার করুন

অপরিচিত নম্বরের কলার আইডি জানার জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। বিশ্বে এই অ্যাপটি ব্যবহার করেন ২২ কোটিরও বেশি মানুষ। সম্প্রতি একগুচ্ছ নতুন ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। ট্রুকলারের ১২ ভার্সনে পাওয়া যাবে নতুন ফিচার। ফিচারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অডিও কল ও ভিডিও কল রেকর্ডিং করা যাবে। এ ছাড়া আছে কল অ্যানাউন্সের সুবিধা। নতুন ফিচারে ভুয়া কলেরও নোটিফিকেশন জানা যাবে। ২২ কোটির বেশি মানুষ প্রতিদিন যোগাযোগের জন্য ট্রুকলারের ওপরে ভরসা করেন। ব্যক্তিগত ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সমান জনপ্রিয় এই অ্যাপ।
ভিডিও কলার আইডি : ভিডিও কলার আইডির মাধ্যমে একটি ছোট ভিডিও রেকর্ড করা যাবে। আপনি যখন বন্ধু অথবা পরিবারের সদস্যদের ফোন করবেন তখন এই ভিডিও কলার আইডি হিসেবে চলতে শুরু করবে। সেলফি ভিডিও তৈরি করার সঙ্গে বিল্ট ইন টেমপ্লেট থেকে যেকোনো ভিডিও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
ফোনে ট্রুকলারে অ্যাপ আপডেট করে সেটিংস > কলার আইডি থেকে এই ফিচার এনেবেল করা যাবে। শুধু ফোনবুকে সেভ থাকা কন্টাক্ট ও ভেরিফায়েড বিজনেস অ্যাকাউন্ট থেকে ফোন এলেই ভিডিও কলার আইডি দেখা যাবে।
কল রেকর্ডিং : কল রেকর্ডিংয়ের মাধ্যমে সব ইনকামিং ও আউটগোয়িং কল রেকর্ড করা যাবে। সব রেকর্ডিং স্মার্টফোনে সেভ হবে। আগে প্রিমিয়াম গ্রাহকরা অতিরিক্ত খরচ করে এই ফিচার ব্যবহার করতেন। এবার বিনা মূল্যে ব্যবহার করা যাবে ট্রুকলারের কল রেকর্ডিং ফিচার। এজন্য স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ৫.০ অথবা বেশি ভার্সন থাকতে হবে।
কল অ্যানাউন্স : এই ফিচার ব্যবহার করে ফোনের দিকে না তাকিয়েই জেনে নেওয়া যাবে কে ফোন করেছেন। কলারের নাম পড়ে শোনাবে ট্রুকলার। তবে এই ফিচার শুধু প্রিমিয়াম ও গোল্ড সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারবেন।
ভুতুড়ে কল : এই ফিচারে ব্যবহারকারীরা যেকোনো নাম, নম্বর ও ছবি সেট করে ফোনে ভুয়া কল দেখাতে পারবেন। ধরে নিন আপনি কোনো জায়গায় আটকে পড়েছেন। তখন আপনি কোনো ব্যক্তির ছবি ও ফোন নম্বর বসিয়ে ফেক কল দেখাতে পারবেন।