ঘরে যেসব গাছ থাকলে মশা কমে
| ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
মশার উপদ্রব সবচেয়ে বাড়ে শীতে। ঘরে-বাইরে সব জায়গায় ছোট্ট রক্তখেকো পতঙ্গটির জ্বালায় টেকা দায় হয়। বাইরে যাই হোক ঘরে মশার উপদ্রব বাড়লে হয় সবচেয়ে বেশি সমস্যা। মশা নিধনে তাই অনেকে কয়েলসহ নানা রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন মশা তাড়াতে। তবে ঘরে কিছু গাছ থাকলেই মশা কমে। জেনে রাখুন তেমন কিছু গাছ
গাঁদা
শীতের ফুলগুলোর মধ্যে অন্যতম গাঁদা। যদিও এখন বছরজুড়েই কম বেশি এ ফুল হয়। একসময় বিয়ের অনুষ্ঠানে অতি আবশ্যক ফুলটির গাছ মশা তাড়াতেও উস্তাদ। এই ফুলে এমন এক গন্ধ রয়েছে, যার কারণে মশা, পিঁপড়া, মাছি এমনকি কচি পাতা খাওয়া পোকাও এই গাছে বসে না।
ল্যাভেন্ডার
মশা তাড়াতে ল্যাভেন্ডার গাছ খুবই উপকারী। বলা হয়, এই গাছের গন্ধে কোনো কীটপতঙ্গ আশপাশে আসতে পারে না। এমনকি ইঁদুরও ক্ষতি করে না এই গাছের। তাই ঘরের যেখানে রোদ পড়ে, সেই জায়গায় এ গাছ রেখে দিতে পারেন। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বিরক্তিকর পতঙ্গটিও তাড়াবে।
পুদিনা
আমাদের খাদ্যতালিকায় অন্যতম জনপ্রিয় পুদিনাপাতা। বৈজ্ঞানিকভাবেও পুদিনাপাতার গুণাবলির বিষয়টি প্রমাণিত। মশা তাড়াতেও এই পাতা খুবই উপকারী। তাই ঘরে রাখতে পারেন এ গাছ। খাবারে তৃপ্তি আনার পাশাপাশি শান্তিও আনবে।
রোজমেরি
গরম ও আর্দ্র পরিবেশে রোজমেরিগাছ সব থেকে ভালো হয়। আবার এই গাছের গন্ধে মাছি, মশা কোনো কিছুই ধারে-কাছে ঘেঁষতে পারে না।
শেয়ার করুন
| ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

মশার উপদ্রব সবচেয়ে বাড়ে শীতে। ঘরে-বাইরে সব জায়গায় ছোট্ট রক্তখেকো পতঙ্গটির জ্বালায় টেকা দায় হয়। বাইরে যাই হোক ঘরে মশার উপদ্রব বাড়লে হয় সবচেয়ে বেশি সমস্যা। মশা নিধনে তাই অনেকে কয়েলসহ নানা রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন মশা তাড়াতে। তবে ঘরে কিছু গাছ থাকলেই মশা কমে। জেনে রাখুন তেমন কিছু গাছ
গাঁদা
শীতের ফুলগুলোর মধ্যে অন্যতম গাঁদা। যদিও এখন বছরজুড়েই কম বেশি এ ফুল হয়। একসময় বিয়ের অনুষ্ঠানে অতি আবশ্যক ফুলটির গাছ মশা তাড়াতেও উস্তাদ। এই ফুলে এমন এক গন্ধ রয়েছে, যার কারণে মশা, পিঁপড়া, মাছি এমনকি কচি পাতা খাওয়া পোকাও এই গাছে বসে না।
ল্যাভেন্ডার
মশা তাড়াতে ল্যাভেন্ডার গাছ খুবই উপকারী। বলা হয়, এই গাছের গন্ধে কোনো কীটপতঙ্গ আশপাশে আসতে পারে না। এমনকি ইঁদুরও ক্ষতি করে না এই গাছের। তাই ঘরের যেখানে রোদ পড়ে, সেই জায়গায় এ গাছ রেখে দিতে পারেন। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বিরক্তিকর পতঙ্গটিও তাড়াবে।
পুদিনা
আমাদের খাদ্যতালিকায় অন্যতম জনপ্রিয় পুদিনাপাতা। বৈজ্ঞানিকভাবেও পুদিনাপাতার গুণাবলির বিষয়টি প্রমাণিত। মশা তাড়াতেও এই পাতা খুবই উপকারী। তাই ঘরে রাখতে পারেন এ গাছ। খাবারে তৃপ্তি আনার পাশাপাশি শান্তিও আনবে।
রোজমেরি
গরম ও আর্দ্র পরিবেশে রোজমেরিগাছ সব থেকে ভালো হয়। আবার এই গাছের গন্ধে মাছি, মশা কোনো কিছুই ধারে-কাছে ঘেঁষতে পারে না।