লোকেশন ট্র্যাকিংয়ের একাধিক ফিচার বন্ধ হচ্ছে
| ১৪ মে, ২০২২ ০০:০০
বেশ কয়েকটি ফিচার বন্ধ করছে ফেইসবুক। ‘রিয়েল-টাইম লোকেশন’ দেখা যায় এমন সব ফিচার। এসব ফিচারের ‘ব্যবহার কম’ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। ফিচারগুলোর মধ্যে রয়েছে ‘নিয়ারবাই ফ্রেন্ডস’, ‘ওয়েদার অ্যালার্টস’, ‘লোকেশন হিস্টরি’ এবং ‘ব্যাকগ্রাউন্ড লোকেশন’। এসব ফিচার বন্ধের বিষয়টি উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ‘৯ টু ৫ গুগল’-এর প্রতিবেদনে।
‘৯ টু ৫ গুগল’-এর প্রতিবেদন বলছে, যারা এসব ফিচার ব্যবহার করেছেন, তাদের কাছে ফেইসবুকের তরফ থেকে একটি বার্তা পাঠানো হয়েছে। বার্তায় ফেইসবুক বলছে, আগামী ৩১ মে থেকে ফিচারগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ডেটা সংগ্রহ বন্ধ করে দেবে এবং ১ আগস্ট থেকে সংরক্ষিত সব ডেটা মুছে ফেলবে। ‘ব্যবহার কম হওয়ার কারণে আমরা কয়েকটি লোকেশনভিত্তিক ফিচার ফেইসবুক থেকে সরিয়ে ফেলছি।’ ইমেইলের বিবৃতিতে জানিয়েছেন মেটা মুখপাত্র এমিল ভ্যাসকেজ।
‘তবে, কীভাবে ব্যবহারকারীর লোকেশনের তথ্য সংগ্রহ ও ব্যবহৃত হচ্ছে, সেটি দেখতে লোকেশন সার্ভিসেস সেবাটি তারা এখনো ব্যবহার করতে পারবেন।’ তার মানে এই নয়, ফেইসবুক সামগ্রিকভাবে ‘লোকেশন ডেটা’ সংগ্রহ বন্ধ করে দেবে। কারণ, ব্যবহারকারীদের পাঠানো সেই বার্তায় ফেইসবুক উল্লেখ করেছে, প্রাসঙ্গিক বিজ্ঞাপন এবং লোকেশন ‘চেক-ইন’-এর ক্ষেত্রে, নিজস্ব ডেটা নীতিকে অনুসরণ করে, তারা অন্যান্য উপায়ে ডেটা সংগ্রহ চালিয়ে যাবে।
যদিও প্ল্যাটফর্মটির ‘সেটিংস’ এবং ‘প্রাইভেসি মেন্যু’তে থাকা যেকোনো লোকেশন ডেটা ব্যবহারকারী দেখতে, ডাউনলোড করতে বা মুছতে পারবেন। অন্যথায়, ফেইসবুক সেই ডেটা ১ আগস্ট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ। ব্যবহারকারীর ডেটা নিরাপদ রাখার বিষয়ে ফেইসবুকের সুনামে ঘাটতি থাকলেও, সামাজিক মাধ্যমটি থেকে লোকেশনভিত্তিক সেবা সরানোকে স্বস্তিদায়ক হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ। ২০১৯ সালে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ব্যাকগ্রাউন্ড লোকেশন বন্ধ করার সুবিধা দিয়েছিল ফেইসবুক। সে সময়, কোনো ব্যবহারকারী ‘ঝুঁকিপূর্ণ’ কার্যক্রম করছে কি না সেটি নিশ্চিত করতে লোকেশন নজরদারির অভিযোগ এসেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
শেয়ার করুন
| ১৪ মে, ২০২২ ০০:০০

বেশ কয়েকটি ফিচার বন্ধ করছে ফেইসবুক। ‘রিয়েল-টাইম লোকেশন’ দেখা যায় এমন সব ফিচার। এসব ফিচারের ‘ব্যবহার কম’ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। ফিচারগুলোর মধ্যে রয়েছে ‘নিয়ারবাই ফ্রেন্ডস’, ‘ওয়েদার অ্যালার্টস’, ‘লোকেশন হিস্টরি’ এবং ‘ব্যাকগ্রাউন্ড লোকেশন’। এসব ফিচার বন্ধের বিষয়টি উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ‘৯ টু ৫ গুগল’-এর প্রতিবেদনে।
‘৯ টু ৫ গুগল’-এর প্রতিবেদন বলছে, যারা এসব ফিচার ব্যবহার করেছেন, তাদের কাছে ফেইসবুকের তরফ থেকে একটি বার্তা পাঠানো হয়েছে। বার্তায় ফেইসবুক বলছে, আগামী ৩১ মে থেকে ফিচারগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ডেটা সংগ্রহ বন্ধ করে দেবে এবং ১ আগস্ট থেকে সংরক্ষিত সব ডেটা মুছে ফেলবে। ‘ব্যবহার কম হওয়ার কারণে আমরা কয়েকটি লোকেশনভিত্তিক ফিচার ফেইসবুক থেকে সরিয়ে ফেলছি।’ ইমেইলের বিবৃতিতে জানিয়েছেন মেটা মুখপাত্র এমিল ভ্যাসকেজ।
‘তবে, কীভাবে ব্যবহারকারীর লোকেশনের তথ্য সংগ্রহ ও ব্যবহৃত হচ্ছে, সেটি দেখতে লোকেশন সার্ভিসেস সেবাটি তারা এখনো ব্যবহার করতে পারবেন।’ তার মানে এই নয়, ফেইসবুক সামগ্রিকভাবে ‘লোকেশন ডেটা’ সংগ্রহ বন্ধ করে দেবে। কারণ, ব্যবহারকারীদের পাঠানো সেই বার্তায় ফেইসবুক উল্লেখ করেছে, প্রাসঙ্গিক বিজ্ঞাপন এবং লোকেশন ‘চেক-ইন’-এর ক্ষেত্রে, নিজস্ব ডেটা নীতিকে অনুসরণ করে, তারা অন্যান্য উপায়ে ডেটা সংগ্রহ চালিয়ে যাবে।
যদিও প্ল্যাটফর্মটির ‘সেটিংস’ এবং ‘প্রাইভেসি মেন্যু’তে থাকা যেকোনো লোকেশন ডেটা ব্যবহারকারী দেখতে, ডাউনলোড করতে বা মুছতে পারবেন। অন্যথায়, ফেইসবুক সেই ডেটা ১ আগস্ট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ। ব্যবহারকারীর ডেটা নিরাপদ রাখার বিষয়ে ফেইসবুকের সুনামে ঘাটতি থাকলেও, সামাজিক মাধ্যমটি থেকে লোকেশনভিত্তিক সেবা সরানোকে স্বস্তিদায়ক হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ। ২০১৯ সালে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ব্যাকগ্রাউন্ড লোকেশন বন্ধ করার সুবিধা দিয়েছিল ফেইসবুক। সে সময়, কোনো ব্যবহারকারী ‘ঝুঁকিপূর্ণ’ কার্যক্রম করছে কি না সেটি নিশ্চিত করতে লোকেশন নজরদারির অভিযোগ এসেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।