বিতাড়িত ম্যারাডোনা
ক্রীড়া প্রতিবেদক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বাড়ি কিনে দিলেন বান্ধবীকে, সেই বাড়ি থেকেই বিতাড়িত হলেন ডিয়েগো ম্যারাডোনা। অবাক হওয়ার বিষয় হলো, বান্ধবী রোসিও অলিভাই সাবেক আর্জেন্টিনা লিজেন্ডকে বের করে দিয়েছেন। দীর্ঘদিন ধরেই ম্যারাডোনার সঙ্গে বনিবনা হচ্ছিল না অলিভার। অবশেষে এই পরিণতি। আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে দেশটির সাংবাদিক লিও পেকোরারো এ ঘটনা প্রকাশ্যে আনেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের অভিজাত এলাকা বেয়া-ভিস্তা। সেখানের একটি বাড়ি বান্ধবীকে উপহার দিয়েছিলেন ম্যারাডোনা। ২০১২ সালে অলিভার সঙ্গে সম্পর্ক শুরু হয় এ ফুটবল কিংবদন্তির। রাশিয়া বিশ্বকাপে ১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকার সঙ্গেই ছিলেন ২৮ বছরের তরুণী। ৫৮ বছর বয়সী ম্যারাডোনা থেকে ৩০ বছরের ছোট অলিভা তার প্রেমিককে আঘাত করেছেন বলেও জানান পেকোরারো। সম্প্রতি মেক্সিকোর একটি দলের কোচ হয়েছেন এ আর্জেন্টাইন। দায়িত্বের প্রয়োজনে তাকে মেক্সিকো যেতেই হতো। কিন্তু অলিভা কোনোভাবেই আর্জেন্টিনা ছাড়বেন না। তাই ম্যারাডোনাকেই বাড়ি থেকে বের করে দিলেন।
হ্যাজার্ডের শাস্তি!
ফুটবলাররা যে সবসময় শুধু ফুটবলই খেলেন এমনটি ভাবা মোটেও ঠিক নয়। ফুটবল খেলার সঙ্গে ডার্ট গেমটাও ভালোই খেলতে পারেন ইডেন হ্যাজার্ড, উইলিয়ানরা। আজ থেকে শুরু হওয়া ডার্টের পিডিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ উপলক্ষে গতকাল ডার্ট খেলায় মেতে ওঠেন চেলসির চার তারকা ফুটবলার। বেলজিয়ান হ্যাজার্ড, ব্রাজিলিয়ান উইলিয়ান, ইতালির জর্জিনহো এবং আর্জেন্টাইন গোলকিপার উইলি কাবায়েরো দুই দলে বিভক্ত হয়ে মেতে ওঠেন এক ডার্ট চ্যালেঞ্জে। তবে শর্ত ছিল খেলায় হারলে পেতে হবে শাস্তি। লড়াইয়ে হারার পর হ্যাজার্ডের চোখ বেঁধে একটি বক্সের সামনে নিয়ে যাওয়া হয়, বক্সে রাখা ছিল রিমোর্ট কন্ট্রোলচালিত একটি মাকড়সা। বেলজিয়াম তারকা সেটায় হাত দিয়ে ভয়ে চিৎকার করেন এবং দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বাড়ি কিনে দিলেন বান্ধবীকে, সেই বাড়ি থেকেই বিতাড়িত হলেন ডিয়েগো ম্যারাডোনা। অবাক হওয়ার বিষয় হলো, বান্ধবী রোসিও অলিভাই সাবেক আর্জেন্টিনা লিজেন্ডকে বের করে দিয়েছেন। দীর্ঘদিন ধরেই ম্যারাডোনার সঙ্গে বনিবনা হচ্ছিল না অলিভার। অবশেষে এই পরিণতি। আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে দেশটির সাংবাদিক লিও পেকোরারো এ ঘটনা প্রকাশ্যে আনেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের অভিজাত এলাকা বেয়া-ভিস্তা। সেখানের একটি বাড়ি বান্ধবীকে উপহার দিয়েছিলেন ম্যারাডোনা। ২০১২ সালে অলিভার সঙ্গে সম্পর্ক শুরু হয় এ ফুটবল কিংবদন্তির। রাশিয়া বিশ্বকাপে ১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকার সঙ্গেই ছিলেন ২৮ বছরের তরুণী। ৫৮ বছর বয়সী ম্যারাডোনা থেকে ৩০ বছরের ছোট অলিভা তার প্রেমিককে আঘাত করেছেন বলেও জানান পেকোরারো। সম্প্রতি মেক্সিকোর একটি দলের কোচ হয়েছেন এ আর্জেন্টাইন। দায়িত্বের প্রয়োজনে তাকে মেক্সিকো যেতেই হতো। কিন্তু অলিভা কোনোভাবেই আর্জেন্টিনা ছাড়বেন না। তাই ম্যারাডোনাকেই বাড়ি থেকে বের করে দিলেন।
হ্যাজার্ডের শাস্তি!
ফুটবলাররা যে সবসময় শুধু ফুটবলই খেলেন এমনটি ভাবা মোটেও ঠিক নয়। ফুটবল খেলার সঙ্গে ডার্ট গেমটাও ভালোই খেলতে পারেন ইডেন হ্যাজার্ড, উইলিয়ানরা। আজ থেকে শুরু হওয়া ডার্টের পিডিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ উপলক্ষে গতকাল ডার্ট খেলায় মেতে ওঠেন চেলসির চার তারকা ফুটবলার। বেলজিয়ান হ্যাজার্ড, ব্রাজিলিয়ান উইলিয়ান, ইতালির জর্জিনহো এবং আর্জেন্টাইন গোলকিপার উইলি কাবায়েরো দুই দলে বিভক্ত হয়ে মেতে ওঠেন এক ডার্ট চ্যালেঞ্জে। তবে শর্ত ছিল খেলায় হারলে পেতে হবে শাস্তি। লড়াইয়ে হারার পর হ্যাজার্ডের চোখ বেঁধে একটি বক্সের সামনে নিয়ে যাওয়া হয়, বক্সে রাখা ছিল রিমোর্ট কন্ট্রোলচালিত একটি মাকড়সা। বেলজিয়াম তারকা সেটায় হাত দিয়ে ভয়ে চিৎকার করেন এবং দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।