নাঈমের লড়াকু সেঞ্চুরি রাহির ৬ উইকেট
ক্রীড়া প্রতিবেদক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় দিনে রাজশাহীতেই মিলল সেরা দুই পারফরমার। উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন নাঈম ইসলাম। পূর্বাঞ্চলের সেরা বোলার আবু জায়েদ রাহি। প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের করা ৪৬৬ রানের জবাবে ৩৭৭ রানে অলআউট হয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে নেমে পূর্বাঞ্চল ২ উইকেটে ৯০ রানে তৃতীয় দিন শেষ করেছে। ২৪৩ বলে ১০০ রানের লড়াকু ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে থামেন নাঈম। যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৬তম সেঞ্চুরি। এদিকে এই ফরম্যাটে ক্যারিয়ারের ১২তম পাঁচ উইকেট শিকার করেন পেসার রাহি।
চট্টগ্রামে এগিয়ে আছে দক্ষিণাঞ্চল। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দক্ষিণাঞ্চল এই ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করে। তাতে প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড পায় দলটি। দ্বিতীয় ইনিংসে নেমে ফের বিপদে মধ্যাঞ্চল। ১৮০ রানে ৫ উইকেট হারিয়ে ৪৪ রানের লিড পেলেও হার এড়াতে বড় স্কোর করতে হবে তাদের।
সংক্ষিপ্ত স্কোর
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল
পূর্বাঞ্চল ১ম ইনিংস : ৪৬৬/১০ ও ২য় ইনিংস : ৯০/২ (মমিনুল ৩২ ব্যাটিং; সানজামুল ২/৩৭)। উত্তরাঞ্চল ১ম ইনিংস : ৩৭৭/১০ (নাঈম ১০০, ধীমান ৬৮; রাহি ৬/৭৪)।
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল
মধ্যাঞ্চল ১ম ইনিংস : ২৬১/১০ ও ২য় ইনিংস : ১৮০/৫ (শুভগত ৫৫*; মেহেদি ৩/৪৪)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৩৯৭/১০ (তুষার ৭৮, রকিবুল ৬৫; সানি ৪/১২২)।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় দিনে রাজশাহীতেই মিলল সেরা দুই পারফরমার। উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন নাঈম ইসলাম। পূর্বাঞ্চলের সেরা বোলার আবু জায়েদ রাহি। প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের করা ৪৬৬ রানের জবাবে ৩৭৭ রানে অলআউট হয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে নেমে পূর্বাঞ্চল ২ উইকেটে ৯০ রানে তৃতীয় দিন শেষ করেছে। ২৪৩ বলে ১০০ রানের লড়াকু ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে থামেন নাঈম। যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৬তম সেঞ্চুরি। এদিকে এই ফরম্যাটে ক্যারিয়ারের ১২তম পাঁচ উইকেট শিকার করেন পেসার রাহি।
চট্টগ্রামে এগিয়ে আছে দক্ষিণাঞ্চল। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দক্ষিণাঞ্চল এই ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করে। তাতে প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড পায় দলটি। দ্বিতীয় ইনিংসে নেমে ফের বিপদে মধ্যাঞ্চল। ১৮০ রানে ৫ উইকেট হারিয়ে ৪৪ রানের লিড পেলেও হার এড়াতে বড় স্কোর করতে হবে তাদের।
সংক্ষিপ্ত স্কোর
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল
পূর্বাঞ্চল ১ম ইনিংস : ৪৬৬/১০ ও ২য় ইনিংস : ৯০/২ (মমিনুল ৩২ ব্যাটিং; সানজামুল ২/৩৭)। উত্তরাঞ্চল ১ম ইনিংস : ৩৭৭/১০ (নাঈম ১০০, ধীমান ৬৮; রাহি ৬/৭৪)।
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল
মধ্যাঞ্চল ১ম ইনিংস : ২৬১/১০ ও ২য় ইনিংস : ১৮০/৫ (শুভগত ৫৫*; মেহেদি ৩/৪৪)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৩৯৭/১০ (তুষার ৭৮, রকিবুল ৬৫; সানি ৪/১২২)।