পদক নিশ্চিত শাপলা-এলিনা জুটির
ক্রীড়া প্রতিবেদক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গত আসরে কোনো পদক জেতা হয়নি বাংলাদেশের। এবার তৃতীয় দিনেই পদকের নিশ্চয়তা পেয়ে গেছে স্বাগতিকরা। গতকাল শহীদ তাজউদ্দীন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনে মেয়েদের ডাবলসে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেছেন দেশের দুই সেরা শাটলার শাপলা আক্তার ও এলিনা সুলতানা। জুটি গড়ে তারা কোয়ার্টার ফাইনালে ২১-৪, ২১-৯ পয়েন্টে হারিয়েছে নেপালের জুটিকে।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গত আসরে কোনো পদক জেতা হয়নি বাংলাদেশের। এবার তৃতীয় দিনেই পদকের নিশ্চয়তা পেয়ে গেছে স্বাগতিকরা। গতকাল শহীদ তাজউদ্দীন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনে মেয়েদের ডাবলসে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেছেন দেশের দুই সেরা শাটলার শাপলা আক্তার ও এলিনা সুলতানা। জুটি গড়ে তারা কোয়ার্টার ফাইনালে ২১-৪, ২১-৯ পয়েন্টে হারিয়েছে নেপালের জুটিকে।
শেয়ার করুন