ডিকভেলার ব্যাটে শ্রীলঙ্কার লড়াই
ক্রীড়া ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে নিরোশান ডিকভেলার ব্যাটে লড়াই করার মতো স্কোর পেয়েছে শ্রীলঙ্কা। বেসিন রিজার্ভে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক নিউজিল্যান্ড। টিম সাউদির আগুনে বোলিংয়ে ৯ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে শুরুতেই ঘোর চাপে পড়ে লঙ্কানরা। সেখান থেকে দলকে টেনে তোলেন ওপেনার দিমুথ করুনারতেœ এবং সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১৩৩ রান। করুনারতেœকে (৭৯) আউট করে জুটি ভাঙেন নেইল ওয়াগনার। ৪ উইকেটে ১৬৭ রান নিয়ে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা। শেষ সেশনে আবারও শুরু হয় সাউদি শো। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল এবং ৮৩ রান করা ম্যাথিউসকে ফিরিয়ে দিয়ে ইনিংসে নিজের ৫ উইকেট পূর্ণ করেন সাউদি। ক্যারিয়ারে এটি কিউই পেসারের অষ্টমবার ৫ উইকেট। ১৮৭ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে নামা উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা এবং অলরাউন্ডার দিলরুয়ান পেরেরাই তখন দলের ভরসা। ১৬ রান করে পেরেরা যখন আউট হন দলের সংগ্রহ ২২৩ রান। এরপর বাকি ২ উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রাখেন ডিকভেলা। তার অপরাজিত ৭৩ রানে দিন শেষে অতিথিদের সংগ্রহ ৯ উইকেটে ২৭৫ রান।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে নিরোশান ডিকভেলার ব্যাটে লড়াই করার মতো স্কোর পেয়েছে শ্রীলঙ্কা। বেসিন রিজার্ভে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক নিউজিল্যান্ড। টিম সাউদির আগুনে বোলিংয়ে ৯ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে শুরুতেই ঘোর চাপে পড়ে লঙ্কানরা। সেখান থেকে দলকে টেনে তোলেন ওপেনার দিমুথ করুনারতেœ এবং সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১৩৩ রান। করুনারতেœকে (৭৯) আউট করে জুটি ভাঙেন নেইল ওয়াগনার। ৪ উইকেটে ১৬৭ রান নিয়ে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা। শেষ সেশনে আবারও শুরু হয় সাউদি শো। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল এবং ৮৩ রান করা ম্যাথিউসকে ফিরিয়ে দিয়ে ইনিংসে নিজের ৫ উইকেট পূর্ণ করেন সাউদি। ক্যারিয়ারে এটি কিউই পেসারের অষ্টমবার ৫ উইকেট। ১৮৭ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে নামা উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা এবং অলরাউন্ডার দিলরুয়ান পেরেরাই তখন দলের ভরসা। ১৬ রান করে পেরেরা যখন আউট হন দলের সংগ্রহ ২২৩ রান। এরপর বাকি ২ উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রাখেন ডিকভেলা। তার অপরাজিত ৭৩ রানে দিন শেষে অতিথিদের সংগ্রহ ৯ উইকেটে ২৭৫ রান।