লায়নে লিড অস্ট্রেলিয়ার
ক্রীড়া ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
উসমান খাজার ক্যাচ ফেললেন রাহানে। দিন শেষে অপরাজিত তিনি। তার ব্যাটেই বড় টার্গেট দেওয়ার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া সংগৃহীত
বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন। তবু পার্থে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। এটা সম্ভব হয়েছেন নাথান লায়নের পাঁচ উইকেট নেওয়ার কারণেই। তৃতীয় দিন শেষে স্বাগতিকরা ৪ উইকেটে করেছে ১৩২ রান। তৃতীয় দিন শেষে ১৭৫ রানের লিড নিয়েছে অজিরা। মোহাম্মদ শামির বলে অ্যারন ফিঞ্চ আঙুলে আঘাত নিয়ে ২৫ রানে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে এক্স-রেও করিয়েছেন। চিড় ধরা পড়েনি। তবে আঙুল ফুলে আছে। অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট মনে করছেন আজ আবার ব্যাট হাতে মাঠে নামতে পারবেন ফিঞ্চ।
পার্থের তৃতীয় দিনের সকাল শুরু হয়েছিল অজিঙ্কা রাহানের আউট দিয়ে। আগের দিনের অপরাজিত ৫১ রানেই তিনি লায়নের প্রথম শিকারে পরিণত হন। পঞ্চম উইকেটে হানুমা বিহারিকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন কোহলি। নিজের ২৫তম টেস্ট সেঞ্চুরিও পূর্ণ করেন। ডন ব্রাডম্যানের পর এত কম ইনিংস খেলে কেউ এত টেস্ট সেঞ্চুরি করতে পারেননি। কোহলি ২৫ সেঞ্চুরি করতে ১২৭ ইনিংস নিয়েছেন। ব্রাডম্যান নিয়েছিলেন ৬৮ ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে এটা কোহলির ছয় নম্বর শতক। খেলেছেন মাত্র ১৯ ইনিংস। অস্ট্রেলিয়া সফরকারী বিদেশিদের মধ্যে ৪৫ ইনিংসে ৯ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আছেন জ্যাক হবস। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ালি হ্যামন্ডের ৭ সেঞ্চুরি করতে ৩৫ ইনিংস লেগেছিল। যা হোক, কোহলির ব্যক্তিগত অর্জন দলকে লিড এনে দিতে পারেনি। ১২৩ রানে প্যাট কামিন্সের বলে হ্যান্ডসকম্বের বিতর্কিত ক্যাচের শিকার হয়েছেন। বেনিফিট অব ডাউট পাননি কোহলি। অথচ রিপ্লে দেখে ক্যাচটি নিয়ে সন্দেহ থেকেই গেছে। কোহলি আউট হওয়ার পর ভারতের ইনিংস শেষ হতে বেশি সময় লাগেনি। ২৮৩ রানে অলআউট হয়েছে তারা।
অজিরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল। শামির বলে আঙুলে আঘাত পাওয়ার পরে ৫৯ রানে অস্ট্রেলিয়া প্রথম উইকেট হারায়। এরপর শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব বেশিক্ষণ টিকতে পারেননি। অন্যপ্রান্তে অবশ্য অবিচল ছিলেন উসমান খাজা। দিন শেষে তিনি ৪১ রানে অপরাজিত। ৮ রানে ব্যাটিং করছিলেন টিম পেইন। স্বাগতিকদের স্বীকৃত ব্যাটসম্যান বলতে এখন এরা দুজনই। তবে আহত ফিঞ্চ ব্যাটিংয়ে নামলে অন্য
কথা। ভারতীয় পেসাররা বরাবর ভালো বল করেছেন। তবে লায়নের উইকেট প্রাপ্তি কোহলির দল নির্বাচনে স্পিনার না রাখাকে প্রশ্নবিদ্ধ করেছে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩২৬/১০ ও ২য় ইনিংস : ১৩২/৪ (খাজা ৪১ ব্যাটিং, হ্যারিস ২০, হেড ১৯; শামি ২/২৩, ইশান্ত ১/৩৩, বুমরাহ ১/২৫)।
ভারত ১ম ইনিংস : ২৮৩/১০ (কোহলি ১২৩, রাহানে ৫১, পন্ত ৩৬, পুজারা ২৪; লায়ন ৫/৬৭, স্টার্ক ২/৭৯, হ্যাজেলউড ২/৬৬)।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন। তবু পার্থে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। এটা সম্ভব হয়েছেন নাথান লায়নের পাঁচ উইকেট নেওয়ার কারণেই। তৃতীয় দিন শেষে স্বাগতিকরা ৪ উইকেটে করেছে ১৩২ রান। তৃতীয় দিন শেষে ১৭৫ রানের লিড নিয়েছে অজিরা। মোহাম্মদ শামির বলে অ্যারন ফিঞ্চ আঙুলে আঘাত নিয়ে ২৫ রানে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে এক্স-রেও করিয়েছেন। চিড় ধরা পড়েনি। তবে আঙুল ফুলে আছে। অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট মনে করছেন আজ আবার ব্যাট হাতে মাঠে নামতে পারবেন ফিঞ্চ।
পার্থের তৃতীয় দিনের সকাল শুরু হয়েছিল অজিঙ্কা রাহানের আউট দিয়ে। আগের দিনের অপরাজিত ৫১ রানেই তিনি লায়নের প্রথম শিকারে পরিণত হন। পঞ্চম উইকেটে হানুমা বিহারিকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন কোহলি। নিজের ২৫তম টেস্ট সেঞ্চুরিও পূর্ণ করেন। ডন ব্রাডম্যানের পর এত কম ইনিংস খেলে কেউ এত টেস্ট সেঞ্চুরি করতে পারেননি। কোহলি ২৫ সেঞ্চুরি করতে ১২৭ ইনিংস নিয়েছেন। ব্রাডম্যান নিয়েছিলেন ৬৮ ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে এটা কোহলির ছয় নম্বর শতক। খেলেছেন মাত্র ১৯ ইনিংস। অস্ট্রেলিয়া সফরকারী বিদেশিদের মধ্যে ৪৫ ইনিংসে ৯ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আছেন জ্যাক হবস। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ালি হ্যামন্ডের ৭ সেঞ্চুরি করতে ৩৫ ইনিংস লেগেছিল। যা হোক, কোহলির ব্যক্তিগত অর্জন দলকে লিড এনে দিতে পারেনি। ১২৩ রানে প্যাট কামিন্সের বলে হ্যান্ডসকম্বের বিতর্কিত ক্যাচের শিকার হয়েছেন। বেনিফিট অব ডাউট পাননি কোহলি। অথচ রিপ্লে দেখে ক্যাচটি নিয়ে সন্দেহ থেকেই গেছে। কোহলি আউট হওয়ার পর ভারতের ইনিংস শেষ হতে বেশি সময় লাগেনি। ২৮৩ রানে অলআউট হয়েছে তারা।
অজিরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল। শামির বলে আঙুলে আঘাত পাওয়ার পরে ৫৯ রানে অস্ট্রেলিয়া প্রথম উইকেট হারায়। এরপর শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব বেশিক্ষণ টিকতে পারেননি। অন্যপ্রান্তে অবশ্য অবিচল ছিলেন উসমান খাজা। দিন শেষে তিনি ৪১ রানে অপরাজিত। ৮ রানে ব্যাটিং করছিলেন টিম পেইন। স্বাগতিকদের স্বীকৃত ব্যাটসম্যান বলতে এখন এরা দুজনই। তবে আহত ফিঞ্চ ব্যাটিংয়ে নামলে অন্য
কথা। ভারতীয় পেসাররা বরাবর ভালো বল করেছেন। তবে লায়নের উইকেট প্রাপ্তি কোহলির দল নির্বাচনে স্পিনার না রাখাকে প্রশ্নবিদ্ধ করেছে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩২৬/১০ ও ২য় ইনিংস : ১৩২/৪ (খাজা ৪১ ব্যাটিং, হ্যারিস ২০, হেড ১৯; শামি ২/২৩, ইশান্ত ১/৩৩, বুমরাহ ১/২৫)।
ভারত ১ম ইনিংস : ২৮৩/১০ (কোহলি ১২৩, রাহানে ৫১, পন্ত ৩৬, পুজারা ২৪; লায়ন ৫/৬৭, স্টার্ক ২/৭৯, হ্যাজেলউড ২/৬৬)।