এই প্রথম র্যাংকিংয়ের পাঁচে মোস্তাফিজ
ক্রীড়া ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা উচ্চতায় পৌঁছলেন মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ পাঁচ বোলারের মধ্যে জায়গা করে নিলেন তিনি। আইসিসির নতুন ঘোষিত র্যাংকিংয়ে পঞ্চম স্থান দখল করেছেন ‘দ্য ফিজ’। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ভালো করার পুরস্কার পেলেন তিনি।
মোস্তাফিজের রেটিং পয়েন্ট বর্তমানে ৬৯৫, চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার সঙ্গে মাত্র ৭ পয়েন্টের দূরত্ব বাংলাদেশ পেসারের। ক্যারিবীয়দের বিপক্ষে এক ম্যাচে ৩ উইকেটসহ মোট ৫ শিকার মোস্তাফিজের। এতে তার রেটিং পয়েন্টে যোগ হয় ২৪ পয়েন্ট। সদ্য শেষ হওয়া সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে উঠেছেন মেহেদী হাসান মিরাজও। ৫৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৯ ধাপ এগিয়ে ২৮তম মিরাজ। এছাড়া মাশরাফী ৫৯৩ রেটিং পয়েন্টে ১০ ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে আছেন।
ক্রিকেটারদের বিজয় দিবসের শুভেচ্ছা
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস উদযাপনে আর সবার মতো শরিক হয়েছেন ক্রিকেটাররাও। নিজেদের ভেরিফাইড ফেইসবুক পেজে বিভিন্ন উক্তিতে দেশবাসীকে শুভেচ্ছা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা। সাকিব আল হাসান তার পেজে লিখেছেন, ‘আজ এই মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাই সেই সকল মুক্তিযোদ্ধাদের যাদের জন্য এসেছে আমাদের এই বিজয়। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।’ আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়া মাশরাফী বিন মোর্ত্তজাও শুভেচ্ছা জানিয়েছেন ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানের কয়েকটি পঙ্ক্তি তুলে দিয়ে। দেশের পতাকা হাতে নিজের বিশাল ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম। তার পেজে এ উইকেটকিপার ব্যাটসম্যান লেখেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। মহান বিজয় দিবসে সবাইকে বিজয়ের শুভেচ্ছা আর স্মরণ করি লাখো শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা।’ দেশসেরা ওপেনার তামিম ইকবাল তার পেজে একটি ছবি পোস্ট করেছেন যাতে সবুজ কাপড়ের মাঝে লাল বোতাম সেলাই করে দেশের পতাকার রূপ দেওয়া হয়েছে।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা উচ্চতায় পৌঁছলেন মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ পাঁচ বোলারের মধ্যে জায়গা করে নিলেন তিনি। আইসিসির নতুন ঘোষিত র্যাংকিংয়ে পঞ্চম স্থান দখল করেছেন ‘দ্য ফিজ’। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ভালো করার পুরস্কার পেলেন তিনি।
মোস্তাফিজের রেটিং পয়েন্ট বর্তমানে ৬৯৫, চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার সঙ্গে মাত্র ৭ পয়েন্টের দূরত্ব বাংলাদেশ পেসারের। ক্যারিবীয়দের বিপক্ষে এক ম্যাচে ৩ উইকেটসহ মোট ৫ শিকার মোস্তাফিজের। এতে তার রেটিং পয়েন্টে যোগ হয় ২৪ পয়েন্ট। সদ্য শেষ হওয়া সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে উঠেছেন মেহেদী হাসান মিরাজও। ৫৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৯ ধাপ এগিয়ে ২৮তম মিরাজ। এছাড়া মাশরাফী ৫৯৩ রেটিং পয়েন্টে ১০ ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে আছেন।
ক্রিকেটারদের বিজয় দিবসের শুভেচ্ছা
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস উদযাপনে আর সবার মতো শরিক হয়েছেন ক্রিকেটাররাও। নিজেদের ভেরিফাইড ফেইসবুক পেজে বিভিন্ন উক্তিতে দেশবাসীকে শুভেচ্ছা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা। সাকিব আল হাসান তার পেজে লিখেছেন, ‘আজ এই মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাই সেই সকল মুক্তিযোদ্ধাদের যাদের জন্য এসেছে আমাদের এই বিজয়। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।’ আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়া মাশরাফী বিন মোর্ত্তজাও শুভেচ্ছা জানিয়েছেন ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানের কয়েকটি পঙ্ক্তি তুলে দিয়ে। দেশের পতাকা হাতে নিজের বিশাল ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম। তার পেজে এ উইকেটকিপার ব্যাটসম্যান লেখেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। মহান বিজয় দিবসে সবাইকে বিজয়ের শুভেচ্ছা আর স্মরণ করি লাখো শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা।’ দেশসেরা ওপেনার তামিম ইকবাল তার পেজে একটি ছবি পোস্ট করেছেন যাতে সবুজ কাপড়ের মাঝে লাল বোতাম সেলাই করে দেশের পতাকার রূপ দেওয়া হয়েছে।