আবার শীর্ষে লিভারপুল
ক্রীড়া ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিততে না পারার আক্ষেপ কাটল লিভারপুলের। রোববার জারদান শাকিরির জোড়া ও সাদিও মানের গোলে ম্যানইউকে ৩-১-এ হারিয়েছে অল রেডরা।
ঘরের মাঠে এ সাফল্যে টানা নয় ম্যাচ পর রেড ডেভিলদের বিপক্ষে জয়ের আনন্দ পেল মার্সিসাইডের দলটি। শেষ ১৭ মিনিটের মধ্যে শাকিরির দুটি গোলই ডিফেন্ডারদের পায়ে লেগে দিক বদলে ম্যানইউর জালে জড়িয়েছে। ম্যাচ শেষে তাই নিজেদের দুর্ভাগ্যকেই দুষলেন টানা হতাশার মধ্যে থাকা দলটির কোচ হোসে মরিনহো। এ জয়ে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে উঠে গেছে ইয়ুর্গেন ক্লপের দল। এছাড়া চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে একমাত্র অপরাজিত দল হিসেবে এগিয়ে চলছে তারা।
দিনের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভের বিপক্ষে ২-১ গোলে জিতে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থান ধরে রেখেছে চেলসি। আর সাউদাম্পটনের কাছে অপ্রত্যাশিতভাবে ৩-২ গোলে হেরে গেছে আর্সেনাল। এতে ৩৪ পয়েন্টে পঞ্চম স্থানে তারা। এই হারে টানা ২২ ম্যাচে অজেয় থাকার দৌড় থামল গানারদের।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিততে না পারার আক্ষেপ কাটল লিভারপুলের। রোববার জারদান শাকিরির জোড়া ও সাদিও মানের গোলে ম্যানইউকে ৩-১-এ হারিয়েছে অল রেডরা।
ঘরের মাঠে এ সাফল্যে টানা নয় ম্যাচ পর রেড ডেভিলদের বিপক্ষে জয়ের আনন্দ পেল মার্সিসাইডের দলটি। শেষ ১৭ মিনিটের মধ্যে শাকিরির দুটি গোলই ডিফেন্ডারদের পায়ে লেগে দিক বদলে ম্যানইউর জালে জড়িয়েছে। ম্যাচ শেষে তাই নিজেদের দুর্ভাগ্যকেই দুষলেন টানা হতাশার মধ্যে থাকা দলটির কোচ হোসে মরিনহো। এ জয়ে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে উঠে গেছে ইয়ুর্গেন ক্লপের দল। এছাড়া চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে একমাত্র অপরাজিত দল হিসেবে এগিয়ে চলছে তারা।
দিনের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভের বিপক্ষে ২-১ গোলে জিতে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থান ধরে রেখেছে চেলসি। আর সাউদাম্পটনের কাছে অপ্রত্যাশিতভাবে ৩-২ গোলে হেরে গেছে আর্সেনাল। এতে ৩৪ পয়েন্টে পঞ্চম স্থানে তারা। এই হারে টানা ২২ ম্যাচে অজেয় থাকার দৌড় থামল গানারদের।