শেষ ষোলোতেই জমজমাট লড়াই
ক্রীড়া ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গত সোমবার বিকেলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হয়ে যাওয়ার পরই নড়েচড়ে বসেছে বিশ্বজুড়ে তাবৎ ফুটবলপ্রেমী। এবার যে শেষ ষোলোতেই পাওয়া যাচ্ছে জমজমাট লড়াইয়ের আবহ। এই মঞ্চেই যে দেখা হয়ে যাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবং নেইমারের দল প্যারিস সেন্ট জার্মেইয়ের। অর্থাৎ সেমিফাইনালের আগেই বিদায় নিতে হবে ইউরোপের আলোচিত দুটি দলের একটিকে। শুধু তাই নয়, সেমিফাইনালের আগে বিদায় নেওয়ার শঙ্কা আছে গতবারের রানার্সআপ লিভারপুলেরও। তাদের প্রতিপক্ষ জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে লড়বে তারা। রোনালদোর জুভেন্তাস লড়বে গ্রিজম্যানের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। আর বার্সেলোনার প্রতিপক্ষ ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও। ১২-১৩ ফেব্রুয়ারি এবং ১৯-২০ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গত সোমবার বিকেলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হয়ে যাওয়ার পরই নড়েচড়ে বসেছে বিশ্বজুড়ে তাবৎ ফুটবলপ্রেমী। এবার যে শেষ ষোলোতেই পাওয়া যাচ্ছে জমজমাট লড়াইয়ের আবহ। এই মঞ্চেই যে দেখা হয়ে যাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবং নেইমারের দল প্যারিস সেন্ট জার্মেইয়ের। অর্থাৎ সেমিফাইনালের আগেই বিদায় নিতে হবে ইউরোপের আলোচিত দুটি দলের একটিকে। শুধু তাই নয়, সেমিফাইনালের আগে বিদায় নেওয়ার শঙ্কা আছে গতবারের রানার্সআপ লিভারপুলেরও। তাদের প্রতিপক্ষ জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে লড়বে তারা। রোনালদোর জুভেন্তাস লড়বে গ্রিজম্যানের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। আর বার্সেলোনার প্রতিপক্ষ ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও। ১২-১৩ ফেব্রুয়ারি এবং ১৯-২০ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে।