সমতা ফেরাল অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
মাত্র ১৫ ওভার। পঞ্চম দিন মধ্যাহ্ন বিরতির আগেই ভারতকে ১৪০ রানে গুটিয়ে দিয়ে পার্থ টেস্ট ১৪৬ রানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে চার টেস্টের সিরিজ এখন ১-১ সমতায়।
অ্যাডিলেড টেস্ট জিতে এগিয়ে যাওয়া ভারতের সুখের সময় বেশিক্ষণ স্থায়ী হয়নি মূলত নাথান লায়নের কারণে। গতকাল শেষ হওয়া দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ৮ উইকেট নিয়েছেন এ স্পিনার। পেসসহায়ক পার্থে এমন পারফরম্যান্স গুরুত্বপূর্ণ কারণ ভারত কোনো স্পিনার খেলায়নি। পরে অবশ্য চার পেসার নিয়ে দল নির্বাচনের ভুল স্বীকার করে নিয়েছেন বিরাট কোহলি। তবে ভারতীয় পেসাররা পার্থে ভালো বোলিং করেছিল। ব্যর্থ হন তাদের ব্যাটসম্যানরা। বিরাট কোহলি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ইনিংসে কোনো ভারতীয় ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি। অজিঙ্কা রাহানে এবং ঋষভ পন্ত উভয়েই খেলেছেন ৩০ রানের ইনিংস। এটাই ছিল সর্বোচ্চ স্কোর। ভারত ৫ উইকেটে ১১২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে। গতকাল ২৮ রান যোগ করতেই শেষ হয় সফরকারীদের ইনিংস। পার্থেও ব্যর্থ হন টেলএন্ডাররা।
মার্চের নিউল্যান্ডস টেস্টের পর এটা অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়। টিম পেইনও অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতলেন। স্বভাবতই সিরিজে সমতায় ফিরে খুশি তিনি, ‘প্রথম টেস্ট হাতছাড়া হওয়ার পর এই জয় আমাদের কাছে মুক্তির চেয়েও বেশি কিছু। খেলোয়াড় এবং স্টাফদের জন্য গর্বিত। এ টেস্টে সেরা বোলার লায়ন বলেছেন, ‘এমন জয়ে ভূমিকা রাখতে পেরে দারুণ লাগছে। যখন আপনি কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানের সঙ্গে লড়াই করে তার উইকেট নেবেন সেটা অবশ্যই বিশেষ কিছু।’ কোহলি হারের পর নিজেদের ভুল স্বীকার করেছেন, ‘অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভালো ব্যাটিং করেছে। ৩৩০ (প্রথম ইনিংস ৩২৬) এ উইকেটে অনেক রান। জয়টা তাদেরই প্রাপ্য। উইকেট দেখার সময় আমরা জাদেজার কথা ভাবিনি। অথচ নাথান (লায়ন) ভালো বল করেছে। আসলে আমরা জেতার জন্য একজন স্পিনারের কথা বিবেচনা করিনি।’ সিরিজের তৃতীয় টেস্ট অর্থাৎ বক্সিং ডে টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর মেলবোর্নে।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

মাত্র ১৫ ওভার। পঞ্চম দিন মধ্যাহ্ন বিরতির আগেই ভারতকে ১৪০ রানে গুটিয়ে দিয়ে পার্থ টেস্ট ১৪৬ রানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে চার টেস্টের সিরিজ এখন ১-১ সমতায়।
অ্যাডিলেড টেস্ট জিতে এগিয়ে যাওয়া ভারতের সুখের সময় বেশিক্ষণ স্থায়ী হয়নি মূলত নাথান লায়নের কারণে। গতকাল শেষ হওয়া দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ৮ উইকেট নিয়েছেন এ স্পিনার। পেসসহায়ক পার্থে এমন পারফরম্যান্স গুরুত্বপূর্ণ কারণ ভারত কোনো স্পিনার খেলায়নি। পরে অবশ্য চার পেসার নিয়ে দল নির্বাচনের ভুল স্বীকার করে নিয়েছেন বিরাট কোহলি। তবে ভারতীয় পেসাররা পার্থে ভালো বোলিং করেছিল। ব্যর্থ হন তাদের ব্যাটসম্যানরা। বিরাট কোহলি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ইনিংসে কোনো ভারতীয় ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি। অজিঙ্কা রাহানে এবং ঋষভ পন্ত উভয়েই খেলেছেন ৩০ রানের ইনিংস। এটাই ছিল সর্বোচ্চ স্কোর। ভারত ৫ উইকেটে ১১২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে। গতকাল ২৮ রান যোগ করতেই শেষ হয় সফরকারীদের ইনিংস। পার্থেও ব্যর্থ হন টেলএন্ডাররা।
মার্চের নিউল্যান্ডস টেস্টের পর এটা অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়। টিম পেইনও অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতলেন। স্বভাবতই সিরিজে সমতায় ফিরে খুশি তিনি, ‘প্রথম টেস্ট হাতছাড়া হওয়ার পর এই জয় আমাদের কাছে মুক্তির চেয়েও বেশি কিছু। খেলোয়াড় এবং স্টাফদের জন্য গর্বিত। এ টেস্টে সেরা বোলার লায়ন বলেছেন, ‘এমন জয়ে ভূমিকা রাখতে পেরে দারুণ লাগছে। যখন আপনি কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানের সঙ্গে লড়াই করে তার উইকেট নেবেন সেটা অবশ্যই বিশেষ কিছু।’ কোহলি হারের পর নিজেদের ভুল স্বীকার করেছেন, ‘অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভালো ব্যাটিং করেছে। ৩৩০ (প্রথম ইনিংস ৩২৬) এ উইকেটে অনেক রান। জয়টা তাদেরই প্রাপ্য। উইকেট দেখার সময় আমরা জাদেজার কথা ভাবিনি। অথচ নাথান (লায়ন) ভালো বল করেছে। আসলে আমরা জেতার জন্য একজন স্পিনারের কথা বিবেচনা করিনি।’ সিরিজের তৃতীয় টেস্ট অর্থাৎ বক্সিং ডে টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর মেলবোর্নে।