মরিনহো বরখাস্ত
ক্রীড়া ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
চাকরি আর টিকল না হোসে মরিনহোর। মৌসুমজুড়ে দলের ব্যর্থতা ও বিস্তর সমালোচনায় থাকা পর্তুগিজ কোচকে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড। গত কয়েক সপ্তাহ ধরেই ম্যানইউতে মরিনহোর চেয়ার খুব নড়বড়ে ছিল। শনিবার লিভারপুলের কাছে হেরে যাওয়ায় শেষরক্ষা হলো না তার। চুক্তির আড়াই বছর পর এই কোচের সঙ্গে সম্পর্কের ইতি টানল ইংল্যান্ডের সেরা ক্লাবটি। গতকাল মঙ্গলবার নিয়মিত অনুশীলনের জন্য ক্লাবটির ক্যারিংটন অনুশীলন গ্রাউন্ডে এসেছিলেন মরিনহো। সেখানেই সকাল সাড়ে ৯টার দিকে ক্লাব ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড মরিনহোর সঙ্গে দেখা করে জানান, ক্লাব নতুন কাউকে কোচ হিসেবে চাইছে। খবরটি মরিনহোর জন্য ছিল অপ্রত্যাশিত। ইএসপিএন সকার জানায়, ম্যানইউর এই সিদ্ধান্তে মরিনহোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি ছিলেন পুরোপুরি বিস্মিত। বরখাস্তের খবরের প্রায় সঙ্গে সঙ্গেই ক্যারিংটন অনুশীলন গ্রাউন্ড ত্যাগ করেন মরিনহো। ঘটনার ১৫ মিনিটের মধ্যেই ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি ছিল মাত্র ৬৫ শব্দের। তবরখাস্ত হলেও ম্যানইউ চ্যাম্পিয়নস লিগে থাকায় ২২.৫ মিলিয়ন পাউন্ডের মোটা পে-অফ পাচ্ছেন দ্য স্পেশাল ওয়ান। তবে লিগের প্রথম অংশে শীর্ষ দলের সঙ্গে ক্লাবটির ১৯ পয়েন্টের দূরত্ব ও ষষ্ঠ অবস্থানে থাকা মরিনহোর জন্য কাল হলো। ইউরোপের চারটি দেশের শীর্ষ লিগজয়ী এ পর্তুগিজের বদলে এখনই নতুন কোচের ঘোষণা দেয়নি ম্যানইউ। চলতি মৌসুমে অন্তর্বর্তীকালীন কোচ রাখবে তারা। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে ফরাসি কোচ লরাঁ ব্লাঁ। আগামী মৌসুমে দলটির কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা তিনজন হলেনÑ জিনেদিন জিদান, টটেনহাম কোচ মরিসিও পচেত্তিনো ও সাবেক মোনাকো কোচ লিওনার্দো জারদিম।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

চাকরি আর টিকল না হোসে মরিনহোর। মৌসুমজুড়ে দলের ব্যর্থতা ও বিস্তর সমালোচনায় থাকা পর্তুগিজ কোচকে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড। গত কয়েক সপ্তাহ ধরেই ম্যানইউতে মরিনহোর চেয়ার খুব নড়বড়ে ছিল। শনিবার লিভারপুলের কাছে হেরে যাওয়ায় শেষরক্ষা হলো না তার। চুক্তির আড়াই বছর পর এই কোচের সঙ্গে সম্পর্কের ইতি টানল ইংল্যান্ডের সেরা ক্লাবটি। গতকাল মঙ্গলবার নিয়মিত অনুশীলনের জন্য ক্লাবটির ক্যারিংটন অনুশীলন গ্রাউন্ডে এসেছিলেন মরিনহো। সেখানেই সকাল সাড়ে ৯টার দিকে ক্লাব ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড মরিনহোর সঙ্গে দেখা করে জানান, ক্লাব নতুন কাউকে কোচ হিসেবে চাইছে। খবরটি মরিনহোর জন্য ছিল অপ্রত্যাশিত। ইএসপিএন সকার জানায়, ম্যানইউর এই সিদ্ধান্তে মরিনহোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি ছিলেন পুরোপুরি বিস্মিত। বরখাস্তের খবরের প্রায় সঙ্গে সঙ্গেই ক্যারিংটন অনুশীলন গ্রাউন্ড ত্যাগ করেন মরিনহো। ঘটনার ১৫ মিনিটের মধ্যেই ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি ছিল মাত্র ৬৫ শব্দের। তবরখাস্ত হলেও ম্যানইউ চ্যাম্পিয়নস লিগে থাকায় ২২.৫ মিলিয়ন পাউন্ডের মোটা পে-অফ পাচ্ছেন দ্য স্পেশাল ওয়ান। তবে লিগের প্রথম অংশে শীর্ষ দলের সঙ্গে ক্লাবটির ১৯ পয়েন্টের দূরত্ব ও ষষ্ঠ অবস্থানে থাকা মরিনহোর জন্য কাল হলো। ইউরোপের চারটি দেশের শীর্ষ লিগজয়ী এ পর্তুগিজের বদলে এখনই নতুন কোচের ঘোষণা দেয়নি ম্যানইউ। চলতি মৌসুমে অন্তর্বর্তীকালীন কোচ রাখবে তারা। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে ফরাসি কোচ লরাঁ ব্লাঁ। আগামী মৌসুমে দলটির কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা তিনজন হলেনÑ জিনেদিন জিদান, টটেনহাম কোচ মরিসিও পচেত্তিনো ও সাবেক মোনাকো কোচ লিওনার্দো জারদিম।