এমবাপেকে পেলে
রূপান্তর ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
রাশিয়া বিশ্বকাপে ফরাসি বিস্ময়কে নিয়ে কিংবদন্তি পেলের মনোভাব তখনই বোঝা গিয়েছিল। ফাইনালে দ্বিতীয় টিনএজার হিসেবে গোল করার পরই কিলিয়ান এমবাপের প্রশংসা করেছিলেন তিনি। আচ্ছা, প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন কে? পেলে। ১৯৫৮ সালে। রাশিয়া বিশ্বকাপে এমবাপে সেই রেকর্ড ছোঁয়ার পর মজা করে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এ মহাতারকা বলেছিলেন, আমাকে কি আবার বুট পরে মাঠে নামতে হবে নাকি! যা হোক, গত বৃহস্পতিবার ছিল এমবাপের ২০তম জন্মদিন। টুইটারে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পেলে, ‘আগেভাগেই বিশেষ প্রতিভা দেখানো শেষ। শুভ জন্মদিন কিলিয়ান। মাত্রই ২০ হলো। পরে কী করো, তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’ গত বিশ্বকাপে চার গোল করেছিলেন এমবাপে। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানো ম্যাচে একটি গোল ছিল তার।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

রাশিয়া বিশ্বকাপে ফরাসি বিস্ময়কে নিয়ে কিংবদন্তি পেলের মনোভাব তখনই বোঝা গিয়েছিল। ফাইনালে দ্বিতীয় টিনএজার হিসেবে গোল করার পরই কিলিয়ান এমবাপের প্রশংসা করেছিলেন তিনি। আচ্ছা, প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন কে? পেলে। ১৯৫৮ সালে। রাশিয়া বিশ্বকাপে এমবাপে সেই রেকর্ড ছোঁয়ার পর মজা করে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এ মহাতারকা বলেছিলেন, আমাকে কি আবার বুট পরে মাঠে নামতে হবে নাকি! যা হোক, গত বৃহস্পতিবার ছিল এমবাপের ২০তম জন্মদিন। টুইটারে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পেলে, ‘আগেভাগেই বিশেষ প্রতিভা দেখানো শেষ। শুভ জন্মদিন কিলিয়ান। মাত্রই ২০ হলো। পরে কী করো, তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’ গত বিশ্বকাপে চার গোল করেছিলেন এমবাপে। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানো ম্যাচে একটি গোল ছিল তার।
শেয়ার করুন