উৎসব
রূপান্তর ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান সামার ফেস্টিভাল। শুরু হবে আগামীকাল রোববার। স্থান মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে ইয়ারা পার্ক। এমসিজির নাম এসেছে মানেই উৎসবের সঙ্গে ক্রিকেট জড়িয়ে থাকবেই। জড়িয়ে থাকা কি, আসলে ক্রিকেট নিয়েই এ উৎসব। ২৬ ডিসেম্বর থেকে এমসিজিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের বক্সিং ডে টেস্ট। এটাকে উৎসবের রঙে রাঙাতে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়ান প্রাদেশিক সরকার আয়োজন করেছে ইন্ডিয়ান সামার ফেস্টিভাল। হরেক রকম ভারতীয় খাবার, মিউজিক, আর্ট, ফিল্ম এবং অবশ্যই ক্রিকেট। প্রথম দিন এই উৎসব কেন্দ্রে আসার কথা আছে দুই দলের ক্রিকেটারদের। চাইলে ইয়ারা পার্কের নির্দিষ্ট মঞ্চে বিরাট কোহলির সঙ্গে সেলফিও তুলতে পারবেন দর্শনার্থীরা। এ ছাড়া ইয়ারা পার্কের চত্বর সাজানো হবে বলিউড তারককাদের ছবিতে। এখানে অমিতাভ বচ্চনের সঙ্গে থাকবেন দিলীপ কুমার এবং মধুবালা। অন্যদিকে থাকবে শান্তি বাণী ঘোষণায় মহাত্মা গান্ধীর ম্যুরালও।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান সামার ফেস্টিভাল। শুরু হবে আগামীকাল রোববার। স্থান মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে ইয়ারা পার্ক। এমসিজির নাম এসেছে মানেই উৎসবের সঙ্গে ক্রিকেট জড়িয়ে থাকবেই। জড়িয়ে থাকা কি, আসলে ক্রিকেট নিয়েই এ উৎসব। ২৬ ডিসেম্বর থেকে এমসিজিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের বক্সিং ডে টেস্ট। এটাকে উৎসবের রঙে রাঙাতে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়ান প্রাদেশিক সরকার আয়োজন করেছে ইন্ডিয়ান সামার ফেস্টিভাল। হরেক রকম ভারতীয় খাবার, মিউজিক, আর্ট, ফিল্ম এবং অবশ্যই ক্রিকেট। প্রথম দিন এই উৎসব কেন্দ্রে আসার কথা আছে দুই দলের ক্রিকেটারদের। চাইলে ইয়ারা পার্কের নির্দিষ্ট মঞ্চে বিরাট কোহলির সঙ্গে সেলফিও তুলতে পারবেন দর্শনার্থীরা। এ ছাড়া ইয়ারা পার্কের চত্বর সাজানো হবে বলিউড তারককাদের ছবিতে। এখানে অমিতাভ বচ্চনের সঙ্গে থাকবেন দিলীপ কুমার এবং মধুবালা। অন্যদিকে থাকবে শান্তি বাণী ঘোষণায় মহাত্মা গান্ধীর ম্যুরালও।