দুশ্চিন্তা মেলবোর্নের উইকেট নিয়ে
ক্রীড়া ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
অ্যাডিলেডের উইকেট ছিল কিছুটা মন্থর। বলও নিচু হয়ে আসছিল। এরপর আগুনে পেস আর বাউন্স নিয়ে দুরন্ত ছিল পার্থের উইকেট। সেই তুলনায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উইকেট প্রাণহীন। তাই একটা প্রশ্ন ঘুরছে বাতাসেÑ ভারত এবং অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের রেজাল্ট আসবে তো? অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডল অবশ্য মেলবোর্নে ফল হবে বলেই আশাবাদী।
এমসিজির উইকেট নিয়ে গত বছর রিপোর্ট করেছিলেন আইসিসির শ্রীলঙ্কান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। অ্যাশেজের চতুর্থ টেস্ট এই মাঠে নি®প্রাণ ড্র হওয়ার পরের ঘটনা সেটি। এরপর এমসিজির নতুন কিউরেটর ম্যাট পেজ উইকেটের প্রাণ ফেরাতে সম্ভাব্য সবকিছুই করেছেন। কিন্তু পরিচর্যার পর এখন পর্যন্ত যে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে এমসিজিতে সবই ড্র। তিন ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হয়েছে। মার্কাস হ্যারিস অপরাজিত ২৫০ রানের ইনিংস খেলেছেন। তবে ভিক্টোরিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে খেলা সিডল নতুন এমসিজির উইকেটে বল করার অভিজ্ঞতা থেকে বলছেন, ‘এ বছর সব ঠিক (উইকেট) আছে। আমার মনে হয় উইকেট দেখে ওদের উজ্জীবিত হওয়া উচিত। আমি মনে করি এই উইকেটে ফল আসবে।’ সিডলের কথা সত্যি হলে মেলবোর্ন টেস্টের পর সিরিজে এগিয়ে যাবে যেকোনো একটি দল। এখন চার টেস্টের সিরিজ ১-১ সমতায়। অ্যাডিলেডে প্রথম টেস্ট জিতে দারুণভাবে সিরিজ শুরু করেছিল ভারত। এরপর পার্থ টেস্ট জিতে ঘুরে দাঁড়ায় অজিরা।
এদিকে সাবেক অজি ব্যাটসম্যান মাইকেল হাসি বলেছেন, মেলবোর্নের উইকেট যেহেতু পার্থের তুলনায় একেবারেই ভিন্নরকম হবে তাই ভারতের উচিত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে খেলানো। ফাস্ট বোলারদের ওপর চাপ কমানোর জন্যই তার এই পরামর্শ।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

অ্যাডিলেডের উইকেট ছিল কিছুটা মন্থর। বলও নিচু হয়ে আসছিল। এরপর আগুনে পেস আর বাউন্স নিয়ে দুরন্ত ছিল পার্থের উইকেট। সেই তুলনায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উইকেট প্রাণহীন। তাই একটা প্রশ্ন ঘুরছে বাতাসেÑ ভারত এবং অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের রেজাল্ট আসবে তো? অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডল অবশ্য মেলবোর্নে ফল হবে বলেই আশাবাদী।
এমসিজির উইকেট নিয়ে গত বছর রিপোর্ট করেছিলেন আইসিসির শ্রীলঙ্কান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। অ্যাশেজের চতুর্থ টেস্ট এই মাঠে নি®প্রাণ ড্র হওয়ার পরের ঘটনা সেটি। এরপর এমসিজির নতুন কিউরেটর ম্যাট পেজ উইকেটের প্রাণ ফেরাতে সম্ভাব্য সবকিছুই করেছেন। কিন্তু পরিচর্যার পর এখন পর্যন্ত যে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে এমসিজিতে সবই ড্র। তিন ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হয়েছে। মার্কাস হ্যারিস অপরাজিত ২৫০ রানের ইনিংস খেলেছেন। তবে ভিক্টোরিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে খেলা সিডল নতুন এমসিজির উইকেটে বল করার অভিজ্ঞতা থেকে বলছেন, ‘এ বছর সব ঠিক (উইকেট) আছে। আমার মনে হয় উইকেট দেখে ওদের উজ্জীবিত হওয়া উচিত। আমি মনে করি এই উইকেটে ফল আসবে।’ সিডলের কথা সত্যি হলে মেলবোর্ন টেস্টের পর সিরিজে এগিয়ে যাবে যেকোনো একটি দল। এখন চার টেস্টের সিরিজ ১-১ সমতায়। অ্যাডিলেডে প্রথম টেস্ট জিতে দারুণভাবে সিরিজ শুরু করেছিল ভারত। এরপর পার্থ টেস্ট জিতে ঘুরে দাঁড়ায় অজিরা।
এদিকে সাবেক অজি ব্যাটসম্যান মাইকেল হাসি বলেছেন, মেলবোর্নের উইকেট যেহেতু পার্থের তুলনায় একেবারেই ভিন্নরকম হবে তাই ভারতের উচিত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে খেলানো। ফাস্ট বোলারদের ওপর চাপ কমানোর জন্যই তার এই পরামর্শ।