ক্লাব বিশ্বকাপজয়ী রিয়াল
| ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
২০১৬, ২০১৭ ও ২০১৮। টানা তিনবার ক্লাব বিশ্বকাপজয়ী একমাত্র দল এখন রিয়াল মাদ্রিদ। গতকাল আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৪-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ জায়ান্টের পক্ষে গোলগুলো করেছেন লুকা মদ্রিচ, মার্কোস লরেন্তে ও সার্জিও রামোস। অন্য গোলটি আল আইনের ইয়াহিয়া নাদেরর আত্মঘাতী। আল আইনের হয়ে একমাত্র গোলটি করেন তুকাসা সিয়োতানি সংগৃহীত
শেয়ার করুন
| ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

২০১৬, ২০১৭ ও ২০১৮। টানা তিনবার ক্লাব বিশ্বকাপজয়ী একমাত্র দল এখন রিয়াল মাদ্রিদ। গতকাল আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৪-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ জায়ান্টের পক্ষে গোলগুলো করেছেন লুকা মদ্রিচ, মার্কোস লরেন্তে ও সার্জিও রামোস। অন্য গোলটি আল আইনের ইয়াহিয়া নাদেরর আত্মঘাতী। আল আইনের হয়ে একমাত্র গোলটি করেন তুকাসা সিয়োতানি সংগৃহীত
শেয়ার করুন