পগবার ধন্যবাদ
ক্রীড়া ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
একটু দেরিতেই কি ধন্যবাদটা দিলেন পল পগবা! শনিবার কার্ডিফ সিটির বিপক্ষে জয়ের পর হোসে মরিনহোকে ফরাসি তারকার এই ধন্যবাদ জ্ঞাপন। কিছুদিন আগে এই সৌহার্দ্য দেখালে হয়তো ম্যানইউর দুঃসময় আসত না আর মরিনহোও বরখাস্ত হতেন না। নিকট অতীতে পগবার সঙ্গে মরিনহোর শীতল সম্পর্কের খবর সবার জানা। শনিবার ম্যাচ শেষে ফ্রান্সের এ তরুণ ফুটবলার স্বীকার করেছেন ব্যাপারটি। কিন্তু একজন ফুটবলার হিসেবে তাকে পরিণত করায় মরিনহোকে ধন্যবাদ জানালেন বিশ্বকাপজয়ী এ তারকা।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একটু দেরিতেই কি ধন্যবাদটা দিলেন পল পগবা! শনিবার কার্ডিফ সিটির বিপক্ষে জয়ের পর হোসে মরিনহোকে ফরাসি তারকার এই ধন্যবাদ জ্ঞাপন। কিছুদিন আগে এই সৌহার্দ্য দেখালে হয়তো ম্যানইউর দুঃসময় আসত না আর মরিনহোও বরখাস্ত হতেন না। নিকট অতীতে পগবার সঙ্গে মরিনহোর শীতল সম্পর্কের খবর সবার জানা। শনিবার ম্যাচ শেষে ফ্রান্সের এ তরুণ ফুটবলার স্বীকার করেছেন ব্যাপারটি। কিন্তু একজন ফুটবলার হিসেবে তাকে পরিণত করায় মরিনহোকে ধন্যবাদ জানালেন বিশ্বকাপজয়ী এ তারকা।
শেয়ার করুন