আরিফুলের ৯৮ রাজ্জাকের ৭
ক্রীড়া প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আবারও দ্যুতি ছড়ালেন আবদুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ রাউন্ডে উত্তরাঞ্চলের বিপক্ষে ইনিংসে ৭ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭তম বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির দুর্দান্ত বোলিং সত্ত্বেও তিনশো ছোঁয়া সংগ্রহ গড়েছে উত্তরাঞ্চল। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন আরিফুল হক। রাজ্জাকের ৭ উইকেটের একটি তিনি। বিসিএলের শেষ রাউন্ডের প্রথম ইনিংসে ২৯৩ রান করেছে উত্তরাঞ্চল। জবাবে দক্ষিণাঞ্চল ১ উইকেট হারিয়ে ২১ রানে প্রথম দিন শেষ করে। প্রথম ইনিংসে এখনো ২৭২ রানে পিছিয়ে তারা। অন্যদিকে শেষ রাউন্ডের প্রথম দিন ভালো কাটেনি শিরোপার পথে এগিয়ে থাকা মধ্যাঞ্চলের। তাদের বিপক্ষে পূর্বাঞ্চল চার হাফসেঞ্চুরিতে একদিনেই ৮ উইকেটে ৩৮০ রান তুলেছে। ৭৪ রান করা মাহমুদুল হাসান সেঞ্চুরির পথে আছেন।
বিসিএলের শিরোপা নির্ধারণী রাউন্ডে দারুণ লড়াই হবে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে। গতবারের চ্যাম্পিয়নরা মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মধ্যাঞ্চলের চেয়ে। চট্টগ্রামে রাজ্জাকরা জয়ের লক্ষ্যেই ছুটছেন। উত্তরাঞ্চলের ব্যাটিং লড়াই বেশিদূর যেতে পারেনি রাজ্জাকের বোলিংয়ের সামনে। ওপেনার জুনায়েদ সিদ্দিকী ৪৪ রানের ইনিংস খেলে ভালো সূচনা এনে দেন। কিন্তু রাজ্জাকের ঘূর্ণিতে ১৩৬ রানেই ৬ উইকেট হারায় তারা। লোয়ার মিডল অর্ডারে আরিফুল ও জিয়াউর রহমান ১৩৫ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান উত্তরাঞ্চলকে। ৯৮ রান করা আরিফুল ফিরতেই ভেঙে যায় তাদের প্রতিরোধ। জিয়াউর ৬৯ রান করেন। সিলেটে ব্যাটিং সাফল্য দেখিয়ে একদিনেই চারশো ছোঁয়া রান তুলেছে পূর্বাঞ্চল। রান তোলার আগেই প্রথম উইকেট হারানোর পর ইমরুল কায়েসের ৭৮ ও মুমিনুল হকের ৮২ রান দলকে উড়ন্ত সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে এ দুজনের ১৩৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পায় পূর্বাঞ্চল। পরে ষষ্ঠ উইকেটে মাহমুদুল ও জাকির হাসান ১০০ রানের জুটি গড়ে তিনশো পার করেন। ৫৭ রানে জাকির ফেরার পর ৩২ রান করা তাইজুলকে নিয়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন মাহমুদুল।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আবারও দ্যুতি ছড়ালেন আবদুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ রাউন্ডে উত্তরাঞ্চলের বিপক্ষে ইনিংসে ৭ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭তম বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির দুর্দান্ত বোলিং সত্ত্বেও তিনশো ছোঁয়া সংগ্রহ গড়েছে উত্তরাঞ্চল। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন আরিফুল হক। রাজ্জাকের ৭ উইকেটের একটি তিনি। বিসিএলের শেষ রাউন্ডের প্রথম ইনিংসে ২৯৩ রান করেছে উত্তরাঞ্চল। জবাবে দক্ষিণাঞ্চল ১ উইকেট হারিয়ে ২১ রানে প্রথম দিন শেষ করে। প্রথম ইনিংসে এখনো ২৭২ রানে পিছিয়ে তারা। অন্যদিকে শেষ রাউন্ডের প্রথম দিন ভালো কাটেনি শিরোপার পথে এগিয়ে থাকা মধ্যাঞ্চলের। তাদের বিপক্ষে পূর্বাঞ্চল চার হাফসেঞ্চুরিতে একদিনেই ৮ উইকেটে ৩৮০ রান তুলেছে। ৭৪ রান করা মাহমুদুল হাসান সেঞ্চুরির পথে আছেন।
বিসিএলের শিরোপা নির্ধারণী রাউন্ডে দারুণ লড়াই হবে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে। গতবারের চ্যাম্পিয়নরা মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মধ্যাঞ্চলের চেয়ে। চট্টগ্রামে রাজ্জাকরা জয়ের লক্ষ্যেই ছুটছেন। উত্তরাঞ্চলের ব্যাটিং লড়াই বেশিদূর যেতে পারেনি রাজ্জাকের বোলিংয়ের সামনে। ওপেনার জুনায়েদ সিদ্দিকী ৪৪ রানের ইনিংস খেলে ভালো সূচনা এনে দেন। কিন্তু রাজ্জাকের ঘূর্ণিতে ১৩৬ রানেই ৬ উইকেট হারায় তারা। লোয়ার মিডল অর্ডারে আরিফুল ও জিয়াউর রহমান ১৩৫ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান উত্তরাঞ্চলকে। ৯৮ রান করা আরিফুল ফিরতেই ভেঙে যায় তাদের প্রতিরোধ। জিয়াউর ৬৯ রান করেন। সিলেটে ব্যাটিং সাফল্য দেখিয়ে একদিনেই চারশো ছোঁয়া রান তুলেছে পূর্বাঞ্চল। রান তোলার আগেই প্রথম উইকেট হারানোর পর ইমরুল কায়েসের ৭৮ ও মুমিনুল হকের ৮২ রান দলকে উড়ন্ত সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে এ দুজনের ১৩৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পায় পূর্বাঞ্চল। পরে ষষ্ঠ উইকেটে মাহমুদুল ও জাকির হাসান ১০০ রানের জুটি গড়ে তিনশো পার করেন। ৫৭ রানে জাকির ফেরার পর ৩২ রান করা তাইজুলকে নিয়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন মাহমুদুল।